ETV Bharat / entertainment

Biopic on Ratan Tata: রূপোলি পর্দায় আসছে রতন টাটার জীবনের গল্প ? জোর জল্পনা - Biopic on Ratan Tata

'সুররাই পোত্রু' ছবির হাত ধরে ইতিমধ্য়েই জাতীয় মঞ্চে নিজের স্থায়ী আসন তৈরি করে নিয়েছেন পরিচালক সুধা কোঙ্গারা ৷ এখন তিনি কাজ করছেন অক্ষয় কুমারের সঙ্গে ৷ 'সুররাই পোত্রু' ছবিরই হিন্দি রিমেক নির্মানে মন দিয়েছেন সুধা ৷ তবে সূত্রের খবর এই কাজ শেষ হলে শিল্পপতি রতন টাটার জীবনের কাহিনি রূপোলি পর্দায় তুলে ধরবেন এই দক্ষিণী পরিচালক (Ratan Tatas life story on screen)৷ বর্তমানে এই গল্প নিয়ে গবেষণা চলেছে । শুধু তাই নয়, শোনা যাচ্ছে চিত্রনাট্য় তৈরির কাজও নাকি শুরু হয়ে গিয়েছে (Biopic on Ratan Tata)৷

http://10.10.50.85:6060/reg-lowres/23-November-2022/768-512-17004901-thumbnail-3x2-tata_2311newsroom_1669176067_596.jpg
রূপোলি পর্দায় এবার রতন টাটার জীবনের গল্প?
author img

By

Published : Nov 23, 2022, 10:01 AM IST

Updated : Nov 23, 2022, 10:28 AM IST

অমরাবতী, 23 নভেম্বর: 'সুররাই পোত্রু' ছবির হাত ধরে ইতিমধ্য়েই জাতীয় মঞ্চে নিজের স্থায়ী আসন তৈরি করে নিয়েছেন পরিচালক সুধা কোঙ্গারা ৷ এখন তিনি কাজ করছেন অক্ষয় কুমারের সঙ্গে ৷ 'সুররাই পোত্রু' ছবিরই হিন্দি রিমেক নির্মানে মন দিয়েছেন সুধা ৷ তবে সূত্রের খবর এই কাজ শেষ হলে শিল্পপতি রতন টাটার জীবনের কাহিনি রূপোলি পর্দায় তুলে ধরবেন এই দক্ষিণী পরিচালক (Ratan Tatas life story on screen)৷ বর্তমানে এই গল্প নিয়ে গবেষণা চলেছে । শুধু তাই নয়, শোনা যাচ্ছে চিত্রনাট্য় তৈরির কাজও নাকি শুরু হয়ে গিয়েছে (Biopic on Ratan Tata)৷

নতুন এই ছবিতে রতন টাটার চরিত্রে কাকে দেখবেন দর্শকরা(Is Ratan Tatas life story coming on big screen )? এই নিয়ে নির্মাতারা মুখ খোলেননি ঠিকই তবে জানা গিয়েছে তালিকায় রয়েছে দু'টি নাম ৷ তাঁদের একজন দক্ষিণী সুপারস্টার সূর্য এবং অন্যজন অভিষেক বচ্চন ৷ অভিষেকের ইতিমধ্য়েই বায়োপিকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৷ তাঁর 'দ্য় বিগ বুল' বেশ নজর কেড়েছিল দর্শকদের ৷ ছবিতে হর্ষল মেহেতার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ তবে সুধা এবার কাকে বেছে নেন সেদিকেই নজর থাকবে দর্শকদের ৷ তাছাড়া পর্দার গুরুকান্ত দেশাইয়ের মধ্যে অনেকেই ধীরুভাই আম্বানিকে দেখেছিলেন ।

আরও পড়ুন: কলকাতার ট্রামে রোম্যান্টিক মেজাজে বরুণ কৃতি, জমে গেল 'ভেড়িয়া' র প্রচার

তবে কয়েকদিন আগেই আবার সুধা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি সূর্যকে নিয়ে একটি বায়োপিক তৈরি করবেন ৷ আর তাঁর সেই বক্তব্য়ের ওপর ভিত্তি করে অনেকেই ধারনা করছেন রতন টাটার চরিত্রে অভিনয় করবেন এই দক্ষিণী তারকা ৷ অন্যদিকে আবার সুপারহিট ছবি 'কেজিএফ'-এর প্রযোজকরাও একটি নতুন প্রজেক্টে মনোনিবেশ করতে চান ৷ সূত্রের খবর অনুযায়ী, এই সমস্ত অঙ্কের সমাধান সূত্র একটাই, তা হল রতন টাটার বায়োপিক ৷

অমরাবতী, 23 নভেম্বর: 'সুররাই পোত্রু' ছবির হাত ধরে ইতিমধ্য়েই জাতীয় মঞ্চে নিজের স্থায়ী আসন তৈরি করে নিয়েছেন পরিচালক সুধা কোঙ্গারা ৷ এখন তিনি কাজ করছেন অক্ষয় কুমারের সঙ্গে ৷ 'সুররাই পোত্রু' ছবিরই হিন্দি রিমেক নির্মানে মন দিয়েছেন সুধা ৷ তবে সূত্রের খবর এই কাজ শেষ হলে শিল্পপতি রতন টাটার জীবনের কাহিনি রূপোলি পর্দায় তুলে ধরবেন এই দক্ষিণী পরিচালক (Ratan Tatas life story on screen)৷ বর্তমানে এই গল্প নিয়ে গবেষণা চলেছে । শুধু তাই নয়, শোনা যাচ্ছে চিত্রনাট্য় তৈরির কাজও নাকি শুরু হয়ে গিয়েছে (Biopic on Ratan Tata)৷

নতুন এই ছবিতে রতন টাটার চরিত্রে কাকে দেখবেন দর্শকরা(Is Ratan Tatas life story coming on big screen )? এই নিয়ে নির্মাতারা মুখ খোলেননি ঠিকই তবে জানা গিয়েছে তালিকায় রয়েছে দু'টি নাম ৷ তাঁদের একজন দক্ষিণী সুপারস্টার সূর্য এবং অন্যজন অভিষেক বচ্চন ৷ অভিষেকের ইতিমধ্য়েই বায়োপিকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৷ তাঁর 'দ্য় বিগ বুল' বেশ নজর কেড়েছিল দর্শকদের ৷ ছবিতে হর্ষল মেহেতার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ তবে সুধা এবার কাকে বেছে নেন সেদিকেই নজর থাকবে দর্শকদের ৷ তাছাড়া পর্দার গুরুকান্ত দেশাইয়ের মধ্যে অনেকেই ধীরুভাই আম্বানিকে দেখেছিলেন ।

আরও পড়ুন: কলকাতার ট্রামে রোম্যান্টিক মেজাজে বরুণ কৃতি, জমে গেল 'ভেড়িয়া' র প্রচার

তবে কয়েকদিন আগেই আবার সুধা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি সূর্যকে নিয়ে একটি বায়োপিক তৈরি করবেন ৷ আর তাঁর সেই বক্তব্য়ের ওপর ভিত্তি করে অনেকেই ধারনা করছেন রতন টাটার চরিত্রে অভিনয় করবেন এই দক্ষিণী তারকা ৷ অন্যদিকে আবার সুপারহিট ছবি 'কেজিএফ'-এর প্রযোজকরাও একটি নতুন প্রজেক্টে মনোনিবেশ করতে চান ৷ সূত্রের খবর অনুযায়ী, এই সমস্ত অঙ্কের সমাধান সূত্র একটাই, তা হল রতন টাটার বায়োপিক ৷

Last Updated : Nov 23, 2022, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.