ETV Bharat / entertainment

চুলের সাজ থেকে ছাদনাতলার ডেকরেশন, কেমন চলছে বিয়ের প্রস্তুতি; জানালেন আমির-কন্যা - ইরা নূপুরের বিয়ে

Ira-Nupur Wedding: জোরকদমে শুরু হয়ে গিয়েছে ইরা-নূপুরের বিয়ের প্রস্তুতি ৷ উদয়পুরের তাজ আরাভলি রিসোর্টে বসছে বিয়ের আসর ৷ কেমন চলছে প্রস্তুতি, সোশাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে জানালেন স্বয়ং ইরা ৷

Etv Bharat
বিয়ের প্রস্তুতির ভিডিয়ো শেয়ার করলেন ইরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 7:48 PM IST

হায়দরাবাদ, 8 জানুয়ারি: 3 তারিখ রেজিস্ট্রি সেরে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন আমির খানের মেয়ে ইরা খান-নূপুর শিখরে ৷ সেই অনুষ্ঠান ছিল কাছের পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে ৷ মুম্বইয়ের পর এবার বিয়ের ট্র্যাডিশনাল ফেস্টিভ্যালের জমকালো আসর বসছে উদয়পুরে ৷ 10 তারিখ পর্যন্ত চলবে বিয়ের আসর ৷ সোশাল মিডিয়ায় আনন্দ অনুষ্ঠানের সেই ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ইরা স্বয়ং ৷

ইন্সটাগ্রাম স্টোরিতে ইরা বেশ কিছু ভিডিয়ো ও ছবি শেয়ার করেছেন ৷ সেখানে দেখা গিয়েছে আইনিমতে বিয়ে হওয়া নববধূ ইরা কখনও নাচছেন আবার কখনও নিজের চুলে স্টাইল করছেন ৷ আবার এক ভিডিয়োতে দেখা গিয়েছে, নূপুরের হাত ধরে জোনাস ব্রাদার্সের গানের তালে সুর মিলিয়েছেন ইরা ৷ আবার কোনও ভিডিয়োতে দেখা গিয়েছে হাবির কোলে বসে রোম্যান্টিক গান মুগ্ধ হয়ে শুনছেন ইরা ৷ সব মিলিয়ে নিজের বিয়ের সামাজিক অনুষ্ঠান চুটিয়ে উপভোগ করছেন আমির-রীনার কন্যা ইরা ৷

জানা গিয়েছে, 8 জানুয়ারি হবে মেহেন্দি সেরেমনি ৷ তারপর হবে পাজামা পার্টি ৷ সঙ্গীত সেরেমনি হবে মঙ্গলবার অর্থাৎ 9 জানুয়ারি ৷ 10 তারিখ বসবে বিয়ের আসর ৷ উদয়পুরের তাজ আরাভলি রিসর্টে ইতিমধ্যেই উপস্থিত হতে শুরু করেছেন আত্মীয়রা ৷ প্রায় 250 জন অতিথি সমাগম হবে বলে জানা গিয়েছে ৷ 10 তারিখ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলেই ইরা-নুপূর পরিবারকে সঙ্গে নিয়ে চলে আসবে মুম্বই ৷ কারণ 13 তারিখ হবে গ্র্যান্ড রিসেপশন পার্টি ৷ এই অনুষ্ঠান হবে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে ৷

উল্লেখ্য, এর আগে মুম্বইতে ইরা-নূপুর রেজিস্ট্রি ম্যারেজ সেরেছেন। তাঁদের আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি । উদয়পুরে অতিথিদের জন্য 179টি রুম বুক করা হয়েছে বলে জানা গিয়েছে । অতিথিদের স্বাগত জানাতে উপস্থিত থাকবেন আমির খান স্বয়ং । বিয়ের আসরে ফুটিয়ে তোলা হবে রাজস্থানী সংস্কৃতি । শুধু তাই নয়, রাজস্থানী স্টাইলে স্বাগত জানানো হবে অতিথিদের । পাশাপাশি, বিয়ের মেনুতে থাকছে স্পেশাল রাজস্থানী চমক ।

আরও পড়ুন:

1. বিমান বন্দরে জন্মদিন পালন দীপিকার, সারপ্রাইজ পেয়ে আপ্লুত 'ফাইটার' অভিনেত্রী

2. 'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা

3. 'বার্বি'কে হারিয়ে সেরা ছবি 'ওপেনহাইমার', গ্লোডেন গ্লোব ক্রিস্টোফার নোলানের মুকুটে

হায়দরাবাদ, 8 জানুয়ারি: 3 তারিখ রেজিস্ট্রি সেরে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন আমির খানের মেয়ে ইরা খান-নূপুর শিখরে ৷ সেই অনুষ্ঠান ছিল কাছের পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে ৷ মুম্বইয়ের পর এবার বিয়ের ট্র্যাডিশনাল ফেস্টিভ্যালের জমকালো আসর বসছে উদয়পুরে ৷ 10 তারিখ পর্যন্ত চলবে বিয়ের আসর ৷ সোশাল মিডিয়ায় আনন্দ অনুষ্ঠানের সেই ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ইরা স্বয়ং ৷

ইন্সটাগ্রাম স্টোরিতে ইরা বেশ কিছু ভিডিয়ো ও ছবি শেয়ার করেছেন ৷ সেখানে দেখা গিয়েছে আইনিমতে বিয়ে হওয়া নববধূ ইরা কখনও নাচছেন আবার কখনও নিজের চুলে স্টাইল করছেন ৷ আবার এক ভিডিয়োতে দেখা গিয়েছে, নূপুরের হাত ধরে জোনাস ব্রাদার্সের গানের তালে সুর মিলিয়েছেন ইরা ৷ আবার কোনও ভিডিয়োতে দেখা গিয়েছে হাবির কোলে বসে রোম্যান্টিক গান মুগ্ধ হয়ে শুনছেন ইরা ৷ সব মিলিয়ে নিজের বিয়ের সামাজিক অনুষ্ঠান চুটিয়ে উপভোগ করছেন আমির-রীনার কন্যা ইরা ৷

জানা গিয়েছে, 8 জানুয়ারি হবে মেহেন্দি সেরেমনি ৷ তারপর হবে পাজামা পার্টি ৷ সঙ্গীত সেরেমনি হবে মঙ্গলবার অর্থাৎ 9 জানুয়ারি ৷ 10 তারিখ বসবে বিয়ের আসর ৷ উদয়পুরের তাজ আরাভলি রিসর্টে ইতিমধ্যেই উপস্থিত হতে শুরু করেছেন আত্মীয়রা ৷ প্রায় 250 জন অতিথি সমাগম হবে বলে জানা গিয়েছে ৷ 10 তারিখ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলেই ইরা-নুপূর পরিবারকে সঙ্গে নিয়ে চলে আসবে মুম্বই ৷ কারণ 13 তারিখ হবে গ্র্যান্ড রিসেপশন পার্টি ৷ এই অনুষ্ঠান হবে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে ৷

উল্লেখ্য, এর আগে মুম্বইতে ইরা-নূপুর রেজিস্ট্রি ম্যারেজ সেরেছেন। তাঁদের আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি । উদয়পুরে অতিথিদের জন্য 179টি রুম বুক করা হয়েছে বলে জানা গিয়েছে । অতিথিদের স্বাগত জানাতে উপস্থিত থাকবেন আমির খান স্বয়ং । বিয়ের আসরে ফুটিয়ে তোলা হবে রাজস্থানী সংস্কৃতি । শুধু তাই নয়, রাজস্থানী স্টাইলে স্বাগত জানানো হবে অতিথিদের । পাশাপাশি, বিয়ের মেনুতে থাকছে স্পেশাল রাজস্থানী চমক ।

আরও পড়ুন:

1. বিমান বন্দরে জন্মদিন পালন দীপিকার, সারপ্রাইজ পেয়ে আপ্লুত 'ফাইটার' অভিনেত্রী

2. 'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা

3. 'বার্বি'কে হারিয়ে সেরা ছবি 'ওপেনহাইমার', গ্লোডেন গ্লোব ক্রিস্টোফার নোলানের মুকুটে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.