চেন্নাই, 19 অক্টোবর: দক্ষিণী সুপারস্টার বিজয় থলাপতি অভিনীত 'লিও' মুক্তি পেয়েছে বৃহস্পতিবার ৷ তবে মুক্তির আগেই খবরের শিরোনামে চলে এসেছিল লিও। ছবিটি নিয়ে মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা পরিলক্ষিত হচ্ছিল। কিছুদিন আগে ছবির প্রচারে চেন্নাইয়ের এক প্রেক্ষাগৃহে ভাঙচুর চালিয়েছিলেন অনুরাগীরা। তবে এদিন ছবিটা ছিল অন্য ৷ তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলিতে দেখা দিল 'লিও জ্বর' ৷ এদিন সকালের শো দেখতে দক্ষিণের রাজ্যে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো । প্রেক্ষাগৃহগুলির সামনে বাজল ডিজে, সেইসঙ্গে চলল দেদার নাচ ৷ আতসবাজি ফাটানো থেকে শুরু করে মিষ্টি বিলি ৷ সবমিলিয়ে লিও ছবি যেন উৎসবের আকার নিয়েছে চেন্নাইয়ে ৷
লিও ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বিজয় থলাপতি। ছবিটি পরিচালনা করেছেন লোকেশ কংরাজ। বিজয় ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে ত্রিশা কৃষ্ণান ও সঞ্জয় দত্ত, অর্জুন-সহ অনেক তারকাদের। আজ ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। সেভেন স্ক্রিন স্টুডিও প্রযোজিত ছবিটির সুর দিয়েছেন অনিরুদ্ধ। এদিন কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক-সহ অন্যান্য রাজ্যে এবং যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মতো বিদেশেও ভোর 4টেয় মুক্তি পেয়েছে ৷ শোনা যাচ্ছে, এই ছবিটি জার্মান ও অন্যান্য বিদেশি ভাষায় মুক্তি পাবে নেটফ্লিক্সে।
এদিন সকাল 9টায় তামিলনাড়ুতে প্রথম স্ক্রিন রিলিজ হয় ৷ জানা গিয়েছে, চেন্নাইয়ের কয়েকটি প্রেক্ষাগৃহের বাইরে ব্ল্যাকে 2 হাজার টাকায় টিকিট বিক্রি হয়েছে ৷ আর তাতে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। 'লিও' ছবির শুটিং সারা হয়েছে কাশ্মীরে। আসন্ন ছবিটি যখন ঘোষণা হয়েছিল তখনই বিপুল সাড়া ফেলে দিয়েছিল।
লিও ছবি এতটাই সাড়া ফেলেছে যে প্রথমদিনের জন্য 16 লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল আগেভাগে। উল্লেখ্য, শাহরুখ খানের জওয়ানের অ্যাডভান্স বুকিং হয়েছিল সাড়ে 15 লক্ষ। সেটা আবার ওপেনিং-ডে'র দিনে। আর তামিল ভাষার জওয়ানের 13 লক্ষের বেশি টিকিট বিক্রি হয়েছিল 'লিও'-র।
আরও পড়ুন: সলমনের টিমে 'সোয়্যাগ সে স্বাগত', প্রথমবার ভাইজানের ছবির গানে অরিজিৎ