ETV Bharat / entertainment

ICC World Cup 2023: অনুষ্কার ছবি তোলার অনুমতি চাইছেন অরিজিৎ, ভারত-পাক ম্যাচের সেলেব-কাহিনি ভাইরাল - অরিজিৎ সিং

India vs Pakistan: ভারত বনাম পাকিস্তান ম্যাচে তাঁর লাইভ পারফরম্যান্সের পর গ্যালারিতে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে পেয়ে তাঁর ছবি তুললেন অরিজিৎ সিং ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশালে ৷

ICC World Cup 2023:
অনুষ্কা ও অরিজিৎ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 10:22 AM IST

মুম্বই, 15 অক্টোবর: আদপে তিনি আন্তর্জাতিক স্তরের সেলিব্রিটি হলেও সাজ-পোশাক-আচরণে তিনি বরাবরই যেন ঘরের ছেলে ৷ সে জন্যই বাংলার যে সঙ্গীতশিল্পীর অনুরাগী দেশ-বিদেশের মানুষ, তিনিই মঞ্চে উঠে সবার সামনে ঢিপ করে প্রণাম করতে পারেন তাঁর স্বপ্নের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে ৷ ঠিকই ধরেছেন ৷ বলছি, অরিজিৎ সিং-এর কথা ৷ ভারত-পাকিস্তান ম্যাচের আসরে তিনি হাজির ছিলেন ৷ পারফরম্যান্স থাকলেও, তারপর চেটেপুটে উপভোগ করেছেন রোহিত শর্মাদের জয় ৷ এরই মাঝে গ্যালারিতে বসে তিনি অভিনেত্রী অনুষ্কা শর্মাকে সামনে পেয়ে তাঁর ছবি তুললেন ৷ আর পাঁচজন সাধারণ ভক্তের মতোই ৷ হাসিমুখে পোজও দিলেন বিরাট-ঘরণী ৷

এ বারের মহালয়ার দিনটা ভারতীয় ক্রিকেটের জন্য ছিল একটি দুর্দান্ত দিন । বিশ্বকাপের আসরে আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে 192 রান তাড়া করতে নেমে 7 উইকেটে হেলায় ম্যাচ জিতে নেয় ভারতীয় দল । তবে এই ম্যাচে খেলার উত্তেজনার সঙ্গেই পুরোমাত্রায় ছিল বিনোদনের রসদ ৷ প্রি-ম্যাচ মিউজিক ইভেন্টে নরেন্দ্র মোদি স্টেডিয়াম মাতিয়ে দিলেন অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং-এর মতো খ্যাতনামা শিল্পীরা ৷ এরপর পুরোটা সময় মাঠে থেকে খেলা দেখেন অরিজিৎ-সহ অন্যান্যরা ৷ হাবি ও তাঁর দলকে উদ্বুদ্ধ করতে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মাও ৷

আরও পড়ুন: শুরুর আগেই কাটল তাল, প্রাক-ম্যাচ অনুষ্ঠান সম্প্রচার না-করায় ক্ষোভের মুখে বিসিসিআই

হাতের সামনে তাঁকে পেয়ে তাঁর অনুমতি নিয়ে বলিউডের 'পরী'র ছবি তোলেন গেরুয়া স্টার ৷ ফ্যানেরা আবার সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে, পাশের গ্যালারিতে বসে থাকা অনুষ্কার একটি ছবি তোলার জন্য তাঁর কাছে অনুমতি চাইছেন অরিজিৎ ৷ বিরাট-পত্নীও হাসিমুখ ভিকট্রি সাইন দেখিয়ে পোজ দিচ্ছেন অরিজিৎকে ৷ এই ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷

অরিজিৎ সিং এবং অনুষ্কা শর্মার ভিডিয়োটি একটি গায়কের ফ্যান পেজ থেকে পোস্ট করেছে । ক্লিপটিতে অরিজিৎকে নীল প্যান্টের সঙ্গে সাদা শার্ট পরা অবস্থায় দেখা যা চ্ছে। সাদা রঙের ক্যাজুয়াল পোশাকে অনুষ্কাকেও মোহময়ী দেখাচ্ছিল ৷ দুই সেলেবের এই জেসচার বেশ মনে ধরেছে ভক্তদের ৷

মুম্বই, 15 অক্টোবর: আদপে তিনি আন্তর্জাতিক স্তরের সেলিব্রিটি হলেও সাজ-পোশাক-আচরণে তিনি বরাবরই যেন ঘরের ছেলে ৷ সে জন্যই বাংলার যে সঙ্গীতশিল্পীর অনুরাগী দেশ-বিদেশের মানুষ, তিনিই মঞ্চে উঠে সবার সামনে ঢিপ করে প্রণাম করতে পারেন তাঁর স্বপ্নের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে ৷ ঠিকই ধরেছেন ৷ বলছি, অরিজিৎ সিং-এর কথা ৷ ভারত-পাকিস্তান ম্যাচের আসরে তিনি হাজির ছিলেন ৷ পারফরম্যান্স থাকলেও, তারপর চেটেপুটে উপভোগ করেছেন রোহিত শর্মাদের জয় ৷ এরই মাঝে গ্যালারিতে বসে তিনি অভিনেত্রী অনুষ্কা শর্মাকে সামনে পেয়ে তাঁর ছবি তুললেন ৷ আর পাঁচজন সাধারণ ভক্তের মতোই ৷ হাসিমুখে পোজও দিলেন বিরাট-ঘরণী ৷

এ বারের মহালয়ার দিনটা ভারতীয় ক্রিকেটের জন্য ছিল একটি দুর্দান্ত দিন । বিশ্বকাপের আসরে আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে 192 রান তাড়া করতে নেমে 7 উইকেটে হেলায় ম্যাচ জিতে নেয় ভারতীয় দল । তবে এই ম্যাচে খেলার উত্তেজনার সঙ্গেই পুরোমাত্রায় ছিল বিনোদনের রসদ ৷ প্রি-ম্যাচ মিউজিক ইভেন্টে নরেন্দ্র মোদি স্টেডিয়াম মাতিয়ে দিলেন অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং-এর মতো খ্যাতনামা শিল্পীরা ৷ এরপর পুরোটা সময় মাঠে থেকে খেলা দেখেন অরিজিৎ-সহ অন্যান্যরা ৷ হাবি ও তাঁর দলকে উদ্বুদ্ধ করতে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মাও ৷

আরও পড়ুন: শুরুর আগেই কাটল তাল, প্রাক-ম্যাচ অনুষ্ঠান সম্প্রচার না-করায় ক্ষোভের মুখে বিসিসিআই

হাতের সামনে তাঁকে পেয়ে তাঁর অনুমতি নিয়ে বলিউডের 'পরী'র ছবি তোলেন গেরুয়া স্টার ৷ ফ্যানেরা আবার সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে, পাশের গ্যালারিতে বসে থাকা অনুষ্কার একটি ছবি তোলার জন্য তাঁর কাছে অনুমতি চাইছেন অরিজিৎ ৷ বিরাট-পত্নীও হাসিমুখ ভিকট্রি সাইন দেখিয়ে পোজ দিচ্ছেন অরিজিৎকে ৷ এই ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷

অরিজিৎ সিং এবং অনুষ্কা শর্মার ভিডিয়োটি একটি গায়কের ফ্যান পেজ থেকে পোস্ট করেছে । ক্লিপটিতে অরিজিৎকে নীল প্যান্টের সঙ্গে সাদা শার্ট পরা অবস্থায় দেখা যা চ্ছে। সাদা রঙের ক্যাজুয়াল পোশাকে অনুষ্কাকেও মোহময়ী দেখাচ্ছিল ৷ দুই সেলেবের এই জেসচার বেশ মনে ধরেছে ভক্তদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.