মুম্বই, 29 অগস্ট: প্রায় দশ মাস পর টি-20 বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের মধুর প্রতিশোধ নিয়েছে ভারতীয় দল (India beats Pakistan in Asia Cup 2022) ৷ একেবারে নাস্তানাবুদ করতে না পারলেও দুবাইয়ে এশিয়ার কাপের টানটান ম্যাচে 5 উইকেটে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে রোহিত ব্রিগেড ৷ রবিবার প্রথমেই ভুবনেশ্বর, আবেশ, অর্শদীপ এবং হার্দিকের বোলিং দাপটে পাক বাহিনিকে 147 রানে বেঁধে ফেলেছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু রান তাড়া করতে নেমে মাঝপর্বে পরপর রোহিত এবং বিরাটকে হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল মেন ইন ব্লু ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ঠিক সেখান থেকেই দলকে এদিন টেনে তোলেন হার্দিক পান্ডিয়া এবং স্য়ার রবীন্দ্র জাদেজা ৷ দুবাইয়ে পাক বধের পর খুশির ছোঁয়া লেগেছে তারকা মহলেও ৷ গতকাল তো মাঠেই উপস্থিত ছিলেন ঊর্বশী রাউতেলা, বিজয় দেবেরাকোন্ডারা ৷ ভারতের জয়ের পর স্টেডিয়ামে বসেই আনন্দ উপভোগ করেন তাঁরা ৷ অন্যদিকে বিজয়ের 'লাইগার' ছবির পার্টনার অনন্যা পাণ্ডেও মেতে উঠেছিলেন এই জয় উদযাপনে (Ayushmann Ananya Celebrate Victory of Ind)৷ নিজেই ইনস্টাগ্রামে রবিবার একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ৷
ভিডিয়োতে দেখা যাচ্ছে আয়ুষ্মান খুরানা, মনজোত সিং এবং অভিষেক বন্দোপাধ্যায়ের 'কালা চশমা' গানে মেতে উঠেছেন অভিনেত্রী ৷ 'বার বার দেখো' সিনেমার এই গান যে কোনও পার্টির ক্ষেত্রে অনেকেরই প্রথম চয়েস ৷ আর এই গানের সঙ্গে নেচেই ভারতের জয় সেলিব্রেট করলেন আয়ুষ্মান-অনন্যারা ৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, 'লাইগার'-এর পর তাঁর আগামী প্রজেক্টে আয়ুষ্মানের সঙ্গেই স্ক্রিন শেয়ার করতে চলেছেন অনন্যা (Ayushmann Khurrana and Ananya Panday ) ৷ ছবির নাম 'ড্রিম গার্ল 2'৷
আরও পড়ুন: কারাগার দেখে দরাজ সার্টিফিকেট, সৃজিতের মূল্যায়ণে কৃতজ্ঞ চঞ্চল
রাজ সান্ধিয়া পরিচালিত 'ড্রিম গার্ল' ছবির প্রথম অধ্যায় মুক্তি পেয়েছিল 2019 সালে ৷ ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন নুসরাত ভারুচ্চা এবং আয়ুষ্মান খুরানা ৷ এই ছবির গল্প গড়ে উঠেছে একজন এমন অভিনেতাকে কেন্দ্র করে যিনি পাড়ার নাটকে মেয়ের চরিত্রে অভিনয় করতেন ৷ এরপর তিনি 'হট লাইন'-এ কাজ শুরু করেন আর পুরুষরা তাকেই নারী ভেবে তার কন্ঠের প্রেমে পরে যায় ৷ এই গল্পের নতুন অধ্যায় কেমন হতে চলেছে সেটাই এখন দেখার ৷