ETV Bharat / entertainment

ওটিটি প্ল্যাটফর্মে পা রাখলেন সিদ্ধার্থ মালহোত্রা, প্রকাশ্যে রোহিত শেট্টির ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ঝলক - কপ ইউনিভার্স

Indian Police Force teaser: প্রতীক্ষার অবসান ৷ সিনে পর্দায় কপ ইউনিভার্সের রোমহর্ষক জার্নি তুলে ধরার পর ওটিটি প্ল্যাটফর্মে তৈরি পরিচালক রোহিত শেট্টি ৷ সিরিজে ডেবিউ করলেন সিদ্ধার্থ মালহোত্রা ৷

Etv Bharat
প্রকাশ্যে রোহিত শেট্টির ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ঝলক
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 4:55 PM IST

হায়দরাবাদ, 16 ডিসেম্বর: 'শেরশাহ' ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে অনুরাগীদের মন জয় করে নিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ৷ আবারও তাঁকে দেখা যেতে চলেছে একই রকম রাফ অ্যান্ড টাফ চরিত্রে ৷ রোহিত শেট্টির ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ নয়া ভূমিকায় সিদ্ধার্থ ৷ যোগ্য সঙ্গত দিতে তৈরি শিল্পা শেট্টি ও বিবেক ওবেরয় ৷ শনিবার প্রকাশ্যে এসেছে ওয়েব সিরিজের প্রথম ঝলক ৷

রোহিত শেট্টি ইন্ডিয়ান পুলিশ ফোর্সের টিজার শেয়ার করে লিখেছেন, "আমার কাছে এই সিরিজ তৈরি ঘরে ফেরার মতো ৷ গাড়ি, পুলিশ, অ্যাকশন, হাই ভোল্টেজ ড্রামা ও ডায়লগবাজি, ব্যাক টু বেসিকস ৷ খুব শীঘ্রই আসছে ট্রেলার ৷" অন্যদিকে, সিদ্ধার্থ লিখেছেন, "আপনাদের সকলকে জানিয়ে ভালো লাগছে আমার প্রথম অ্যাকশন প্যাকড শো ইন্ডিয়ান পুলিশ ফোর্স আসতে চলেছে ৷ নতুন ইউনিফর্ম পরে তৈরি, কপ ইউনিভার্সের মাস্টার রোহিত শেট্টির সঙ্গে ৷"

অ্যাকশন প্যাকড টিজারে নজর কেড়েছেন আইপিএস অফিসার এসপি কবীর মালিক ৷ যে চরিত্রে দেখা যাবে শেরশাহ অভিনেতাকে ৷ তিনি স্পেশাল উইপনস ট্যাকটিকস টিমের লিডার (SWAT) ৷ 1 মিনিট 12 সেকেন্ডের এই টিজার শুরু হয়েছে সিরিয়াল বোম্ব অ্যাটাককে কেন্দ্র করে ৷ সেখানে সিদ্ধার্থ মালহোত্রা স্লো-মোশনে এন্ট্রি বেশ ধামাকাদার ৷ রোহিত শেট্টির পরিচালনায় শিল্পা শেট্টি ও বিবেক ওবেরয়কেও পুলিশি চরিত্রে দেখে মুগ্ধ নেটিজেনরা ৷

দেশের সুরক্ষা রক্ষায় সেনাবাহিনীর কৃতিত্ব, ত্যাগ বরাবরই ধরা পড়েছে সিনেপর্দায় ৷ এবার সমাজ সুরক্ষায় প্রতিনিয়ত যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেই পুলিশ অফিসারদের কাহিনী তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক রোহিত ৷ সিরিজের শুটিং হয়েছে মুম্বই, মহারাষ্ট্র, গোয়া, গ্রেটার নয়ডা ও হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ৷ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে 2024 সালের 19 জানুয়ারি থেকে স্ট্রিমিং হবে এই সিরিজের ৷

এই সিরিজিরে হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করছেন সিদ্ধার্থ-বিবেক-শিল্পা ৷ বড় পর্দার পর পরিচালক রোহিতেরও এটা প্রথম ওয়েব সিরিজ ৷ সব মিলিয়ে দর্শকরা যথেষ্ট আগ্রহ নিয়ে রয়েছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স সিরিজ দেখার জন্য় ৷ অন্যদিকে, পরিচালক রোহিত শুটিং জারি রেখেছেন 'সিংঘম এগেইন' ছবিরও ৷ কপ ইউনিভার্সের অন্যতম এই ছবির শুটিং এগিয়েছে অনেকটাই ৷ সম্প্রতি করিনা কাপুর খান, অর্জুন কাপুর ও টাইগার শ্রফকে দেখা গিয়েছে ছবির শুটিংয়ে ৷

আরও পড়ুন

1. অ্যানুয়াল ডে ফাংশনে স্পটলাইট কাড়লেন আব্রাম-আরাধ্যা, 'দিওয়াঙ্গি' গানের তালে তাল মেলালেন বাদশা-অমিতাভ

2. নতুন বছর শুরুর আগেই অনুরাগীদের পার্টি সং উপহার হৃতিক-দীপিকার, প্রকাশ্যে 'ফাইটার' ছবির প্রথম গান

3. স্মৃতির পাতায় অনুপ ঘোষাল, শিল্পসত্ত্বা বেঁচে তাঁর কর্ম ও সৃষ্টিতে; দেখে নিন সংগীতশিল্পীর 'সম্মান' ঝুলি

হায়দরাবাদ, 16 ডিসেম্বর: 'শেরশাহ' ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে অনুরাগীদের মন জয় করে নিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ৷ আবারও তাঁকে দেখা যেতে চলেছে একই রকম রাফ অ্যান্ড টাফ চরিত্রে ৷ রোহিত শেট্টির ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ নয়া ভূমিকায় সিদ্ধার্থ ৷ যোগ্য সঙ্গত দিতে তৈরি শিল্পা শেট্টি ও বিবেক ওবেরয় ৷ শনিবার প্রকাশ্যে এসেছে ওয়েব সিরিজের প্রথম ঝলক ৷

রোহিত শেট্টি ইন্ডিয়ান পুলিশ ফোর্সের টিজার শেয়ার করে লিখেছেন, "আমার কাছে এই সিরিজ তৈরি ঘরে ফেরার মতো ৷ গাড়ি, পুলিশ, অ্যাকশন, হাই ভোল্টেজ ড্রামা ও ডায়লগবাজি, ব্যাক টু বেসিকস ৷ খুব শীঘ্রই আসছে ট্রেলার ৷" অন্যদিকে, সিদ্ধার্থ লিখেছেন, "আপনাদের সকলকে জানিয়ে ভালো লাগছে আমার প্রথম অ্যাকশন প্যাকড শো ইন্ডিয়ান পুলিশ ফোর্স আসতে চলেছে ৷ নতুন ইউনিফর্ম পরে তৈরি, কপ ইউনিভার্সের মাস্টার রোহিত শেট্টির সঙ্গে ৷"

অ্যাকশন প্যাকড টিজারে নজর কেড়েছেন আইপিএস অফিসার এসপি কবীর মালিক ৷ যে চরিত্রে দেখা যাবে শেরশাহ অভিনেতাকে ৷ তিনি স্পেশাল উইপনস ট্যাকটিকস টিমের লিডার (SWAT) ৷ 1 মিনিট 12 সেকেন্ডের এই টিজার শুরু হয়েছে সিরিয়াল বোম্ব অ্যাটাককে কেন্দ্র করে ৷ সেখানে সিদ্ধার্থ মালহোত্রা স্লো-মোশনে এন্ট্রি বেশ ধামাকাদার ৷ রোহিত শেট্টির পরিচালনায় শিল্পা শেট্টি ও বিবেক ওবেরয়কেও পুলিশি চরিত্রে দেখে মুগ্ধ নেটিজেনরা ৷

দেশের সুরক্ষা রক্ষায় সেনাবাহিনীর কৃতিত্ব, ত্যাগ বরাবরই ধরা পড়েছে সিনেপর্দায় ৷ এবার সমাজ সুরক্ষায় প্রতিনিয়ত যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেই পুলিশ অফিসারদের কাহিনী তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক রোহিত ৷ সিরিজের শুটিং হয়েছে মুম্বই, মহারাষ্ট্র, গোয়া, গ্রেটার নয়ডা ও হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ৷ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে 2024 সালের 19 জানুয়ারি থেকে স্ট্রিমিং হবে এই সিরিজের ৷

এই সিরিজিরে হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করছেন সিদ্ধার্থ-বিবেক-শিল্পা ৷ বড় পর্দার পর পরিচালক রোহিতেরও এটা প্রথম ওয়েব সিরিজ ৷ সব মিলিয়ে দর্শকরা যথেষ্ট আগ্রহ নিয়ে রয়েছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স সিরিজ দেখার জন্য় ৷ অন্যদিকে, পরিচালক রোহিত শুটিং জারি রেখেছেন 'সিংঘম এগেইন' ছবিরও ৷ কপ ইউনিভার্সের অন্যতম এই ছবির শুটিং এগিয়েছে অনেকটাই ৷ সম্প্রতি করিনা কাপুর খান, অর্জুন কাপুর ও টাইগার শ্রফকে দেখা গিয়েছে ছবির শুটিংয়ে ৷

আরও পড়ুন

1. অ্যানুয়াল ডে ফাংশনে স্পটলাইট কাড়লেন আব্রাম-আরাধ্যা, 'দিওয়াঙ্গি' গানের তালে তাল মেলালেন বাদশা-অমিতাভ

2. নতুন বছর শুরুর আগেই অনুরাগীদের পার্টি সং উপহার হৃতিক-দীপিকার, প্রকাশ্যে 'ফাইটার' ছবির প্রথম গান

3. স্মৃতির পাতায় অনুপ ঘোষাল, শিল্পসত্ত্বা বেঁচে তাঁর কর্ম ও সৃষ্টিতে; দেখে নিন সংগীতশিল্পীর 'সম্মান' ঝুলি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.