ETV Bharat / entertainment

Saba Cheer up Hrithik: খালি গায়ে ছবি পোস্ট হৃতিকের ! 'গো নিনজা ' লিখলেন সাবা - খালি গায়ে ছবি পোস্ট হৃতিকের গো নিঞ্জা লিখলেন সাবা

হৃতিক রোশন সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর বেশ কিছু পুরোনো ছবি ৷ ছবিগুলিতে তাঁকে দেখা গিয়েছে খালি গায়ে ৷ ছবি দেখে ফ্য়ানেদের পাশাপাশি চুপ থাকতে পারলেন না সাবা আজাদও (Saba Azad on Hrithik Roshan shirtless pics )৷

Saba Cheer up Hrithik
খালি গায়ে ছবি পোস্ট হৃতিকের! 'গো নিঞ্জা' লিখলেন সাবা
author img

By

Published : Aug 5, 2022, 7:57 PM IST

মুম্বই, 5 অগস্ট: বলিউড 'হাঙ্ক' হৃতিক রোশন সম্প্রতি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর বেশ কিছু পুরোনো ছবি ৷ তাঁর এই থ্রো-ব্যাক ছবির সিরিজটি দেখার পর থেকে রীতিমতো উত্তেজিত ফ্য়ানেরা ৷ তাঁর বডি ফিটনেস, অ্যাবস এমনিতেই মুগ্ধ করে ফ্যানেদের ৷ তার ওপর এই ছবিগুলিতে তাঁকে দেখা গিয়েছে খালি গায়ে ৷ এসব দেখে ফেলুদার গল্পে গুণময় বাগচির সেই কথপোকথন (এদিকে চারশো, ওদিকে চারশো...) মনে পড়ে যেতেই পারে বাঙালি অনুরাগীদের ৷

যাই হোক, হৃতিকের এই থ্রো-ব্যাক ছবিগুলিতে তাঁকে দৌড়াতে দেখা গিয়েছে তাঁর ট্রেনার ক্রিস গ্রিথিংয়ের সঙ্গে ৷ ছবিগুলি ইতিমধ্যেই এক মিলিয়নেরও বেশি লাইক পেয়ে গিয়েছে ৷ পোস্টের ক্যাপশনে হৃতিক তাঁর ট্রেনারকে উদ্দেশ্য় করে লিখেছেন, "ক্রিস গ্রিথিং তুমি কি রেডি...আমি নই ৷ ফাইটার মোডে আবারও ফিরে যেতে চাই ৷"

তাঁর এই পোস্টের তলায় কমেন্টেরও বন্যা বইয়ে দিয়েছেন ফ্য়ানেরা ৷ বেশিরভাগ ক্ষেত্রেই ফায়ার বা আগুনের ইমোজি ব্যবহার করেছেন নেটিজেনরা ৷ এমনকী ফিটনেস ফ্রিক অ্যাকশন হিরো টাইগার শ্রফও এই ছবির নীচে ফায়ার ইমোজি পোস্ট করেছেন ৷ চুপ থাকতে পারেননি হৃতিকের প্রেমিকা সাবা আজাদও (Saba Azad on Hrithik Roshan shirtless pics)৷ হৃতিককে উৎসাহ দিয়ে তিনি লেখেন, "হ্যাঁ তুমি রেডি...তুমি জন্মেছই প্রস্তুত হয়ে!! গো নিনজা !!"

Saba Cheer up Hrithik
হৃতিক রোশন সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর বেশ কিছু পুরোনো ছবি

আরও পড়ুন: 'হত্যামঞ্চ' নিয়ে ইটিভি ভারতের আড্ডায় ব্যোমকেশ সত্যবতী

হৃতিক এবং সাবাকে নিয়ে চর্চা বেশকিছু দিন ধরেই চলছে ৷ এর আগে করণ জোহরের 50তম জন্মদিনের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের ৷ আবার কয়েকদিন আগেই ইউরোপে ছুটি কাটিয়েও ফিরেছেন তাঁরা ৷ এই ট্যুরে সাবারা যে ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন তা তাঁদের সম্পর্কে সিলমোহর দেওয়ারই নামান্তর ৷ আগামীতে হৃতিককে পর্দায় দেখা যাবে সইফ আলি খান এবং রাধিকা আপ্তের সঙ্গে 'বিক্রম বেদা' ছবিতে ৷

মুম্বই, 5 অগস্ট: বলিউড 'হাঙ্ক' হৃতিক রোশন সম্প্রতি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর বেশ কিছু পুরোনো ছবি ৷ তাঁর এই থ্রো-ব্যাক ছবির সিরিজটি দেখার পর থেকে রীতিমতো উত্তেজিত ফ্য়ানেরা ৷ তাঁর বডি ফিটনেস, অ্যাবস এমনিতেই মুগ্ধ করে ফ্যানেদের ৷ তার ওপর এই ছবিগুলিতে তাঁকে দেখা গিয়েছে খালি গায়ে ৷ এসব দেখে ফেলুদার গল্পে গুণময় বাগচির সেই কথপোকথন (এদিকে চারশো, ওদিকে চারশো...) মনে পড়ে যেতেই পারে বাঙালি অনুরাগীদের ৷

যাই হোক, হৃতিকের এই থ্রো-ব্যাক ছবিগুলিতে তাঁকে দৌড়াতে দেখা গিয়েছে তাঁর ট্রেনার ক্রিস গ্রিথিংয়ের সঙ্গে ৷ ছবিগুলি ইতিমধ্যেই এক মিলিয়নেরও বেশি লাইক পেয়ে গিয়েছে ৷ পোস্টের ক্যাপশনে হৃতিক তাঁর ট্রেনারকে উদ্দেশ্য় করে লিখেছেন, "ক্রিস গ্রিথিং তুমি কি রেডি...আমি নই ৷ ফাইটার মোডে আবারও ফিরে যেতে চাই ৷"

তাঁর এই পোস্টের তলায় কমেন্টেরও বন্যা বইয়ে দিয়েছেন ফ্য়ানেরা ৷ বেশিরভাগ ক্ষেত্রেই ফায়ার বা আগুনের ইমোজি ব্যবহার করেছেন নেটিজেনরা ৷ এমনকী ফিটনেস ফ্রিক অ্যাকশন হিরো টাইগার শ্রফও এই ছবির নীচে ফায়ার ইমোজি পোস্ট করেছেন ৷ চুপ থাকতে পারেননি হৃতিকের প্রেমিকা সাবা আজাদও (Saba Azad on Hrithik Roshan shirtless pics)৷ হৃতিককে উৎসাহ দিয়ে তিনি লেখেন, "হ্যাঁ তুমি রেডি...তুমি জন্মেছই প্রস্তুত হয়ে!! গো নিনজা !!"

Saba Cheer up Hrithik
হৃতিক রোশন সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর বেশ কিছু পুরোনো ছবি

আরও পড়ুন: 'হত্যামঞ্চ' নিয়ে ইটিভি ভারতের আড্ডায় ব্যোমকেশ সত্যবতী

হৃতিক এবং সাবাকে নিয়ে চর্চা বেশকিছু দিন ধরেই চলছে ৷ এর আগে করণ জোহরের 50তম জন্মদিনের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের ৷ আবার কয়েকদিন আগেই ইউরোপে ছুটি কাটিয়েও ফিরেছেন তাঁরা ৷ এই ট্যুরে সাবারা যে ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন তা তাঁদের সম্পর্কে সিলমোহর দেওয়ারই নামান্তর ৷ আগামীতে হৃতিককে পর্দায় দেখা যাবে সইফ আলি খান এবং রাধিকা আপ্তের সঙ্গে 'বিক্রম বেদা' ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.