হায়দরাবাদ, 14 জুলাই: বলিউডে নেপোটিজমের অভিযোগ নতুন নয় ৷ বচ্চন-রোশন বা কাপুর পরিবারকে এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে হয় দশকের পর দশক ধরে ৷ তবে এটাও মানতে হবে, বলিউডকে আজকের চেহারায় নিয়ে আসতে এই পরিবারগুলির ভূমিকা অস্বীকার করা নেহাত সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয়। একাধিক ক্লাট ছবি থেকে শুরু করে কালজয়ী গান উপহার দিয়েছেন এই সমস্ত পরিবারের সদস্য়রাই ৷ তাঁদের ঘিরে দর্শকদের আবেগের শেষ নেই।
শুধু দর্শক নয়, ওই সমস্ত পরিবারের বর্তমান প্রজন্মের কাছেও সেদিনের সেই তারাকাদের মনে রাখার এবং অনুসরণ করার অনেক কারণ আছে। ঠিক যেমন শুক্রবার তাঁর দাদুর জন্মদিন নিয়ে আবেগী হয়ে পড়লেন হৃতিক রোশন ৷ হৃতিকের 'দাদুজি' পরিচিত ছিলেন রোশন নামেই ৷ বলিউড তাঁকে চিনেছে 'ম্যায় দিল হুঁ এক আরমান ভরা', 'লাগা চুনরি মে দাগ'-এর মতো কালজয়ী সব গানের জন্য ৷
হৃতিক যে তথ্য দিয়েছেন সেই অনুযায়ী তাঁর দাদুর জন্ম 1927 সালের আজকের দিনে ৷ যদিও নেটমাধ্যমের তথ্য বলছে কিংবদন্তির জন্ম হয়েছিল 1917 সালে ৷ সঙ্গীত পরিচালকের মৃত্যু হয় 1967 সালে ৷ শুক্রবার প্রিয় 'দাদুজি'র জন্মবার্ষিকীতে পুরোনো দিনের স্মৃতিতে ডুব দিলেন হৃতিক ৷ তিনি এদিন লেখেন, "আজ আমার দাদুজির 106তম জন্মদিন ৷ তিনিই সেই রোশন যাঁর নামের উত্তরাধিকার আমি বহন করছি ৷ তাঁর সঙ্গে আমার দেখা হয়নি ৷ তাঁর আদর-ভালোবাসা পাওয়া হয়নি আমার ৷ কিন্তু আমি কৃতজ্ঞ যে আমার কাছে এক অমূল্য সম্পদ আছে ৷ তা হল তাঁর গান আর সুরের সম্ভার ৷ কিংবদন্তিরা শিল্পের মধ্য দিয়ে সময়কে অনুবাদ করেন ৷ তাঁর কাজই আমাদের রোশন পরিবারের পথ চলার ভিত্তি ৷ আমি এই পরিবারের উত্তরাধিকারী হিসেবে গর্বিত ৷"
তিনি এদিন আরও লেখেন, "তাঁর উত্তরাধিকারকে গানে গানেই উদযাপন করা যাক ৷ এই গানটি আমারও ভীষণ প্রিয় ৷ আমার এই গানটিকে বেছে নেওয়ার আরও একটা কারণ আছে ৷ আমার দাদুজি দেখে যেতে পারেননি এই গানটি কতটা সাফল্য পেয়েছে ৷ কারণ এই অসাধারণ গানটি রেকর্ড করার পরই তাঁর মৃত্যু হয় ৷ তাঁর বয়স তখন মাত্র 40 ৷"
আরও পড়ুন: 'আভিজাত্যপূর্ণ চরিত্র', ছোট পর্দায় নয়া কাজ নিয়ে বললেন ঋ
এদিন দাদুর যে গানটি শেয়ার করেছেন হৃতিক তা হল 'তাল মিলে নদীকে জল মে ৷' তাঁর এই পোস্টের নীচে মন্তব্য করেছেন বি-টাউনের অনেক সেলেবই ৷ অভিনেতা অনুপম খের লেখেন, "আমারও খুব প্রিয় গান এটি ৷ আর রাকেশজি আমাকে এই গানের ইতিহাসটাও বলেছিলেন ৷ সত্যিই অসাধারণ ৷" অনিল কাপুরও শেয়ার করেছেন বেশ কয়েকটি হার্ট ইমোজি ৷ এদিকে, হৃতিককে আগামিদিনে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'ফাইটার' ছবিতে ৷