কলকাতা, 20 অগস্ট: দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই 'হৃদয়া রোটারি ক্লাব অফ ওল্ড সিটি' এক অনন্য মানবিক উদ্যোগে শামিল(Hridaya Rotary Club of Old City Pays Tribute to KK) । দরিদ্র শিশুদের মধ্যে যারা হার্টের সমস্যায় ভুগছে তাদের হার্ট সার্জারির ব্যবস্থা করা হয় হৃদয়ার তরফে । ভবিষ্যতে এহেন আরও শিশুর পাশে দাঁড়ানোর পরিকল্পনা আছে এই সংস্থার । পাশাপাশি এই সংস্থার তরফেই আয়োজন করা হয় 'ড্রাইভ হৃদয়া' শীর্ষক একটি অনুষ্ঠানের ।
যেখানে শহরের পথে নামে গাড়ির ঢল । উদ্দেশ্য হল সেই অনুষ্ঠান থেকে অর্জিত অর্থ দিয়ে দরিদ্র শিশুদের হার্ট সার্জারিতে সাহায্য দান । আর এবার 22 অগস্ট প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে-কে শ্রদ্ধা জানানোর প্রয়াস নিয়েছে এই সংস্থা । 'রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291'র সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে 'ট্রিবিউট টু কে কে'(Tribute to KK)। উল্লেখ্য, 23 অগস্ট কে কের জন্মদিন (Birthday of KK)। অকাল প্রয়াণের পর এটাই শিল্পীর প্রথম জন্মদিন ।
তিনি নেই, অমর হয়ে থাকবে তাঁর জনপ্রিয় সব গান। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠান করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কে কে । এই শহরই তাঁর জীবনের শেষ কনসার্ট এর সাক্ষী হয়ে রয়েছে । তাই হৃদয়ের অসুখের কথা বলতেই, 'হৃদয়া'র এই বিশেষ নিবেদন বলে জানিয়েছেন উদ্যোক্তারা । সশরীরে না থেকেও এভাবে ওই সব শিশুদের পাশে থাকলেন কে কে (Singer pays Tribute to KK)।
আরও পড়ুন: শহরের বুকে রোড শোতে মন মাতাল লক্ষ্মী ছেলেরা
কে কে'র স্মরণে এই অনুষ্ঠানে গান গাইবেন উষা উত্থুপ, সপ্তক, দেবজিৎ, দুর্নিবার, গৌরব, শোভন, নীহারিকা, জয়ের মতো বিশিষ্ট শিল্পীরা । টিকিট থেকে প্রাপ্ত অর্থে হবে অভাবী শিশুদের হার্ট সার্জারি । 'ট্রিবিউট টু কে কে' মঞ্চস্থ হবে 22 অগস্ট, সন্ধ্যা সাতটা থেকে সল্টলেকের ইজেডসিসি প্রেক্ষাগৃহে ।