ETV Bharat / entertainment

Oscars 2023: ফের অস্কারের মঞ্চে বিতর্ক ! 'নাতু নাতু' বলিউডের গান, 'আরআরআর' অনুরাগীদের তোপের মুখে সঞ্চালক জিমি কিমল - Host Jimmy Kimmel faces backlash

অস্কারের (Oscar)মঞ্চে ফের বিতর্ক ৷ আমেরিকার টেলিভিশন সঞ্চালক জিমি কিমল (Jimmy Kimmel), নাতু নাতু গানকে বলিউডের গান বলে উল্লেখ করায় শুরু বিতর্ক ৷ আরআরআর অনুরাগীদের টুইটে ক্ষোভ প্রকাশ ৷ নাতু নাতু তেলেগু গান, এটাকে বলিউডের গান বলা অপমানজনক, বলে মন্তব্য ফ্যানেদের ৷

Oscars 2023
অস্কারের মঞ্চে ফের বিতর্ক
author img

By

Published : Mar 14, 2023, 2:12 PM IST

লস অ্যাঞ্জেলস, 14 মার্চ: অস্কারের মঞ্চে অ্যাওয়ার্ড (Oscar Award Ceremony 2023) থাকবে আর কন্ট্রোভার্সি থাকবে না তা কী করে হয় ! গত বছর উইল স্মিথের চড় কাণ্ডের পর এবারের 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে মনে করা হলেও দিনের শেষে দেখা গেল অস্কারজয়ী 'নাতু নাতু' গান নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক ৷ কী সেই বিতর্ক ? আসলে অস্কারের মঞ্চেই লুকিয়ে ছিল বিতর্কের বীজ আর তা খুঁজে বার করেছেন অবশ্যই 'আরআরআর' (RRR) ফ্যানেরা ৷ আমেরিকান টেলিভিশনের সঞ্চালক জিমি কিমল (Jimmy Kimmel), অস্কারের মঞ্চে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে পরিচালক এস এস রাজামৌলির 'আরআরআর' ছবি-কে 'বলিউড'-র ছবি বলে উল্লেখ করেন (Host Jimmy Kimmel faces backlash) ৷ ব্যাস, এখান থেকেই বিতর্কের সূত্রপাত ৷ 'আরআরআর' ছবির অনুরাগীরা এতটুকু সময় নষ্ট না-করেই নেমে পড়েছেন টুইট যুদ্ধে ৷

একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "আরআরআর সাউথ ইন্ডিয়ান সিনেমা । তেলগু ছবি, বলিউড নয়, অস্কার অনুষ্ঠানে এমনটাই বলা উচিত ৷ " আবার একজন টুইটে বলেছেন, "নাতু নাতু গানকে বলিউডের গান বলা অপমানজনক, এটা তেলগু গান ৷" অপর এক নেটিজেনের মন্তব্য, "15 মিনিটও হয়নি আর জিমি কিমল আরআরআর ছবিকে বলিউড বলে উল্লেখ করেন, উফ !" ফলে সোশাল মিডিয়ায় (Social Media) ভারতীয় ছবির অস্কার জয় নিয়ে যতটা আনন্দ উচ্ছাস ব্যক্ত হয়েছে এখন ততটাই বলিউড বনাম টলিউড শুরু হয়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে ৷

  • not even 15 minutes in and jimmy kimmel called rrr bollywood ugh

    — arool 🇦🇷🇲🇦 (@uh_rool) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, 2022 সালের মার্চে মুক্তি পেয়েছিল রাজামৌলির 'আরআরআর' ৷ বিশ্বমঞ্চে ভারতীয় ছবি হিসাবে সেরা মৌলিক গানের বিভাগে অস্কার ছিনিয়ে নেয় নাতু নাতু গান৷ গানটি লিখেছেন চন্দ্র বোস আর সুর দিয়েছেন এম এম কিরাবানি ৷ অস্কারের মঞ্চে এই দুই শিল্পী গোল্ডেন ট্রফি নিতে আসেন ৷ সেই সময় নিজের বক্তব্য রাখতে গিয়ে এম এম কিরাবানি ফিরে যান নিজের অতীতে ৷ তিনি বলেন, "আমি বড় হয়েছি কারপেনটার্সের আওয়াজ শুনে, আজ আমি অস্কার হাতে ৷" এরপরেই তাঁর কণ্ঠে শোনা যায় সত্তরের দশকের বিখ্যাত গান ' টপ অফ দ্য ওয়ার্ল্ড' ৷

  • do you have a website where I can see them? Thank you :)

    — Violetta (@TruesVioletta) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কীভাবে দেখবেন অস্কারজয়ী সিনেমাগুলি, রইল তারই হদিশ

উল্লেখ্য, 'আরআরআর' চলচ্চিত্রে রামচরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (Jr. Ntr)-কে দেখা গিয়েছে মুখ্য চরিত্রে ৷ দু'জন তেলগু স্বাধীনতা সংগ্রামীর বন্ধুত্ব-ভালবাসা ও দেশপ্রেমের কাহিনী ফুটিয়ে তোলা হয় চিত্রনাট্যে ৷ প্রায় 1,200 কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি ৷ আর এই সবকিছুকে অবশ্যই গ্লোবালি ছাপিয়ে গেছে 'নাতু নাতু' গান ৷ অস্কারের পাশাপাশি 'বেস্ট অরজিনাল সং' ও 'বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম' হিসাবে ঝুলিতে আগেই এসে গিয়েছে 'গোল্ডেন গ্লোবস' ও 'ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস' ৷ তাই বলিউড বনাম টলিউড দ্বন্দ্ব নয়, গর্বের বিষয় 'নাতু নাতু' (Naatu Naatu) বিশ্ব দরবারে ভারতীয় ছবির মানকে আরও উঁচুতে নিয়ে গিয়েছে ৷

লস অ্যাঞ্জেলস, 14 মার্চ: অস্কারের মঞ্চে অ্যাওয়ার্ড (Oscar Award Ceremony 2023) থাকবে আর কন্ট্রোভার্সি থাকবে না তা কী করে হয় ! গত বছর উইল স্মিথের চড় কাণ্ডের পর এবারের 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে মনে করা হলেও দিনের শেষে দেখা গেল অস্কারজয়ী 'নাতু নাতু' গান নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক ৷ কী সেই বিতর্ক ? আসলে অস্কারের মঞ্চেই লুকিয়ে ছিল বিতর্কের বীজ আর তা খুঁজে বার করেছেন অবশ্যই 'আরআরআর' (RRR) ফ্যানেরা ৷ আমেরিকান টেলিভিশনের সঞ্চালক জিমি কিমল (Jimmy Kimmel), অস্কারের মঞ্চে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে পরিচালক এস এস রাজামৌলির 'আরআরআর' ছবি-কে 'বলিউড'-র ছবি বলে উল্লেখ করেন (Host Jimmy Kimmel faces backlash) ৷ ব্যাস, এখান থেকেই বিতর্কের সূত্রপাত ৷ 'আরআরআর' ছবির অনুরাগীরা এতটুকু সময় নষ্ট না-করেই নেমে পড়েছেন টুইট যুদ্ধে ৷

একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "আরআরআর সাউথ ইন্ডিয়ান সিনেমা । তেলগু ছবি, বলিউড নয়, অস্কার অনুষ্ঠানে এমনটাই বলা উচিত ৷ " আবার একজন টুইটে বলেছেন, "নাতু নাতু গানকে বলিউডের গান বলা অপমানজনক, এটা তেলগু গান ৷" অপর এক নেটিজেনের মন্তব্য, "15 মিনিটও হয়নি আর জিমি কিমল আরআরআর ছবিকে বলিউড বলে উল্লেখ করেন, উফ !" ফলে সোশাল মিডিয়ায় (Social Media) ভারতীয় ছবির অস্কার জয় নিয়ে যতটা আনন্দ উচ্ছাস ব্যক্ত হয়েছে এখন ততটাই বলিউড বনাম টলিউড শুরু হয়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে ৷

  • not even 15 minutes in and jimmy kimmel called rrr bollywood ugh

    — arool 🇦🇷🇲🇦 (@uh_rool) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, 2022 সালের মার্চে মুক্তি পেয়েছিল রাজামৌলির 'আরআরআর' ৷ বিশ্বমঞ্চে ভারতীয় ছবি হিসাবে সেরা মৌলিক গানের বিভাগে অস্কার ছিনিয়ে নেয় নাতু নাতু গান৷ গানটি লিখেছেন চন্দ্র বোস আর সুর দিয়েছেন এম এম কিরাবানি ৷ অস্কারের মঞ্চে এই দুই শিল্পী গোল্ডেন ট্রফি নিতে আসেন ৷ সেই সময় নিজের বক্তব্য রাখতে গিয়ে এম এম কিরাবানি ফিরে যান নিজের অতীতে ৷ তিনি বলেন, "আমি বড় হয়েছি কারপেনটার্সের আওয়াজ শুনে, আজ আমি অস্কার হাতে ৷" এরপরেই তাঁর কণ্ঠে শোনা যায় সত্তরের দশকের বিখ্যাত গান ' টপ অফ দ্য ওয়ার্ল্ড' ৷

  • do you have a website where I can see them? Thank you :)

    — Violetta (@TruesVioletta) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কীভাবে দেখবেন অস্কারজয়ী সিনেমাগুলি, রইল তারই হদিশ

উল্লেখ্য, 'আরআরআর' চলচ্চিত্রে রামচরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (Jr. Ntr)-কে দেখা গিয়েছে মুখ্য চরিত্রে ৷ দু'জন তেলগু স্বাধীনতা সংগ্রামীর বন্ধুত্ব-ভালবাসা ও দেশপ্রেমের কাহিনী ফুটিয়ে তোলা হয় চিত্রনাট্যে ৷ প্রায় 1,200 কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি ৷ আর এই সবকিছুকে অবশ্যই গ্লোবালি ছাপিয়ে গেছে 'নাতু নাতু' গান ৷ অস্কারের পাশাপাশি 'বেস্ট অরজিনাল সং' ও 'বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম' হিসাবে ঝুলিতে আগেই এসে গিয়েছে 'গোল্ডেন গ্লোবস' ও 'ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস' ৷ তাই বলিউড বনাম টলিউড দ্বন্দ্ব নয়, গর্বের বিষয় 'নাতু নাতু' (Naatu Naatu) বিশ্ব দরবারে ভারতীয় ছবির মানকে আরও উঁচুতে নিয়ে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.