কলকাতা, 29 সেপ্টেম্বর: বড় পর্দার মতোই ওটিটি প্ল্যাটফর্ম জনপ্রিয় হয়ে উঠেছে ঘরে ঘরে ৷ বড় বড় তারকারাও এখন ঝুঁকছেন ওয়েব সিরিজের দিকে ৷ যীশু সেনগুপ্ত, অনিবার্ণ ভট্টাচার্য, স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো তারকারা ওয়েব সিরিজে নিজেদের ম্যাজিক দেখিয়েছেন ৷ এবার সেই তালিকায় যেমন নাম লিখিয়েছেন মিমি চক্রবর্তী তেমনই ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন দেবশ্রী রায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ শুক্রবার সামাজিক মাধ্যমে বাংলা ওটিটি প্ল্যাটফর্ম হইচই ছয় বছর পূর্ণ করে সাতে পা দিয়েছে ৷ তাদের এই নতুন পথ চলায় চমক দিয়েছেন দর্শকদের ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
সামাজিক মাধ্যমে হইচইয়ের তরফে শেয়ার করা হয়েছে তাদের পরবর্তী সিরিজের ঝলক ও মোশন পোস্টার ৷ মোট 24টি সিরিজ মুক্তি পাওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ যার মধ্যে বেশ কিছু সিরিজের পরবর্তী ভাগও রয়েছে ৷ যেমন ধরা যেতে পারে নিঁখোজ বা ইন্দুবালা ৷ অয়ন চক্রবর্তী পরিচালিত নিঁখোজ 2 যেমন আসবে তেমনই ররহস্যের সমাধান নিয়ে আসবে ইন্দুবালা 3 ৷ আর এখানেই দেখা যাবে দেবশ্রী রায় ও চিরঞ্জিৎ চক্রবর্তীকে ৷
হইচই-এর তরফে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, "এবার আমরা করবো এক ৭-এ হইচই! প্রকাশ্যে আনা হল আমাদের পরবর্তী শোয়ের তালিকা ৷ যা আপনাদের কখনও হাসাবে আবার কখনও কাঁদাবে ৷" শুধু তাই নয়, 26 মিনিটের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, "সাত রং, সাত সুর, সাত দিন, সাত আশ্চর্য, সাত মহাদেশ, সাত সমুদ্র, এবার সাত নম্বর সিজন!" 26 মিনিটের ভিডিয়োতেই প্রকাশ্যে আনা হয়েছে, সিরিজের ছোট্ট প্রোমো আবার কখনও মোশন পোস্টার ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
সেখানেই সামনে আসেন অভিনেত্রী দেবশ্রী রায় ৷ রান্নার ক্লাস করাতে করাতে প্রশ্ন করেন কেমিষ্ট্রি নিয়ে ৷ কারণ তিনি পরিচিত কেমিষ্ট্রি মাসি হিসাবে ৷ রান্নার সঙ্গে কেমিষ্ট্রির সম্পর্ক কী, তা জানতে এখন অনেকটাই দেরি রয়েছে ৷ খুব তাড়াতাড়ি শুরু হবে এই সিরিজের শুটিং ৷ অন্যদিকে, পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত 'পর্ণশবরীর শাপ' সিরিজে অভিনয় করতে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে ৷ সৌভিক চক্রবর্তীর উপন্যাস অবলম্বনে এই সিরিজ। ভাদুড়ি মশাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চিরঞ্জিৎকে।
আরও পড়ুন: শনিবার ডবল ধামাকা! প্রকাশ্যে আসছে রক্তবীজের ট্রেলার ও দেবের বাঘাযতীনের দ্বিতীয় গান
এদিন 24টি যে শোয়ের কথা ঘোষণা করা হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তার মধ্যে রয়েছে- 'দুর্গরহস্য', 'তেঙ্গকুলুং-এ একেন', 'নিখোঁজ ২', 'বোধন ২', 'ইন্দু ৩', 'গভীর জলের মাছ ২', 'নষ্টনীড় ২', 'কেমেস্ট্রি মাসি', 'কলঙ্ক', 'ডাকঘর ২', 'গোরা ৩', 'আবার রাজনীতি', 'দাদুর কীর্তি', 'মধ্যরাতের অপেরা', 'পর্ণশবরীর শাপ', 'পরিণীতা', 'অন্তরমহল', 'সম্পূর্ণা ২', 'দেবী', 'তলমার রোমিও জুলিয়েট', ' যাহা বলিব সত্য বলিব', 'লজ্জা', 'একুশে পা', ' অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'।