হায়দরাবাদ, 29 ডিসেম্বর: অ্যাকশন প্যাকড 'সালার পার্ট ওয়ান: সিজ ফায়ার'-এর বক্স অফিস আয় নিয়ে বিতর্ক থাকলেও পরপর ব্যর্থতার পর ফের যে প্রভাস ঘুরে দাঁড়িয়েছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বক্স অফিসে ছবির সাফল্যের পর প্রভাস এবার তৈরি হচ্ছেন তাঁর নতুন ছবির জন্য় ৷ এবার আর অ্যাকশন নয়, একটু হালকা চালের হরর কমেডি ঘরানার ছবিতে তাঁকে দেখতে চলেছেন অনুরাগীরা ৷ রেবেল স্টার হিসাবে পরিচিত এই অভিনেতা নতুন ছবির জন্য় হাত মেলাতে চলেছেন মারুতি দশারির সঙ্গে ৷ শুক্রবার সামনে এল ছবির টিজার পোস্টার ৷
যদিও নির্মাতারা ছবির নাম এখনও সামনে আনেননি ৷ তবে দক্ষিণি ছবির রীতি মেনেই ছবির নামটি এখনও সামনে আনেনি প্রযোজনা সংস্থা পিপল মিডিয়া ফ্যাকটরি ৷ প্রযোজনা সংস্থার তরফে এটুকু জানানো হয়েছে যে ছবির নাম ঘোষণা হবে আগামী পোঙ্গল উৎসবের দিনে ৷ অর্থাৎ আগামী বছর 15 থেকে 18 জানুয়ারির মধ্যে ছবির নাম নিয়ে হাজির হবেন নির্মাতারা ৷
এই ঘরানার ছবিতে এর আগে প্রভাসকে তেমন দেখা যায়নি ৷ তাই এটা তাঁর জন্য়ও একটি নতুন বিষয় হতে চলেছে ৷ ছবির গল্প নিয়ে স্বাভাবিকভাবেই কিছুই জানা যায়নি ৷ তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট ও আইএমডিবি থেকেপাওয়া তথ্য অনুযায়ী এই গল্পে প্রভাসকে ছুটতে হবে গুপ্তধনের সন্ধানে ৷ ছবির অন্যান্য় চরিত্রে থাকতে পারেন সঞ্জয় দত্ত, ঋদ্ধি কুমার, নিধি আগরওয়াল এবং মালবিকা মহানন ৷
প্রভাসের হাতে এই মুহূর্তে রয়েছে আরও একটি ছবি ৷ নাগ অশ্বিন পরিচালিত 'কলকি 2898 এডি' ছবিতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চনের সঙ্গে ৷ কল্পবিজ্ঞানের উপর আধারিত এই ছবিতে থাকছেন কমল হাসান এবং দিশা পাটানিও ৷ ছবিটি তৈরি হয়েছে ভবিষ্যতের পৃথিবীকে নিয়ে ৷ আগামী বছরের শুরুর দিকেই পর্দায় আসবে সেই ছবি ৷ অন্যদিকে তাঁর 'সালার' ছবির কথা বলতে গেলে ইতিমধ্যেই ভারতে 300 কোটির গন্ডি পার করে ফেলেছে ছবিটি ৷ বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে 500 কোটি ৷
আরও পড়ুন: