ETV Bharat / entertainment

মারুতি দশারির সঙ্গে হাত মেলাচ্ছেন প্রভাস ! সালারের সাফল্যের মাঝেই এল নতুন ছবির খবর - Prabhas New Film

Prabhas New Film: নতুন ছবির জন্য় তৈরি হচ্ছেন প্রভাস ৷ এবার তিনি হাত মেলাচ্ছেন মারুতি দশারির সঙ্গে ৷ পোঙ্গল বা মকর সংক্রান্তি উৎসবে সামনে আসবে ছবির নাম ৷

Maruthi Dasaris next be unveiled
প্রভাস এবার তৈরি হচ্ছেন তাঁর নতুন ছবির জন্য়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 7:13 PM IST

হায়দরাবাদ, 29 ডিসেম্বর: অ্যাকশন প্যাকড 'সালার পার্ট ওয়ান: সিজ ফায়ার'-এর বক্স অফিস আয় নিয়ে বিতর্ক থাকলেও পরপর ব্যর্থতার পর ফের যে প্রভাস ঘুরে দাঁড়িয়েছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বক্স অফিসে ছবির সাফল্যের পর প্রভাস এবার তৈরি হচ্ছেন তাঁর নতুন ছবির জন্য় ৷ এবার আর অ্যাকশন নয়, একটু হালকা চালের হরর কমেডি ঘরানার ছবিতে তাঁকে দেখতে চলেছেন অনুরাগীরা ৷ রেবেল স্টার হিসাবে পরিচিত এই অভিনেতা নতুন ছবির জন্য় হাত মেলাতে চলেছেন মারুতি দশারির সঙ্গে ৷ শুক্রবার সামনে এল ছবির টিজার পোস্টার ৷

যদিও নির্মাতারা ছবির নাম এখনও সামনে আনেননি ৷ তবে দক্ষিণি ছবির রীতি মেনেই ছবির নামটি এখনও সামনে আনেনি প্রযোজনা সংস্থা পিপল মিডিয়া ফ্যাকটরি ৷ প্রযোজনা সংস্থার তরফে এটুকু জানানো হয়েছে যে ছবির নাম ঘোষণা হবে আগামী পোঙ্গল উৎসবের দিনে ৷ অর্থাৎ আগামী বছর 15 থেকে 18 জানুয়ারির মধ্যে ছবির নাম নিয়ে হাজির হবেন নির্মাতারা ৷

এই ঘরানার ছবিতে এর আগে প্রভাসকে তেমন দেখা যায়নি ৷ তাই এটা তাঁর জন্য়ও একটি নতুন বিষয় হতে চলেছে ৷ ছবির গল্প নিয়ে স্বাভাবিকভাবেই কিছুই জানা যায়নি ৷ তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট ও আইএমডিবি থেকেপাওয়া তথ্য অনুযায়ী এই গল্পে প্রভাসকে ছুটতে হবে গুপ্তধনের সন্ধানে ৷ ছবির অন্যান্য় চরিত্রে থাকতে পারেন সঞ্জয় দত্ত, ঋদ্ধি কুমার, নিধি আগরওয়াল এবং মালবিকা মহানন ৷

প্রভাসের হাতে এই মুহূর্তে রয়েছে আরও একটি ছবি ৷ নাগ অশ্বিন পরিচালিত 'কলকি 2898 এডি' ছবিতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চনের সঙ্গে ৷ কল্পবিজ্ঞানের উপর আধারিত এই ছবিতে থাকছেন কমল হাসান এবং দিশা পাটানিও ৷ ছবিটি তৈরি হয়েছে ভবিষ্যতের পৃথিবীকে নিয়ে ৷ আগামী বছরের শুরুর দিকেই পর্দায় আসবে সেই ছবি ৷ অন্যদিকে তাঁর 'সালার' ছবির কথা বলতে গেলে ইতিমধ্যেই ভারতে 300 কোটির গন্ডি পার করে ফেলেছে ছবিটি ৷ বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে 500 কোটি ৷

আরও পড়ুন:

  1. ক্যানসার জয় করে ফিরেছেন জীবনের ছন্দে, করণের শোয়ে প্রথমবার মুখ খুললেন শর্মিলা ঠাকুর
  2. 'কাবুলিওয়ালা'র ঝোলা এখনও কি 'মিনি'দের অবাক করে? উত্তর খুঁজল ইটিভি ভারত
  3. 'গোতি লো' গানে মজে নেটপাড়া, কী বলছেন আদিত্য; শুনল ইটিভি ভারত

হায়দরাবাদ, 29 ডিসেম্বর: অ্যাকশন প্যাকড 'সালার পার্ট ওয়ান: সিজ ফায়ার'-এর বক্স অফিস আয় নিয়ে বিতর্ক থাকলেও পরপর ব্যর্থতার পর ফের যে প্রভাস ঘুরে দাঁড়িয়েছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বক্স অফিসে ছবির সাফল্যের পর প্রভাস এবার তৈরি হচ্ছেন তাঁর নতুন ছবির জন্য় ৷ এবার আর অ্যাকশন নয়, একটু হালকা চালের হরর কমেডি ঘরানার ছবিতে তাঁকে দেখতে চলেছেন অনুরাগীরা ৷ রেবেল স্টার হিসাবে পরিচিত এই অভিনেতা নতুন ছবির জন্য় হাত মেলাতে চলেছেন মারুতি দশারির সঙ্গে ৷ শুক্রবার সামনে এল ছবির টিজার পোস্টার ৷

যদিও নির্মাতারা ছবির নাম এখনও সামনে আনেননি ৷ তবে দক্ষিণি ছবির রীতি মেনেই ছবির নামটি এখনও সামনে আনেনি প্রযোজনা সংস্থা পিপল মিডিয়া ফ্যাকটরি ৷ প্রযোজনা সংস্থার তরফে এটুকু জানানো হয়েছে যে ছবির নাম ঘোষণা হবে আগামী পোঙ্গল উৎসবের দিনে ৷ অর্থাৎ আগামী বছর 15 থেকে 18 জানুয়ারির মধ্যে ছবির নাম নিয়ে হাজির হবেন নির্মাতারা ৷

এই ঘরানার ছবিতে এর আগে প্রভাসকে তেমন দেখা যায়নি ৷ তাই এটা তাঁর জন্য়ও একটি নতুন বিষয় হতে চলেছে ৷ ছবির গল্প নিয়ে স্বাভাবিকভাবেই কিছুই জানা যায়নি ৷ তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট ও আইএমডিবি থেকেপাওয়া তথ্য অনুযায়ী এই গল্পে প্রভাসকে ছুটতে হবে গুপ্তধনের সন্ধানে ৷ ছবির অন্যান্য় চরিত্রে থাকতে পারেন সঞ্জয় দত্ত, ঋদ্ধি কুমার, নিধি আগরওয়াল এবং মালবিকা মহানন ৷

প্রভাসের হাতে এই মুহূর্তে রয়েছে আরও একটি ছবি ৷ নাগ অশ্বিন পরিচালিত 'কলকি 2898 এডি' ছবিতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চনের সঙ্গে ৷ কল্পবিজ্ঞানের উপর আধারিত এই ছবিতে থাকছেন কমল হাসান এবং দিশা পাটানিও ৷ ছবিটি তৈরি হয়েছে ভবিষ্যতের পৃথিবীকে নিয়ে ৷ আগামী বছরের শুরুর দিকেই পর্দায় আসবে সেই ছবি ৷ অন্যদিকে তাঁর 'সালার' ছবির কথা বলতে গেলে ইতিমধ্যেই ভারতে 300 কোটির গন্ডি পার করে ফেলেছে ছবিটি ৷ বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে 500 কোটি ৷

আরও পড়ুন:

  1. ক্যানসার জয় করে ফিরেছেন জীবনের ছন্দে, করণের শোয়ে প্রথমবার মুখ খুললেন শর্মিলা ঠাকুর
  2. 'কাবুলিওয়ালা'র ঝোলা এখনও কি 'মিনি'দের অবাক করে? উত্তর খুঁজল ইটিভি ভারত
  3. 'গোতি লো' গানে মজে নেটপাড়া, কী বলছেন আদিত্য; শুনল ইটিভি ভারত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.