ETV Bharat / entertainment

Hema Malini: ছবির প্রয়োজনে ধর্মেন্দ্র-শাবানার মতো অনস্ক্রিন চুম্বনে রাজি হেমাও - Hema Malini

ছবির প্রয়োজনে ধর্মেন্দ্র-শাবানার মতো চুম্বন করতে তিনিও রাজি ৷ সম্প্রতি একটি ইন্টারভিউতে জানালেন ধর্মেন্দ্র-পত্নী হেমা মালিনী ৷ চিত্রনাট্যের প্রয়োজনে তাঁকেও যদি চুম্বন করতে হত তিনি নিশ্চয়ই করতেন, জানালেন 'ড্রিমগার্ল'

Hema Malini
সিনেমার প্রয়োজনে চুমুতে রাজি হেমা
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 3:17 PM IST

হায়দরাবাদ, 26 অগস্ট: 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিটি চর্চায় উঠে এসেছিল মূলত দু'টি কারণে ৷ আলিয়া ভাট-রণবীর সিংয়ের রসায়ন যেমন নজর কেড়েছিল তেমনই চর্চিত ধর্মেন্দ্র এবং শাবানা আজমির একটি অনস্ক্রিন চুম্বন ৷ প্রেমের কোনও বয়স নেই, মুখে বললেও মানেন না অনেকেই ৷ ঠিক সেখানেই আঘাত হেনেছেন করণ ৷ তাঁর ছবিতে শুধু রণবীর-আলিয়া নয়, ঠোঁটে ঠোঁট রেখেছেন ধর্মেন্দ্র-শাবানাও ৷ যা নিয়ে সমালোচনা কম হয়নি ৷ এবার ধর্মেন্দ্র-পত্নী হেমা মালিনী জানালেন, চিত্রনাট্যের প্রয়োজনে তাঁকেও যদি চুম্বন করতে হত তিনি নিশ্চয়ই করতেন ৷

সম্প্রতি একটি ওয়েবলয়েডকে দেওয়া ইন্টারভিউতে 'ড্রিমগার্ল' বলেন, "কেন করব না ৷ নিশ্চয়ই করব ৷ যদি এটা সুন্দর হয়, ছবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে অবশ্যই করতে পারি ৷" যদিও এই সাক্ষাৎকারেই তিনি জানান, তিনি এখনও করণের নতুন ছবিটি দেখেননি ৷ ছবিতে ধর্মেন্দ্র-শাবানার এই চুম্বন নিয়ে চর্চা কম হয়নি ৷ তবে তরুণ প্রজন্ম এই বিষয়টিকে স্বাভাবিক বলেই মেনে নিয়েছে ৷ তাঁরা বরং অনেকেই প্রশংসা করেছেন করণের ৷

এই বিষয়ে মুখ খুলেছিলেন শাবানা নিজেও ৷ তিনি জানিয়েছিলেন, এই দৃশ্যটা করতে প্রথমে তিনি একেবারেই রাজি ছিলেন না ৷ করণের জোরাজুড়িতে শেষমেষ তিনি রাজি হন ৷ তবে করণকে তিনি এও জানান, কেউ যদি তাঁর দিকে একটা ঢিল ছোড়ে তাহলে সেই ঢিল তুলে তিনি করণকে ছুঁড়ে মারবেন ৷ তবে ছবিটি যখন মুক্তি পায় তখন এই দৃশ্যকে বেশ ভালোভাবেই গ্রহণ করেন অনুরাগীরা ৷ চর্চা হলেও এই দৃশ্যটি নিয়ে বিরোধ তেমন হয়নি ৷

আরও পড়ুন: অপেক্ষার অবসান, কিংবদন্তির জন্মদিবসেই প্রকাশ 'যমালয়ে জীবন্ত ভানু' ছবির পোস্টার

বক্স অফিসেও মোটামুটিভাবে সফল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ ভারতীয় বক্স অফিসে ইতিমধ্যেই 150 কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এই ছবি ৷ অন্যদিকে বিদেশেও এই ছবির আয় 152 কোটির কিছু বেশি ৷ তাই বলাই যায় বেশ সফল করণের এবারের প্রজেক্ট ৷ অঙ্কের হিসাব বলছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিটির বাজেট ছিল 178 কোটি টাকা ৷

হায়দরাবাদ, 26 অগস্ট: 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিটি চর্চায় উঠে এসেছিল মূলত দু'টি কারণে ৷ আলিয়া ভাট-রণবীর সিংয়ের রসায়ন যেমন নজর কেড়েছিল তেমনই চর্চিত ধর্মেন্দ্র এবং শাবানা আজমির একটি অনস্ক্রিন চুম্বন ৷ প্রেমের কোনও বয়স নেই, মুখে বললেও মানেন না অনেকেই ৷ ঠিক সেখানেই আঘাত হেনেছেন করণ ৷ তাঁর ছবিতে শুধু রণবীর-আলিয়া নয়, ঠোঁটে ঠোঁট রেখেছেন ধর্মেন্দ্র-শাবানাও ৷ যা নিয়ে সমালোচনা কম হয়নি ৷ এবার ধর্মেন্দ্র-পত্নী হেমা মালিনী জানালেন, চিত্রনাট্যের প্রয়োজনে তাঁকেও যদি চুম্বন করতে হত তিনি নিশ্চয়ই করতেন ৷

সম্প্রতি একটি ওয়েবলয়েডকে দেওয়া ইন্টারভিউতে 'ড্রিমগার্ল' বলেন, "কেন করব না ৷ নিশ্চয়ই করব ৷ যদি এটা সুন্দর হয়, ছবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে অবশ্যই করতে পারি ৷" যদিও এই সাক্ষাৎকারেই তিনি জানান, তিনি এখনও করণের নতুন ছবিটি দেখেননি ৷ ছবিতে ধর্মেন্দ্র-শাবানার এই চুম্বন নিয়ে চর্চা কম হয়নি ৷ তবে তরুণ প্রজন্ম এই বিষয়টিকে স্বাভাবিক বলেই মেনে নিয়েছে ৷ তাঁরা বরং অনেকেই প্রশংসা করেছেন করণের ৷

এই বিষয়ে মুখ খুলেছিলেন শাবানা নিজেও ৷ তিনি জানিয়েছিলেন, এই দৃশ্যটা করতে প্রথমে তিনি একেবারেই রাজি ছিলেন না ৷ করণের জোরাজুড়িতে শেষমেষ তিনি রাজি হন ৷ তবে করণকে তিনি এও জানান, কেউ যদি তাঁর দিকে একটা ঢিল ছোড়ে তাহলে সেই ঢিল তুলে তিনি করণকে ছুঁড়ে মারবেন ৷ তবে ছবিটি যখন মুক্তি পায় তখন এই দৃশ্যকে বেশ ভালোভাবেই গ্রহণ করেন অনুরাগীরা ৷ চর্চা হলেও এই দৃশ্যটি নিয়ে বিরোধ তেমন হয়নি ৷

আরও পড়ুন: অপেক্ষার অবসান, কিংবদন্তির জন্মদিবসেই প্রকাশ 'যমালয়ে জীবন্ত ভানু' ছবির পোস্টার

বক্স অফিসেও মোটামুটিভাবে সফল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ ভারতীয় বক্স অফিসে ইতিমধ্যেই 150 কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এই ছবি ৷ অন্যদিকে বিদেশেও এই ছবির আয় 152 কোটির কিছু বেশি ৷ তাই বলাই যায় বেশ সফল করণের এবারের প্রজেক্ট ৷ অঙ্কের হিসাব বলছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিটির বাজেট ছিল 178 কোটি টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.