হায়দরাবাদ, 14 এপ্রিল: অসমিয়া নববর্ষের সূত্রপাতই হয় 'রঙালি বিহু'র মাধ্যমে ৷ বিহু অসমের সবচেয়ে বড় উৎসবগুলির একটি ৷ আর এই বিহু নিয়ে ভুল তথ্য় দিয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী তথা লোকসভা সাংসদ হেমা মালিনী ৷ তাঁর একটি সাম্প্রতিক টুইটে অভিনেত্রী ভুল করে বিহুকে বিহারের উৎসব বলে উল্লেখ করে বসেন ৷ তাঁর এই টুুইটটি সামনে আসতেই শুরু হয় ট্রোলিং এবং সমালোচনা ৷ পরে অবশ্য় এই নিয়ে ক্ষমাও চান হেমা ৷
-
It is the Harvest season now. Tamizh Puthandu (New year), Baisakhi (Punjab), Bihu (Bihar) and Pohela Baisakh or Naba Barsha (Bengal) are some of the festivals celebrated. Wish you all a wonderful festival month🙏 pic.twitter.com/dSabiw5ZjF
— Hema Malini (@dreamgirlhema) April 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It is the Harvest season now. Tamizh Puthandu (New year), Baisakhi (Punjab), Bihu (Bihar) and Pohela Baisakh or Naba Barsha (Bengal) are some of the festivals celebrated. Wish you all a wonderful festival month🙏 pic.twitter.com/dSabiw5ZjF
— Hema Malini (@dreamgirlhema) April 13, 2023It is the Harvest season now. Tamizh Puthandu (New year), Baisakhi (Punjab), Bihu (Bihar) and Pohela Baisakh or Naba Barsha (Bengal) are some of the festivals celebrated. Wish you all a wonderful festival month🙏 pic.twitter.com/dSabiw5ZjF
— Hema Malini (@dreamgirlhema) April 13, 2023
সম্প্রতি একটি টুইটে ভুল করে হেমা মালিনী লেখেন, "এখন ফসল কাটার মরশুম ৷ তমিজ পুথান্ডু (নববর্ষ) ৷ বৈশাখী (পঞ্জাব), বিহু (বিহার) এবং পহেলা বৈশাখ বা নববর্ষ (বাংলা) হল কিছু এমন কিছু উৎসব যা এই সময় পালিত হয় ৷ এই উৎসবের মাস চমৎকার কাটুক আপনাদের এটাই কামনা করছি ৷" তাঁর এই টুইটটি সামনে আসতে না আসতেই শুরু হয় সমালোচনা, ব্যঙ্গ-বিদ্রুপ এবং ট্রোলিং ৷
-
By mistake🙏I have put Bihu is a festival celebrated in Bihar. I am sorry! That should read Bihu, festival of Assam🙏 pic.twitter.com/WTjxEwkmPe
— Hema Malini (@dreamgirlhema) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">By mistake🙏I have put Bihu is a festival celebrated in Bihar. I am sorry! That should read Bihu, festival of Assam🙏 pic.twitter.com/WTjxEwkmPe
— Hema Malini (@dreamgirlhema) April 14, 2023By mistake🙏I have put Bihu is a festival celebrated in Bihar. I am sorry! That should read Bihu, festival of Assam🙏 pic.twitter.com/WTjxEwkmPe
— Hema Malini (@dreamgirlhema) April 14, 2023
নিজের ভুল বোঝার সঙ্গে সঙ্গেই আরও একটি টুইট করেন হেমা ৷ বর্ষীয়ান অভিনেত্রী ক্ষমা চেয়ে লেখেন, "ভুল করে আমি লিখেছি বিহু বিহারের একটি উৎসব ৷ আমি সত্য়িই দুঃখিত ৷ বিহু আসলে অসমের উৎসব ৷" অভিনেত্রীকে নিয়ে আরও বেশি সমালোচনার ঝড় ওঠে কারণ ইতিমধ্য়েই অসমের এই উৎসব নাম নথিভুক্ত করে ফেলেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ৷ এক স্থানে সবচেয়ে বড় বিহু নাচের রেকর্ড গড়েছে অসম ৷ গুয়াহাটির এক স্টেডিয়ামে 11 হাজার 304 জন নৃত্যশিল্পীর একইসঙ্গে বিহু নাচ পরিবেশন গড়েছে এই রেকর্ড ৷ যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
আর তাই অভিনেত্রী যখন সেই বিহুকে অসমের বদলে বিহারের উৎসব বলে দাবি করেন সমালোচনার সামনে পড়তেই হয় তাঁকে ৷ 'শোলে','সীতা অর গীতা', 'দিল লাগি', 'দো দিশায়েন'-এর মতো ছবিগুলির জন্যই বলিউডে পরিচিত মুখ হেমা মালিনী ৷ অভিনেত্রীকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 2020 সালে ৷ ছবির নাম ছিল 'সিমলা মির্চ' ৷
আরও পড়ুন: প্রথম বিবাহ বার্ষিকী! মেয়ে জামাইকে নিয়ে আবেগী বার্তা আলিয়ার মা সোনির