ETV Bharat / entertainment

Harbhajan-Geeta Viral Video: ভাজ্জির কথায় রেগে লাল স্ত্রী গীতা, কিন্তু কেন? - এমন কী বললেন ভাজ্জি কেন রেগে লাল স্ত্রী গীতা

স্ত্রীর সঙ্গে রিল বানাতে গিয়েও তাঁকে বেশ চমকে দিলেন টার্বোনেটর (Harbhajan Singh and Geeta Basra )৷ হরভজনের দুসরা সামলাতে গিয়ে রেগে লাল গীতা ৷

Harbhajan Geeta Viral Video
এমন কী বললেন ভাজ্জি, কেন রেগে লাল স্ত্রী গীতা
author img

By

Published : Sep 27, 2022, 5:48 PM IST

হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর: ক্রিকেটার হরভজন সিং'য়ের স্ত্রী গীতা বসরা একজন পরিচিত অভিনেত্রী ৷ এবার স্ত্রীকে সঙ্গে নিয়ে রিল বানানোয় মনোযোগ দিলেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার ৷ ভাজ্জি তাঁর কেরিয়ারে 'দুসরা'-র জন্য সুপরিচিত ছিলেন ৷ অর্থাৎ ব্যাটারদের চমক দিয়ে প্যাভিলিয়ানে ফেরাতেই সিদ্ধহস্ত ছিলেন তিনি ৷ এবার রিল বানিয়েও স্ত্রী'কে বেশ চমকে দিলেন 'টার্বুনেটর' (Harbhajan Singh and Geeta Basra) ৷

হরভজন সিং ড্রেসিংরুমে পরিচিত ছিলেন তাঁর হাসি খুশি মেজাজের জন্য় ৷ অনেক ক্রিকেটাররা তো এও বলেন, ভাজ্জিই ছিলেন সেই সময় দলের সবচেয়ে বড় প্রাঙ্ক স্টার ৷ এবার তারই প্রমাণ মিলল এই ভিডিয়োতেও (Harbhajan and Geeta Funny Video)৷ সোমবার যে ভিডিয়ো শেয়ার করেছেন ভাজ্জি, তাতে দেখা যায় রোমান্টিক মেজাজে বসে রয়েছেন গীতা ও হরভজন ৷ এমন সময় নরম গলায় হরভজন প্রশ্ন করেন, 'বলছিলাম কি আমাদের বিয়ের তো পাঁচবছর হয়ে গেল তাই না?' উত্তরে স্বাভাবিকভাবেই সায় দেন গীতা, বলেন, "হ্যাঁ তাতে কী!" এবারই আসল দুসরাটি ছাড়েন হরভজন ৷ তিনি বলেন,"না বলছিলাম আমার প্রশ্ন হল, আবার কি নির্বাচন হবে নাকি এই সরকারই চলবে?" ব্যাস রেগে লাল গীতা ৷ এখানেই শেষ রিল ৷

তাঁদের এই দাম্পত্যজীবনের ছোট্ট ঝলক দেখে খুশি ফ্য়ানেরাও ৷ সোশাল মিডিয়ায় এখন বেশ ভাইরাল এই ভিডিয়ো ৷ ক্রিকেটার ঋষি ধাওয়ান থেকে শুরু করে আরও অনেকেই মন্তব্য করেছেন তাঁর এই ছোট্ট ভিডিয়োটিতে ৷ ভাজ্জির অভিনয় প্রতিভা দেখে অনেকেই মুগ্ধ ৷

আরও পড়ুন: রাম জন্মভূমিতেই মুক্তি পাবে 'আদিপুুরুষ' এর টিজার

গীতা বসরাকে (Bhajjis wife Geeta Basra) শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'ভাইয়াজি সুপারহিট' এবং 'সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড'-এর মতো ছবিগুলিতে (Geeta Basra Films)৷ এবার তিনি ফের কামব্য়াক করছেন পর্দায় ৷ তাঁর আগামী ছবির নাম 'নোটারি'(New Film Notary) ৷ প্রায় ছ'বছর পর ফের একবার দর্শকরা দেখবেন তাঁর অভিনয়(Geeta Basra New Film) ৷

হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর: ক্রিকেটার হরভজন সিং'য়ের স্ত্রী গীতা বসরা একজন পরিচিত অভিনেত্রী ৷ এবার স্ত্রীকে সঙ্গে নিয়ে রিল বানানোয় মনোযোগ দিলেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার ৷ ভাজ্জি তাঁর কেরিয়ারে 'দুসরা'-র জন্য সুপরিচিত ছিলেন ৷ অর্থাৎ ব্যাটারদের চমক দিয়ে প্যাভিলিয়ানে ফেরাতেই সিদ্ধহস্ত ছিলেন তিনি ৷ এবার রিল বানিয়েও স্ত্রী'কে বেশ চমকে দিলেন 'টার্বুনেটর' (Harbhajan Singh and Geeta Basra) ৷

হরভজন সিং ড্রেসিংরুমে পরিচিত ছিলেন তাঁর হাসি খুশি মেজাজের জন্য় ৷ অনেক ক্রিকেটাররা তো এও বলেন, ভাজ্জিই ছিলেন সেই সময় দলের সবচেয়ে বড় প্রাঙ্ক স্টার ৷ এবার তারই প্রমাণ মিলল এই ভিডিয়োতেও (Harbhajan and Geeta Funny Video)৷ সোমবার যে ভিডিয়ো শেয়ার করেছেন ভাজ্জি, তাতে দেখা যায় রোমান্টিক মেজাজে বসে রয়েছেন গীতা ও হরভজন ৷ এমন সময় নরম গলায় হরভজন প্রশ্ন করেন, 'বলছিলাম কি আমাদের বিয়ের তো পাঁচবছর হয়ে গেল তাই না?' উত্তরে স্বাভাবিকভাবেই সায় দেন গীতা, বলেন, "হ্যাঁ তাতে কী!" এবারই আসল দুসরাটি ছাড়েন হরভজন ৷ তিনি বলেন,"না বলছিলাম আমার প্রশ্ন হল, আবার কি নির্বাচন হবে নাকি এই সরকারই চলবে?" ব্যাস রেগে লাল গীতা ৷ এখানেই শেষ রিল ৷

তাঁদের এই দাম্পত্যজীবনের ছোট্ট ঝলক দেখে খুশি ফ্য়ানেরাও ৷ সোশাল মিডিয়ায় এখন বেশ ভাইরাল এই ভিডিয়ো ৷ ক্রিকেটার ঋষি ধাওয়ান থেকে শুরু করে আরও অনেকেই মন্তব্য করেছেন তাঁর এই ছোট্ট ভিডিয়োটিতে ৷ ভাজ্জির অভিনয় প্রতিভা দেখে অনেকেই মুগ্ধ ৷

আরও পড়ুন: রাম জন্মভূমিতেই মুক্তি পাবে 'আদিপুুরুষ' এর টিজার

গীতা বসরাকে (Bhajjis wife Geeta Basra) শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'ভাইয়াজি সুপারহিট' এবং 'সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড'-এর মতো ছবিগুলিতে (Geeta Basra Films)৷ এবার তিনি ফের কামব্য়াক করছেন পর্দায় ৷ তাঁর আগামী ছবির নাম 'নোটারি'(New Film Notary) ৷ প্রায় ছ'বছর পর ফের একবার দর্শকরা দেখবেন তাঁর অভিনয়(Geeta Basra New Film) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.