ETV Bharat / entertainment

Sid-Kiara on Holi: বিয়ের পর প্রথম হোলিতে ফ্যানেদের শুভেচ্ছা জানালেন সিড-কিয়ারা - Sid Kiara holi post

বিয়ের পর প্রথম হোলিতে অনুুরাগীদের শুভেচ্ছা জানালেন কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা (Sid-Kiara holi post ) ৷

Sid Kiara holi post
বিয়ের পর প্রথম হোলিতে মাতলেন সিড কিয়ারা
author img

By

Published : Mar 7, 2023, 12:49 PM IST

হায়দরাবাদ, 7 মার্চ: বলি দম্পতি কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা বিয়ের পর একসঙ্গে তাঁদের প্রথম হোলি উদযাপন করছেন ৷ মুহূর্তটা যে এই তারকা জুটির জন্য সত্যিই বিশেষ তা বলাই বাহুল্য ৷ দোল হল রঙের উৎসব । আর একইসঙ্গে দোল প্রেমের উৎসবও বটে ৷ সিড-কিয়ারা প্রেমের এই দিনে শেয়ার করেছেন তাঁদের গায়ে হলুদ পর্বের কিছু ছবি ৷ যেখানে তাঁদের দেখা গিয়েছে একেবারে ট্র্যাডিশনাল সাজে ৷ সিডের পরনে রয়েছে কমলা রঙের শেরওয়ানি আর অন্য়দিকে কিয়ারার পরণে রয়েছে মানানসই লেহেঙ্গা (Sid-Kiara holi post)৷

তাঁদের দু'জনের গালেই লেগে রয়েছে বিয়ের হলুদ ৷ এই রোম্যান্টিক ছবিগুলি শেয়ার করে এই তারকা দম্পতি লিখেছেন, " আমার এবং আমার কাছের মানুষটির তরফ থেকে তোমাকে এবং তোমার প্রিয়জনকে হোলির শুভেচ্ছা ৷" তাঁদের শেয়ার করা প্রি-ওয়েডিং সেরিমনির এই ঝলকগুলি বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের ৷ তাঁরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রিয় এই তারকা জুটিকে ৷ একজন নেটিজেন লেখেন, 'শেরশাহওয়ালি হোলি মুবারক' আবার অন্য আরেকজন লিখেছেন, 'শেরশাহ এবং ডিম্পেল যেন এভাবেই হাসিখুশি থাকেন ৷'

সিদ্ধার্থ এবং কিয়ারা বিয়ের বাঁধনে আবদ্ধ গত ফেব্রুয়ারি মাসে ৷ রাজস্থানের জয়সলমেরে সূর্যগড় প্য়ালেসে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর ৷ বেশ কয়েকবছর ধরে প্রেম করার পর বাস্তবে জুটি বেঁধেছেন এই তারকা জুটি ৷ তাঁদের এই নতুন সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে চলুক সেটাই চাইবেন ফ্যানেরা ৷ বিয়ের পর থেকেই রীতিমতো চর্চায় রয়েছেন এই জুটি ৷ এবার তাঁদের নতুন ছবি ফের ফ্য়ানেদের আকর্ষণের কারণ হয়ে উঠল ৷
আরও পড়ুন: 'বুরা না মানো...', হোলিতে রঙিন লুকে হাজির ড্রিম গার্ল অনন্যা

অন্য়দিকে, অভিনয়ের কথা বলতে গেলে, সিড-কিয়ারা দু'জনেই এখন বেশ ব্যস্ত রয়েছেন তাঁদের কাজ নিয়ে ৷ কিয়ারার 'সত্য প্রেম কি কথা' ছবিটি পর্দায় আসতে চলেছে খুব তাড়াতাড়ি ৷ এছাড়া শঙ্করের পরিচালনায় তিনি পর্দায় জুটি বাঁধতে চলেছেন আরআরআর স্টার রাম চরণের সঙ্গেও ৷ অন্যদিকে খবর বলছে, আগামীতে রমকম ছবি 'অদল বদল'-এর হাত ধরে একসঙ্গে পর্দায় ফিরতে চলেছেন সিড-কিয়ারাও ৷

হায়দরাবাদ, 7 মার্চ: বলি দম্পতি কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা বিয়ের পর একসঙ্গে তাঁদের প্রথম হোলি উদযাপন করছেন ৷ মুহূর্তটা যে এই তারকা জুটির জন্য সত্যিই বিশেষ তা বলাই বাহুল্য ৷ দোল হল রঙের উৎসব । আর একইসঙ্গে দোল প্রেমের উৎসবও বটে ৷ সিড-কিয়ারা প্রেমের এই দিনে শেয়ার করেছেন তাঁদের গায়ে হলুদ পর্বের কিছু ছবি ৷ যেখানে তাঁদের দেখা গিয়েছে একেবারে ট্র্যাডিশনাল সাজে ৷ সিডের পরনে রয়েছে কমলা রঙের শেরওয়ানি আর অন্য়দিকে কিয়ারার পরণে রয়েছে মানানসই লেহেঙ্গা (Sid-Kiara holi post)৷

তাঁদের দু'জনের গালেই লেগে রয়েছে বিয়ের হলুদ ৷ এই রোম্যান্টিক ছবিগুলি শেয়ার করে এই তারকা দম্পতি লিখেছেন, " আমার এবং আমার কাছের মানুষটির তরফ থেকে তোমাকে এবং তোমার প্রিয়জনকে হোলির শুভেচ্ছা ৷" তাঁদের শেয়ার করা প্রি-ওয়েডিং সেরিমনির এই ঝলকগুলি বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের ৷ তাঁরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রিয় এই তারকা জুটিকে ৷ একজন নেটিজেন লেখেন, 'শেরশাহওয়ালি হোলি মুবারক' আবার অন্য আরেকজন লিখেছেন, 'শেরশাহ এবং ডিম্পেল যেন এভাবেই হাসিখুশি থাকেন ৷'

সিদ্ধার্থ এবং কিয়ারা বিয়ের বাঁধনে আবদ্ধ গত ফেব্রুয়ারি মাসে ৷ রাজস্থানের জয়সলমেরে সূর্যগড় প্য়ালেসে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর ৷ বেশ কয়েকবছর ধরে প্রেম করার পর বাস্তবে জুটি বেঁধেছেন এই তারকা জুটি ৷ তাঁদের এই নতুন সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে চলুক সেটাই চাইবেন ফ্যানেরা ৷ বিয়ের পর থেকেই রীতিমতো চর্চায় রয়েছেন এই জুটি ৷ এবার তাঁদের নতুন ছবি ফের ফ্য়ানেদের আকর্ষণের কারণ হয়ে উঠল ৷
আরও পড়ুন: 'বুরা না মানো...', হোলিতে রঙিন লুকে হাজির ড্রিম গার্ল অনন্যা

অন্য়দিকে, অভিনয়ের কথা বলতে গেলে, সিড-কিয়ারা দু'জনেই এখন বেশ ব্যস্ত রয়েছেন তাঁদের কাজ নিয়ে ৷ কিয়ারার 'সত্য প্রেম কি কথা' ছবিটি পর্দায় আসতে চলেছে খুব তাড়াতাড়ি ৷ এছাড়া শঙ্করের পরিচালনায় তিনি পর্দায় জুটি বাঁধতে চলেছেন আরআরআর স্টার রাম চরণের সঙ্গেও ৷ অন্যদিকে খবর বলছে, আগামীতে রমকম ছবি 'অদল বদল'-এর হাত ধরে একসঙ্গে পর্দায় ফিরতে চলেছেন সিড-কিয়ারাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.