ETV Bharat / entertainment

51 বছর বয়সে পুত্র সন্তানের বাবা হলেন দ্য গ্রেট খালি, ভাইরাল পরিবারের মিষ্টি ভিডিয়ো - দ্য গ্রেট খালি

The Great Khali Welcomes A Baby Boy: 51 বছর বয়সে বাবা হলেন দ্য গ্রেট খালি ৷ হরমিন্দর কৌর ও খালির জীবনে এল পুত্র সন্তান ৷ শুভেচ্ছাবার্তা ভাসল নেটপাড়ায় ৷ সদ্যজাত কোলে খালির ভিডিয়ো ভাইরাল হল সোশাল মিডিয়ায় ৷

The Great Khali
51 বছর বয়সে বাবা হলেন দ্য গ্রেট খালি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 10:28 AM IST

হায়দরবাদ, 18 নভেম্বর: ফের একবার বাবা হলেন দ্য গ্রেট খালি ৷ কন্যাসন্তানের পর এবার পুত্র সন্তান এসেছে হরমিন্দর কৌর ও খালির জীবনে ৷ ছবি সামনে আসতেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন অনুরাগীরাও ৷ শনিবার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সদ্যজাত পুত্রসন্তানকে কোলে নিয়ে বসে রয়েছেন খালি ৷ মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিয়োটি।

ভিডিয়োতে দেখা যাচ্ছে লাল রঙের শার্ট পড়ে রয়েছেন খালি ৷ মুখে কালো মাস্ক ৷ দুহাতে ধরে রেখেছেন নতুন সদস্যকে ৷ পিতৃস্নেহে বুকের কাছে আগলে রেখেছেন ৷ মিষ্টি এই ভিডিয়ো সামনে আসতেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন অনুরাগীরাও ৷ কেউ লিখেছেন, "অনেক ভালোবাসা ৷ খুব ভালো বাবা হবে তুমি ৷" আবার কেউ লিখেছেন, "কন্যা-পুত্রকে নিয়ে ভালো থাকো ৷"

ডব্ল ডব্লুই-র এই প্রাক্তন তারকা তাঁর ব্যক্তিগত জীবনকে কখনোই পাপারাৎজিদের সামনে আনেন না ৷ অনেকেই জানেন না, তাঁর আসল নাম ৷ সাত ফুট উচ্চতার এই রেসলারের আসল নাম দলিপ সিং রাণা ৷ 2014 সালে প্রথম হরমিন্দর কৌর ও খালির জীবনে আসে এক কন্যা সন্তান ৷ তার নাম রাখা হয় আভলীন রাণা ৷ 9 বছর পর পরিবারে ফের পরিবারে খুশির হাওয়া ৷ 51 বছর বয়সে এসে পুত্র সন্তানের বাবা হলেন তিনি ৷

খালি প্রথম ভারতীয় বংশ্দোভূত হিসাবে ডব্লিউডব্লিউই-র হেভিওয়েট ক্যাটাগরিতে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছিলেন ৷ রেসলিংয়ে আসার আগে তিনি পাঞ্জাব পুলিশের অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর ছিলেন ৷ এছাড়া বলিউডের পাশাপাশি হলিউড ছবিতেও কাজ করেছেন ৷ 'দ্য লংগেস্ট ইয়ার্ড', 'গেটস্মার্ট', 'কুস্তি', 'রামা:দ্যা স্যাভিয়র' ছবিতে কাজ করেছেন দ্য গ্রেট খালি ৷ দীপাবলির পরই রানা পরিবারে এলো খুশির খবর।

আরও পড়ুন:

1. 'ভালো থেকো বন্ধু, আর একটু ঘুমাও' বেকহ্যামকে বিশেষ বার্তা বাদশা'র

2. 'আমি তোমাদের সবাইকে ভালোবাসি', কলকাতায় এসে বললেন ভিকি কৌশল

3. ডিপফেক টেকনোলজির দৌরাত্মে রাশ টানতে হাল ধরল কেন্দ্র, তলব সোশাল প্ল্যাটফর্মের আধিকারিকদের

হায়দরবাদ, 18 নভেম্বর: ফের একবার বাবা হলেন দ্য গ্রেট খালি ৷ কন্যাসন্তানের পর এবার পুত্র সন্তান এসেছে হরমিন্দর কৌর ও খালির জীবনে ৷ ছবি সামনে আসতেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন অনুরাগীরাও ৷ শনিবার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সদ্যজাত পুত্রসন্তানকে কোলে নিয়ে বসে রয়েছেন খালি ৷ মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিয়োটি।

ভিডিয়োতে দেখা যাচ্ছে লাল রঙের শার্ট পড়ে রয়েছেন খালি ৷ মুখে কালো মাস্ক ৷ দুহাতে ধরে রেখেছেন নতুন সদস্যকে ৷ পিতৃস্নেহে বুকের কাছে আগলে রেখেছেন ৷ মিষ্টি এই ভিডিয়ো সামনে আসতেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন অনুরাগীরাও ৷ কেউ লিখেছেন, "অনেক ভালোবাসা ৷ খুব ভালো বাবা হবে তুমি ৷" আবার কেউ লিখেছেন, "কন্যা-পুত্রকে নিয়ে ভালো থাকো ৷"

ডব্ল ডব্লুই-র এই প্রাক্তন তারকা তাঁর ব্যক্তিগত জীবনকে কখনোই পাপারাৎজিদের সামনে আনেন না ৷ অনেকেই জানেন না, তাঁর আসল নাম ৷ সাত ফুট উচ্চতার এই রেসলারের আসল নাম দলিপ সিং রাণা ৷ 2014 সালে প্রথম হরমিন্দর কৌর ও খালির জীবনে আসে এক কন্যা সন্তান ৷ তার নাম রাখা হয় আভলীন রাণা ৷ 9 বছর পর পরিবারে ফের পরিবারে খুশির হাওয়া ৷ 51 বছর বয়সে এসে পুত্র সন্তানের বাবা হলেন তিনি ৷

খালি প্রথম ভারতীয় বংশ্দোভূত হিসাবে ডব্লিউডব্লিউই-র হেভিওয়েট ক্যাটাগরিতে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছিলেন ৷ রেসলিংয়ে আসার আগে তিনি পাঞ্জাব পুলিশের অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর ছিলেন ৷ এছাড়া বলিউডের পাশাপাশি হলিউড ছবিতেও কাজ করেছেন ৷ 'দ্য লংগেস্ট ইয়ার্ড', 'গেটস্মার্ট', 'কুস্তি', 'রামা:দ্যা স্যাভিয়র' ছবিতে কাজ করেছেন দ্য গ্রেট খালি ৷ দীপাবলির পরই রানা পরিবারে এলো খুশির খবর।

আরও পড়ুন:

1. 'ভালো থেকো বন্ধু, আর একটু ঘুমাও' বেকহ্যামকে বিশেষ বার্তা বাদশা'র

2. 'আমি তোমাদের সবাইকে ভালোবাসি', কলকাতায় এসে বললেন ভিকি কৌশল

3. ডিপফেক টেকনোলজির দৌরাত্মে রাশ টানতে হাল ধরল কেন্দ্র, তলব সোশাল প্ল্যাটফর্মের আধিকারিকদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.