ETV Bharat / entertainment

Sajal Chatterjee: '1770- এক সংগ্রাম'-এর সাফল্য কামনায় বার্তা পাঠালেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পৌত্র

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' উপন্যাসের উপর ভিত্তি করে বড় পর্দায় আসছে অশ্বিন গঙ্গারাজুর বহু ভাষিক ছবি '1770-এক সংগ্রাম' । এবার এই ছবি নিয়ে মুখ খুললেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পৌত্র সজল চট্টোপাধ্যায় (Sajal Chatterjee on 1770 Ek Sangram)।

Sajal Chatterjee
'1770- এক সংগ্রাম'-এর সাফল্য কামনায় বার্তা পাঠালেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পৌত্র
author img

By

Published : Sep 1, 2022, 5:17 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' উপন্যাসের উপর ভিত্তি করে বড় পর্দায় আসছে অশ্বিন গঙ্গারাজুর বহু ভাষিক ছবি '1770-এক সংগ্রাম' । তেলুগু ছাড়াও বাংলা, হিন্দি, কন্নড়, তামিল এবং মালায়ালাম ভাষায় বানানো হয়েছে এই ছবি (New Film 1770 Ek Sangram) । ছবির কাহিনির মূল ভিত্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ'। তাই বন্দেমাতরমের 150 তম বর্ষে প্রকাশ পায় ছবির মোশন পোস্টার । এই ছবির ভাবনা রামকমল মুখোপাধ্যায়ের। এবার এই ছবি নিয়ে মুখ খুললেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পৌত্র সজল চট্টোপাধ্যায়(Sajal Chatterjee on 1770 Ek Sangram)।

ছবিটির সাফল্য কামনা করে রামকমল মুখোপাধ্যায় ও তাঁর টিমকে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পৌত্র সজল চট্টোপাধ্যায় (Sajal on New Movie 1770 Ek Sangram)। তিনি আপ্লুত যে বাংলায় কেউ ঋষি বঙ্কিমকে নিয়ে এত ভাল কাজ করার কথা ভেবেছেন । তিনি বলেন, "আমি সত্যিই গর্বিত বোধ করছি যে বাংলা থেকে কেউ একজন প্যান ইন্ডিয়া ছবি তৈরির কথা ভাবছেন ৷ তাও আবার আমার দাদুর আনন্দমঠ উপন্যাস থেকে ৷ আমি লেখক এবং পরিচালক রামকমল মুখোপাধ্যায়কে আমার সার্বিক শুভেচ্ছা জানাই ৷"

এবার এই ছবি নিয়ে মুখ খুললেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পৌত্র সজল চট্টোপাধ্যায়

উল্লেখ্য, এই ছবির পরিচালক অশ্বিন গঙ্গারাজু 'বাহুবলী' ছবিরও সহ-পরিচালক ছিলেন । অশ্বিন বলেন,"এই ছবি বানানোর বিষয়টা আমার কাছে একটা বিশাল চ্যালেঞ্জ। আনন্দমঠ এবং বন্দেমাতরমের সঙ্গে মানুষের একটা আবেগ এবং লড়াইয়ের ইতিহাস জড়িয়ে আছে । সেই জায়গায়াটা আমাদের পৌঁছতে হবে । প্রথমে কাজটা নিয়ে বেশ সন্দেহ ছিল আমার । পরে রামকমল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলি । তিনি আমাকে সাহস দেন এবং গোটা বিষয়টা বুঝিয়ে বলেন । তারপর আমি ভরসা পেয়ে এগিয়ে যাই । বাকিটা দর্শক বলবেন । ছবির কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি ।"

আরও পড়ুন: কলকাতার বিলুপ্তপ্রায় ভিস্তিওয়ালাদের নিয়ে রাজাদিত্যর তথ্যচিত্র 'ওয়াটার ওয়ালা'

প্রসঙ্গত, এই বছরই 'বন্দেমাতরম' গানের দেড়শো বছর পূর্ণ হল । গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'আনন্দমঠ'-এ প্রথম আবির্ভূত হয় । ব্রিটিশ সাম্রাজ্যের শিকড়কে এক প্রকার নাড়িয়ে দিয়েছিল গানটি । ভি বিজয়েন্দ্র প্রসাদ এই ছবির চিত্রনাট্য লিখেছেন । সব ঠিকঠাক থাকলে 2024 সালে সারা ভারতে মুক্তি পাবে এই ছবি ।

কলকাতা, 1 সেপ্টেম্বর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' উপন্যাসের উপর ভিত্তি করে বড় পর্দায় আসছে অশ্বিন গঙ্গারাজুর বহু ভাষিক ছবি '1770-এক সংগ্রাম' । তেলুগু ছাড়াও বাংলা, হিন্দি, কন্নড়, তামিল এবং মালায়ালাম ভাষায় বানানো হয়েছে এই ছবি (New Film 1770 Ek Sangram) । ছবির কাহিনির মূল ভিত্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ'। তাই বন্দেমাতরমের 150 তম বর্ষে প্রকাশ পায় ছবির মোশন পোস্টার । এই ছবির ভাবনা রামকমল মুখোপাধ্যায়ের। এবার এই ছবি নিয়ে মুখ খুললেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পৌত্র সজল চট্টোপাধ্যায়(Sajal Chatterjee on 1770 Ek Sangram)।

ছবিটির সাফল্য কামনা করে রামকমল মুখোপাধ্যায় ও তাঁর টিমকে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পৌত্র সজল চট্টোপাধ্যায় (Sajal on New Movie 1770 Ek Sangram)। তিনি আপ্লুত যে বাংলায় কেউ ঋষি বঙ্কিমকে নিয়ে এত ভাল কাজ করার কথা ভেবেছেন । তিনি বলেন, "আমি সত্যিই গর্বিত বোধ করছি যে বাংলা থেকে কেউ একজন প্যান ইন্ডিয়া ছবি তৈরির কথা ভাবছেন ৷ তাও আবার আমার দাদুর আনন্দমঠ উপন্যাস থেকে ৷ আমি লেখক এবং পরিচালক রামকমল মুখোপাধ্যায়কে আমার সার্বিক শুভেচ্ছা জানাই ৷"

এবার এই ছবি নিয়ে মুখ খুললেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পৌত্র সজল চট্টোপাধ্যায়

উল্লেখ্য, এই ছবির পরিচালক অশ্বিন গঙ্গারাজু 'বাহুবলী' ছবিরও সহ-পরিচালক ছিলেন । অশ্বিন বলেন,"এই ছবি বানানোর বিষয়টা আমার কাছে একটা বিশাল চ্যালেঞ্জ। আনন্দমঠ এবং বন্দেমাতরমের সঙ্গে মানুষের একটা আবেগ এবং লড়াইয়ের ইতিহাস জড়িয়ে আছে । সেই জায়গায়াটা আমাদের পৌঁছতে হবে । প্রথমে কাজটা নিয়ে বেশ সন্দেহ ছিল আমার । পরে রামকমল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলি । তিনি আমাকে সাহস দেন এবং গোটা বিষয়টা বুঝিয়ে বলেন । তারপর আমি ভরসা পেয়ে এগিয়ে যাই । বাকিটা দর্শক বলবেন । ছবির কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি ।"

আরও পড়ুন: কলকাতার বিলুপ্তপ্রায় ভিস্তিওয়ালাদের নিয়ে রাজাদিত্যর তথ্যচিত্র 'ওয়াটার ওয়ালা'

প্রসঙ্গত, এই বছরই 'বন্দেমাতরম' গানের দেড়শো বছর পূর্ণ হল । গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'আনন্দমঠ'-এ প্রথম আবির্ভূত হয় । ব্রিটিশ সাম্রাজ্যের শিকড়কে এক প্রকার নাড়িয়ে দিয়েছিল গানটি । ভি বিজয়েন্দ্র প্রসাদ এই ছবির চিত্রনাট্য লিখেছেন । সব ঠিকঠাক থাকলে 2024 সালে সারা ভারতে মুক্তি পাবে এই ছবি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.