ETV Bharat / entertainment

Good Luck Jerry Trailer: অসহায় মেয়ের অপরাধ জগতে ঢুকে পরার গল্প নিয়ে হাজির জাহ্নবীর 'গুডলাক জেরি'-র ট্রেলার - Good Luck Jerry trailer release

সামনে এল জাহ্নবী কাপুরের নতুন ছবি 'গুডলাক জেরি'-র ট্রেলার(Good Luck Jerry Trailer OUT) ৷ ট্রেলারে অভিনেত্রীকে একজন বিহারী মেয়ের চরিত্রে ৷ জেরি নামের এই মেয়েটি কীভাবে পঞ্জাবে কাজ খুঁজতে এসে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পরে তারই গল্প বলবে এই ছবি ৷ ডিজনি প্লাস হটস্টারে এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 29 জুলাই ৷

Good Luck Jerry Trailer
অসহায় মেয়ের অপরাধ জগতে ঢুকে পরার গল্প নিয়ে হাজির জাহ্নবীর 'গুডলাক জেরি'-র ট্রেলার
author img

By

Published : Jul 14, 2022, 4:15 PM IST

মুম্বই, 14 জুলাই: জাহ্নবী কাপুর তাঁর হাটকে ফ্যাশন সেন্স এবং বোল্ড অবতারের জন্যই বেশি পরিচিত অনুরাগী মহলে ৷ এবার সামনে এল অভিনেত্রীর নতুন ছবি 'গুডলাক জেরি'-র ট্রেলার (Good Luck Jerry Trailer OUT) ৷ বৃহস্পতিবার নির্মাতাদের তরফে প্রকাশ করা হয়েছে বহু প্রতিক্ষিত এই ছবির ট্রেলার ৷ ট্রেলারে জাহ্নবীকে দেখা গিয়েছে দাবাং বিহারী গার্লের চরিত্রে ৷ কাজের সন্ধানে এই মেয়েটিকে আসতে হয় পঞ্জাবে ৷ এর আগেই ছবির টিজার এবং পোস্টার সামনে এসেছে ৷ জাহ্নবীর এই নয়া অবতার যথেষ্ট আগ্রহ বাড়িয়েছে দর্শকদের ৷

ট্রেলারে দেখা যায় মায়ের চিকিৎসার জন্য পঞ্জাবে এক ব্যক্তির কাছে কাজ চাইতে আসেন জাহ্নবী ৷ এখানে তাঁর নতুন অবতারের নাম জেরি ৷ জেরিকে কাজ দেওয়া হয় একটি মাসাজ পার্লারে ৷ নামে তাঁর কাজ মাসাজ করা হলেও তাঁকে দিয়ে করানো হয় অন্য কিছু ৷ মায়ের ফুসফুসে ক্যানসার এবং অন্যান্য় চাপে জেরিকে এই কাজই করে যেতে হয় ৷ পরিবারের এক বড় মেয়ের দায়িত্ব কীভাবে পালন করে চলেন জেরি, তা নিয়েই 'গুড লাক জেরি' গল্প বুনেছেন পরিচালক ৷

তবে এই গল্পের প্যাঁচ-পয়জার অবশ্য় এখানেই শেষ নয় ৷ ছবির সঙ্গে 'টম অ্যান্ড জেরি'-র চিরপরিচিত ধরাধরি খেলারও যেন একটা সাদৃশ্য বুনে দিতে চেয়েছেন পরিচালক সিদ্ধার্থ সেন ৷ ছবিতে জেরি আর পুলিশ অফিসারদের মধ্যে সেই খেলাই চলে ৷ রয়েছে যথেষ্ট অ্যাকশন সিকোয়েন্সও ৷ কারণ একটা সময় অপরাধ জগতের সঙ্গেও জড়িয়ে পরেন জেরি ৷ আড়াই মিনিটেই ট্রেলারেই তার যথেষ্ট আভাস দেওয়া হয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: মাদক মামলায় আরও স্বস্তি, পাসপোর্ট ফেরত পাচ্ছেন আরিয়ান

ছবিতে জাহ্নবী ছাড়াও দেখা যাবে দীপক ডোবরিয়াল, মিতা বশিষ্ট, নীরজ সুদ এবং সুশান্ত সিংকে । ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন আনন্দ এল রাই এবং সুবাস্করন ৷ ডিজনি প্লাস হটস্টারে এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 29 জুলাই ৷ ছবির পোস্টার শেয়ার করেই জাহ্নবী বলেছিলেন, "বেরিয়ে পরেছি নতুন অ্যাডভেঞ্চারে..গুড লাক বলবেন না ? "

মুম্বই, 14 জুলাই: জাহ্নবী কাপুর তাঁর হাটকে ফ্যাশন সেন্স এবং বোল্ড অবতারের জন্যই বেশি পরিচিত অনুরাগী মহলে ৷ এবার সামনে এল অভিনেত্রীর নতুন ছবি 'গুডলাক জেরি'-র ট্রেলার (Good Luck Jerry Trailer OUT) ৷ বৃহস্পতিবার নির্মাতাদের তরফে প্রকাশ করা হয়েছে বহু প্রতিক্ষিত এই ছবির ট্রেলার ৷ ট্রেলারে জাহ্নবীকে দেখা গিয়েছে দাবাং বিহারী গার্লের চরিত্রে ৷ কাজের সন্ধানে এই মেয়েটিকে আসতে হয় পঞ্জাবে ৷ এর আগেই ছবির টিজার এবং পোস্টার সামনে এসেছে ৷ জাহ্নবীর এই নয়া অবতার যথেষ্ট আগ্রহ বাড়িয়েছে দর্শকদের ৷

ট্রেলারে দেখা যায় মায়ের চিকিৎসার জন্য পঞ্জাবে এক ব্যক্তির কাছে কাজ চাইতে আসেন জাহ্নবী ৷ এখানে তাঁর নতুন অবতারের নাম জেরি ৷ জেরিকে কাজ দেওয়া হয় একটি মাসাজ পার্লারে ৷ নামে তাঁর কাজ মাসাজ করা হলেও তাঁকে দিয়ে করানো হয় অন্য কিছু ৷ মায়ের ফুসফুসে ক্যানসার এবং অন্যান্য় চাপে জেরিকে এই কাজই করে যেতে হয় ৷ পরিবারের এক বড় মেয়ের দায়িত্ব কীভাবে পালন করে চলেন জেরি, তা নিয়েই 'গুড লাক জেরি' গল্প বুনেছেন পরিচালক ৷

তবে এই গল্পের প্যাঁচ-পয়জার অবশ্য় এখানেই শেষ নয় ৷ ছবির সঙ্গে 'টম অ্যান্ড জেরি'-র চিরপরিচিত ধরাধরি খেলারও যেন একটা সাদৃশ্য বুনে দিতে চেয়েছেন পরিচালক সিদ্ধার্থ সেন ৷ ছবিতে জেরি আর পুলিশ অফিসারদের মধ্যে সেই খেলাই চলে ৷ রয়েছে যথেষ্ট অ্যাকশন সিকোয়েন্সও ৷ কারণ একটা সময় অপরাধ জগতের সঙ্গেও জড়িয়ে পরেন জেরি ৷ আড়াই মিনিটেই ট্রেলারেই তার যথেষ্ট আভাস দেওয়া হয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: মাদক মামলায় আরও স্বস্তি, পাসপোর্ট ফেরত পাচ্ছেন আরিয়ান

ছবিতে জাহ্নবী ছাড়াও দেখা যাবে দীপক ডোবরিয়াল, মিতা বশিষ্ট, নীরজ সুদ এবং সুশান্ত সিংকে । ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন আনন্দ এল রাই এবং সুবাস্করন ৷ ডিজনি প্লাস হটস্টারে এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 29 জুলাই ৷ ছবির পোস্টার শেয়ার করেই জাহ্নবী বলেছিলেন, "বেরিয়ে পরেছি নতুন অ্যাডভেঞ্চারে..গুড লাক বলবেন না ? "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.