ETV Bharat / entertainment

'বার্বি'কে হারিয়ে সেরা ছবি 'ওপেনহাইমার', গোল্ডেন গ্লোব ক্রিস্টোফার নোলানের মুকুটে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 10:33 AM IST

Updated : Jan 8, 2024, 12:52 PM IST

Golden Globes Awards: গ্রেটা গারউইগের 'বার্বি'কে হারিয়ে সেরা ছবি হিসাবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ছিনিয়ে নিল ক্রিস্টোফার নোলানের 'ওপেনহেইমার' ৷ প্রতিযোগিতায় আর কারা রয়েছেন, রইল তালিকা ৷

Etv Bharat
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2024

লস অ্যাঞ্জেলস, 8 জানুয়ারি: 81তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে চাঁদের হাট ৷ বেভারলি হিলসের বেভারলি হিলটন হোটেলে আয়োজিত এই অ্যাওয়ার্ড সেরেমনিতে উপস্থিত ছিলেন মার্গট রবি, লিওনার্দো ডিক্যাপ্রিও, মেরিল স্ট্রিপ, ফ্লোরেন্স পুগ, অ্যাঞ্জেলা ব্যাসেট, টেলর সুইফ্ট, ডুয়া লিপার মতো তারকা ৷ ক্রিস্টোফার নোলানের 'ওপেনহেইমার' এবং গ্রেটা গারউইগের 'বার্বি' নমিনেশনের দিক থেকে রয়েছে সবার উপরে ৷ দু'টি ছবিই পেয়েছে ন'টি করে মনোনয়ন ৷ ফলে প্রতিযোগিতায় জোর টক্করে রয়েছে এই দুই ছবি ৷

'ওপেনহাইমার' ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে গোল্ডেন গ্লোব পেয়েছেন অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র ৷ এর আগে তিনি শর্টকাট, অ্যালি ম্যাকবিল এবং শার্লক হোমসের জন্য তিনটি গোল্ডেন গ্লোব জিতেছিলেন ৷ এটি তাঁর চতুর্থ গোল্ডেন গ্লোব পুরস্কার ৷ ক্রিস্টোফার নোলান পরিচালিত জনপ্রিয় এই ছবিতে সিলিয়ান মারফির সঙ্গে নেতিবাচক লুইস স্ট্রসের চরিত্রে অভিনয় করেন রবার্ট ডাউনি জুনিয়র।

'দ্য হোল্ডওভার' ছবিতে ডা'ভাইন জয় ব়্যান্ডলফের অভিনয় মুগ্ধ করেছে সকলকে ৷ 81তম গোল্ডেন গ্লোব সেরেমনিতে সেরা সহ-অভিনেত্রীর হিসাবে প্রথম পুরস্কার জেতেন তিনি ৷ আলেকজান্ডার পেইন পরিচালিত ক্রিসমাস কমেডি-ড্রামাতে তাঁর চরিত্রের নাম ছিল মেরি ল্যাম্ব ৷

একনজরে দেখে নেওয়া যাক গোল্ডেন গ্লোব বিজেতার তালিকায় আর কে কে রয়েছেন...

  • 'দ্য হোল্ডওভার' ছবির জন্য ডা'ভাইন জয় ব়্যান্ডলফের মুকুটে ওঠে মহিলা সহ-অভিনেত্রীর পুরস্কার ৷
  • ওপেনহাইমার ছবির জন্য রবার্ট ডাউনি জুনিয়র পান সহ-অভিনেতা হিসাবে গোল্ডেন গ্লোব পুরস্কার ৷
  • লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ বা টেলিভিশনে মোশন পিকচারে অভিনেত্রী হিসাবে পুরস্কার জেতেন আলি ওং ৷ ছবির নাম বিফ ৷
  • লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ বা টেলিভিশনে মোশন পিকচারের অভিনেতা হিসাবে পুরস্কার জেতেন স্টিভেন ইয়ুন, বিফ ছবির জন্য ৷
  • টেলিভিশন সিরিজ দ্য ক্রাউন-এর জন্য সহ-অভিনেত্রী হিসাবে গোল্ডেন গ্লোব পুরস্কার জেতেন এলিজাবেথ ডেবিকি ৷
  • টেলিভিশন সিরিজ 'সাকসেশন'-এর জন্য সহ-অভিনেতার পুরস্কার জেতেন ম্যাথিউ ম্যাকফ্যাডিন ৷
  • বেস্ট স্ক্রিন-প্লে- জাস্টিন ট্রিয়েট, আর্থার হারারি ৷ ছবির নাম 'অ্যানাটমি অফ আ ফল' ৷
  • টেলিভিশন কমেডিতে 'দ্য বিয়ার'-এর জন্য পুরস্কার পান জেরেমি অ্যালেন হোয়াইট ৷
  • টেলিভিশন স্পেশাল স্ট্যান্ড-আপ কমেডি আর্মাগেডন-এর জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার পান রিকি গারভাইস ৷
  • বেস্ট অরজিনাল সং- হোয়াট ওয়াস আই মেড ফর? (বার্বি), গেয়েছেন বিলি আইলিশ এবং ফিনিয়াস ৷
  • বেস্ট অরজিনাল স্কোর- লুডভিগ গোরানসন (ওপেনহাইমার)
  • বেস্ট অ্যাকট্রেস ইন মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি)- এমা স্টোন (পুর থিংস)
  • বেস্ট অ্যাক্টর ইন মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি)- পল গিয়ামাট্টি, (হোল্ডওভারস)
  • বেস্ট ফিল্ম- ওপেনহাইমার
  • বেস্ট অ্যাকট্রেস- লিলি গ্ল্যাডস্টোন (কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন)
  • বেস্ট টেলিভিশন ফিমেল অ্যাক্টর- সারাহ স্নুক (ড্রামা সিরিজ সাকসেশন)

81তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত হয়েছে ৷ অনুষ্ঠানটি ভারতীয় দর্শকদের জন্য নেটদুনিয়ায় স্ট্রিমিং হবে ৷ যেটির দায়িত্বে রয়েছে লায়নসগেট প্লে ৷

আরও পড়ুন:

1. 'লিঙ্গ-রাজনীতি থেকে মুক্তি দিন ভালোবাসাকে'; জাভেদ আখতারকে পালটা 'অ্যানম্যাল' নির্মাতাদের

2. 'আফসোসের তালিকা লম্বা হোক চাই না', ইটিভি ভারতে আবেগের ঝাঁপি উজাড় করলেন স্বস্তিকা

3. নিখোঁজ স্বামীকে খুঁজতে গিয়ে শহরে একের পর এক খুন, সত্যসন্ধানে 'ম্যাডাম সেনগুপ্ত'

লস অ্যাঞ্জেলস, 8 জানুয়ারি: 81তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে চাঁদের হাট ৷ বেভারলি হিলসের বেভারলি হিলটন হোটেলে আয়োজিত এই অ্যাওয়ার্ড সেরেমনিতে উপস্থিত ছিলেন মার্গট রবি, লিওনার্দো ডিক্যাপ্রিও, মেরিল স্ট্রিপ, ফ্লোরেন্স পুগ, অ্যাঞ্জেলা ব্যাসেট, টেলর সুইফ্ট, ডুয়া লিপার মতো তারকা ৷ ক্রিস্টোফার নোলানের 'ওপেনহেইমার' এবং গ্রেটা গারউইগের 'বার্বি' নমিনেশনের দিক থেকে রয়েছে সবার উপরে ৷ দু'টি ছবিই পেয়েছে ন'টি করে মনোনয়ন ৷ ফলে প্রতিযোগিতায় জোর টক্করে রয়েছে এই দুই ছবি ৷

'ওপেনহাইমার' ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে গোল্ডেন গ্লোব পেয়েছেন অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র ৷ এর আগে তিনি শর্টকাট, অ্যালি ম্যাকবিল এবং শার্লক হোমসের জন্য তিনটি গোল্ডেন গ্লোব জিতেছিলেন ৷ এটি তাঁর চতুর্থ গোল্ডেন গ্লোব পুরস্কার ৷ ক্রিস্টোফার নোলান পরিচালিত জনপ্রিয় এই ছবিতে সিলিয়ান মারফির সঙ্গে নেতিবাচক লুইস স্ট্রসের চরিত্রে অভিনয় করেন রবার্ট ডাউনি জুনিয়র।

'দ্য হোল্ডওভার' ছবিতে ডা'ভাইন জয় ব়্যান্ডলফের অভিনয় মুগ্ধ করেছে সকলকে ৷ 81তম গোল্ডেন গ্লোব সেরেমনিতে সেরা সহ-অভিনেত্রীর হিসাবে প্রথম পুরস্কার জেতেন তিনি ৷ আলেকজান্ডার পেইন পরিচালিত ক্রিসমাস কমেডি-ড্রামাতে তাঁর চরিত্রের নাম ছিল মেরি ল্যাম্ব ৷

একনজরে দেখে নেওয়া যাক গোল্ডেন গ্লোব বিজেতার তালিকায় আর কে কে রয়েছেন...

  • 'দ্য হোল্ডওভার' ছবির জন্য ডা'ভাইন জয় ব়্যান্ডলফের মুকুটে ওঠে মহিলা সহ-অভিনেত্রীর পুরস্কার ৷
  • ওপেনহাইমার ছবির জন্য রবার্ট ডাউনি জুনিয়র পান সহ-অভিনেতা হিসাবে গোল্ডেন গ্লোব পুরস্কার ৷
  • লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ বা টেলিভিশনে মোশন পিকচারে অভিনেত্রী হিসাবে পুরস্কার জেতেন আলি ওং ৷ ছবির নাম বিফ ৷
  • লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ বা টেলিভিশনে মোশন পিকচারের অভিনেতা হিসাবে পুরস্কার জেতেন স্টিভেন ইয়ুন, বিফ ছবির জন্য ৷
  • টেলিভিশন সিরিজ দ্য ক্রাউন-এর জন্য সহ-অভিনেত্রী হিসাবে গোল্ডেন গ্লোব পুরস্কার জেতেন এলিজাবেথ ডেবিকি ৷
  • টেলিভিশন সিরিজ 'সাকসেশন'-এর জন্য সহ-অভিনেতার পুরস্কার জেতেন ম্যাথিউ ম্যাকফ্যাডিন ৷
  • বেস্ট স্ক্রিন-প্লে- জাস্টিন ট্রিয়েট, আর্থার হারারি ৷ ছবির নাম 'অ্যানাটমি অফ আ ফল' ৷
  • টেলিভিশন কমেডিতে 'দ্য বিয়ার'-এর জন্য পুরস্কার পান জেরেমি অ্যালেন হোয়াইট ৷
  • টেলিভিশন স্পেশাল স্ট্যান্ড-আপ কমেডি আর্মাগেডন-এর জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার পান রিকি গারভাইস ৷
  • বেস্ট অরজিনাল সং- হোয়াট ওয়াস আই মেড ফর? (বার্বি), গেয়েছেন বিলি আইলিশ এবং ফিনিয়াস ৷
  • বেস্ট অরজিনাল স্কোর- লুডভিগ গোরানসন (ওপেনহাইমার)
  • বেস্ট অ্যাকট্রেস ইন মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি)- এমা স্টোন (পুর থিংস)
  • বেস্ট অ্যাক্টর ইন মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি)- পল গিয়ামাট্টি, (হোল্ডওভারস)
  • বেস্ট ফিল্ম- ওপেনহাইমার
  • বেস্ট অ্যাকট্রেস- লিলি গ্ল্যাডস্টোন (কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন)
  • বেস্ট টেলিভিশন ফিমেল অ্যাক্টর- সারাহ স্নুক (ড্রামা সিরিজ সাকসেশন)

81তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত হয়েছে ৷ অনুষ্ঠানটি ভারতীয় দর্শকদের জন্য নেটদুনিয়ায় স্ট্রিমিং হবে ৷ যেটির দায়িত্বে রয়েছে লায়নসগেট প্লে ৷

আরও পড়ুন:

1. 'লিঙ্গ-রাজনীতি থেকে মুক্তি দিন ভালোবাসাকে'; জাভেদ আখতারকে পালটা 'অ্যানম্যাল' নির্মাতাদের

2. 'আফসোসের তালিকা লম্বা হোক চাই না', ইটিভি ভারতে আবেগের ঝাঁপি উজাড় করলেন স্বস্তিকা

3. নিখোঁজ স্বামীকে খুঁজতে গিয়ে শহরে একের পর এক খুন, সত্যসন্ধানে 'ম্যাডাম সেনগুপ্ত'

Last Updated : Jan 8, 2024, 12:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.