ETV Bharat / entertainment

Celebs Married In Political Family: শুধু পরিণীতি নয়, রাজনৈতিক পরিবারের পূত্রবধূ হয়েছেন এই তারকারাও - রাজনৈতিক পরিবারের পূত্রবধূ স্বরা থেকে অদিতি অনেকেই

বাগদান সারতে চলেছেন রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়া ৷ তার আগে আসুন জেনে নেওয়া যাক আর কোন তারকারা হয়েছেন রাজনৈতিক পরিবারের পুত্রবধূ ৷

Celebs Married In Political Family
রাজনৈতিক পরিবারের পূত্রবধূ হয়েছেন অনেকেই
author img

By

Published : May 13, 2023, 8:50 PM IST

হায়দরাবাদ: আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে শনিবার বাগদান সারতে চলেছেন পরিণীতি চোপড়া ৷ গত মার্চ মাস থেকে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় এবার অবশেষে তাঁদের সম্পর্ক আরও একধাপ এগোতে চলেছে ৷ তবে এই যে প্রথমবার কোনও তারকা সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত এক পরিবারের পুত্রবধূ হতে চলেছেন তা কিন্তু নয় ৷ তালিকায় রয়েছেন স্বরা ভাস্কর, জেনেলিয়া ডিসুজা থেকে বাংলার অদিতি মুন্সী পর্যন্ত আরও অনেকেই ৷

শনিবার রাঘব-পরিণীতি বাগদান সারতে চলেছেন দিল্লির কাপুরথালা হাউসে ৷ বিকেল পাঁচটায় শুরু হতে চলেছে তাঁদের এই বিশেষ অনুষ্ঠান ৷ রাঘব-পরিণীতিকে মুম্বইতে একটি লাঞ্চ ডেটে প্রথমবার একসঙ্গে দেখা যায় ৷ তারপর থেকেই সোশালে শুরু হয় প্রবল আলোচনা ৷ এবার সেই জল্পনার অবসান হতে চলেছে কারণ নতুন পথ চলা শুরু করতে চলেছেন এই তারকা জুটি ৷

এই তালিকায় সাম্প্রতিক অতীতের আরও যে দু'টি নাম উঠে আসে তাঁরা হলেন স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ ৷ সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনের সময় তাঁদের দু'জনের প্রথম পরিচয় ৷ মিডিয়ার সামনে অবশ্য় তাঁদের সম্পর্ক নিয়ে তেমন মুখ খোলেননি কেউই ৷ বরং তাঁরা জানিয়েছিলেন তাঁরা শুধুই বেশ ভালো বন্ধু ৷ এরপর জানুয়ারিতে আদালতে বিয়ে করে সবাইকে চমকে দেন এই জুটি ।

'টারজান দ্য ওয়ান্ডার কার' দিয়ে বলিউডে পা রাখা নায়িকা আয়েশা টাকিয়াও একজন রাজনীতিবিদের পুত্রকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নেন । সমাজবাদী পার্টির নেতা আবু আজমির পুত্র ফারহান আজমির প্রেমে পড়েন আয়েশা । 2009 সালে তাঁদের দাম্পত্য জীবন শুরু হয় ৷

অন্যদিকে জেনেলিয়া ডি'সুজাও রাজনৈতিক পরিরবারের পুত্রবধূ হন ৷ জেনেলিয়া ডি'সুজাও ভারতীয় রাজনীতিবিদ বিলাসরাও দেশমুখের পুত্র রিতেশ দেশমুখের প্রেমে পড়েন ৷ বিলাসরাও দেশমুখ মহারাষ্ট্রের 14তম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ৷ 2003 সালে 'তুঝে মেরি কসম' ছবির সেটে দু'জনের প্রথম দেখা হয় । 2012 সালে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷

শুধু বলিউড নয় টলিউডেও রয়েছে এমন বেশ কয়েকটি এমন দৃষ্টান্ত ৷ সম্প্রতি নায়িকা সুদীপ্তা বন্দোপাধ্য়ায়ও রাজ্য প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সৌম্য বকসির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ মে মাসের শুরুতেই চার হাত এক হল তাঁদের ৷ বেশ কিছুদিন ধরেই তাঁদের এই সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল ৷
তালিকায় রয়েছে সুদীপ বন্দোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দোপাধ্য়ায়ের নামও ৷ টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী নয়না বর্তমান তৃণমূল নেতা সুদীপ বন্দোপাধ্যায়ের প্রেমে পড়েন ৷ তবে 1991 সালে যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তিনি ছিলেন কংগ্রেসের পরিচিত নেতা ৷

অন্যদিকে এক্ষেত্রে সামনে আসে অদিতি মুন্সীর কথাও ৷ এই পরিচিত গায়িকা বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ৷ 2018 সালে 24 জানুয়ারি তাঁর বিবাহ হয় দেবরাজ চক্রবর্তীর সঙ্গে ৷ দেবরাজ তখন ছিলেন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ৷ বর্তমানে গানের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় মুখ অদিতি ৷

আরও পড়ুন: বোনের বাগদানে হাজির প্রিয়াঙ্কা, দিল্লি বিমানবন্দরে ক্যামেরায় বন্দি হলেন পিগি চপস

হায়দরাবাদ: আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে শনিবার বাগদান সারতে চলেছেন পরিণীতি চোপড়া ৷ গত মার্চ মাস থেকে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় এবার অবশেষে তাঁদের সম্পর্ক আরও একধাপ এগোতে চলেছে ৷ তবে এই যে প্রথমবার কোনও তারকা সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত এক পরিবারের পুত্রবধূ হতে চলেছেন তা কিন্তু নয় ৷ তালিকায় রয়েছেন স্বরা ভাস্কর, জেনেলিয়া ডিসুজা থেকে বাংলার অদিতি মুন্সী পর্যন্ত আরও অনেকেই ৷

শনিবার রাঘব-পরিণীতি বাগদান সারতে চলেছেন দিল্লির কাপুরথালা হাউসে ৷ বিকেল পাঁচটায় শুরু হতে চলেছে তাঁদের এই বিশেষ অনুষ্ঠান ৷ রাঘব-পরিণীতিকে মুম্বইতে একটি লাঞ্চ ডেটে প্রথমবার একসঙ্গে দেখা যায় ৷ তারপর থেকেই সোশালে শুরু হয় প্রবল আলোচনা ৷ এবার সেই জল্পনার অবসান হতে চলেছে কারণ নতুন পথ চলা শুরু করতে চলেছেন এই তারকা জুটি ৷

এই তালিকায় সাম্প্রতিক অতীতের আরও যে দু'টি নাম উঠে আসে তাঁরা হলেন স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ ৷ সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনের সময় তাঁদের দু'জনের প্রথম পরিচয় ৷ মিডিয়ার সামনে অবশ্য় তাঁদের সম্পর্ক নিয়ে তেমন মুখ খোলেননি কেউই ৷ বরং তাঁরা জানিয়েছিলেন তাঁরা শুধুই বেশ ভালো বন্ধু ৷ এরপর জানুয়ারিতে আদালতে বিয়ে করে সবাইকে চমকে দেন এই জুটি ।

'টারজান দ্য ওয়ান্ডার কার' দিয়ে বলিউডে পা রাখা নায়িকা আয়েশা টাকিয়াও একজন রাজনীতিবিদের পুত্রকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নেন । সমাজবাদী পার্টির নেতা আবু আজমির পুত্র ফারহান আজমির প্রেমে পড়েন আয়েশা । 2009 সালে তাঁদের দাম্পত্য জীবন শুরু হয় ৷

অন্যদিকে জেনেলিয়া ডি'সুজাও রাজনৈতিক পরিরবারের পুত্রবধূ হন ৷ জেনেলিয়া ডি'সুজাও ভারতীয় রাজনীতিবিদ বিলাসরাও দেশমুখের পুত্র রিতেশ দেশমুখের প্রেমে পড়েন ৷ বিলাসরাও দেশমুখ মহারাষ্ট্রের 14তম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ৷ 2003 সালে 'তুঝে মেরি কসম' ছবির সেটে দু'জনের প্রথম দেখা হয় । 2012 সালে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷

শুধু বলিউড নয় টলিউডেও রয়েছে এমন বেশ কয়েকটি এমন দৃষ্টান্ত ৷ সম্প্রতি নায়িকা সুদীপ্তা বন্দোপাধ্য়ায়ও রাজ্য প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সৌম্য বকসির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ মে মাসের শুরুতেই চার হাত এক হল তাঁদের ৷ বেশ কিছুদিন ধরেই তাঁদের এই সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল ৷
তালিকায় রয়েছে সুদীপ বন্দোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দোপাধ্য়ায়ের নামও ৷ টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী নয়না বর্তমান তৃণমূল নেতা সুদীপ বন্দোপাধ্যায়ের প্রেমে পড়েন ৷ তবে 1991 সালে যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তিনি ছিলেন কংগ্রেসের পরিচিত নেতা ৷

অন্যদিকে এক্ষেত্রে সামনে আসে অদিতি মুন্সীর কথাও ৷ এই পরিচিত গায়িকা বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ৷ 2018 সালে 24 জানুয়ারি তাঁর বিবাহ হয় দেবরাজ চক্রবর্তীর সঙ্গে ৷ দেবরাজ তখন ছিলেন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ৷ বর্তমানে গানের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় মুখ অদিতি ৷

আরও পড়ুন: বোনের বাগদানে হাজির প্রিয়াঙ্কা, দিল্লি বিমানবন্দরে ক্যামেরায় বন্দি হলেন পিগি চপস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.