ETV Bharat / entertainment

Gaurav Chakrabarty: 'মায়া'র মাইকেল চরিত্র থেকে বাবা হওয়ার আগাম অনুভূতি, ইটিভি ভারতে মনখোলা গৌরব

7 জুলাই মুক্তি পেতে চলেছে রাজর্ষি দে পরিচালিত 'মায়া' ৷ সম্প্রতি ছবির সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন ছবির কলাকুশলীরা ৷ সেখানে একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছিলেন ছবির অন্যতম চরিত্র গৌরব চক্রবর্তী ৷

Gaurav Chakrabarty
মনখোলা আড্ডায় গৌরব চক্রবর্তী
author img

By

Published : Jun 27, 2023, 10:56 PM IST

মনখোলা আড্ডায় গৌরব চক্রবর্তী

কলকাতা, 27 জুন: 7 জুলাই প্রেক্ষাগৃহে মুক্ত পেতে চলেছে রাজর্ষি দে পরিচালিত 'মায়া' ৷ শেক্সপিয়র রচিত 'দ্য ট্রাজেডি অফ ম্যাকবেথ'-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে 'মায়া'র চিত্রনাট্য ৷ ছবিতে ম্যাকবেথের অনুকরণে মাইকেল চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। পরিচালকের তরফ থেকে আগেই জানা গিয়েছিল, মায়াতে গৌরবকে দেখা যাবে এক নয়া অবতারে যা দর্শক কখনও কল্পনা করতে পারেননি ৷

সম্প্রতি ইটিভি ভারতে সাক্ষাৎকারে অভিনেতা গৌরব জানিয়েছেন, মাইকেলের চরিত্রের জন্য অনেকটা হোমওয়ার্ক করতে হয়েছে তাঁকে ৷ ম্যাকবেথ চরিত্র নিয়ে বড় পর্দায় এই প্রথম কাজ হতে চলেছে টলিউডে। আর সেই চরিত্রেই নিজেকে দেখতে পেয়ে খুশি বেণু পুত্র। তিনি বলেন, "ম্যাকবেথ নিয়ে কাজের কথা বললে প্রথমেই মাথায় আসে প্রয়াত ইরফান খানের মকবুল ছবির কথা ৷ বাংলায় এই কাজ হয়েছে তবে ওটিটি-তে ৷ টলিউডে বড় পর্দায় সেই অর্থে প্রথমবার কাজ হচ্ছে ম্যাকবেথ নিয়ে ৷ সেখানে আবার আমি ম্যাকবেথ চরিত্রে ৷ টেনশন আছে, দর্শকদের কেমন লাগবে আবার কাজটা করে ভালোও লাগছে ৷"

পাশাপাশি, গৌরবের পরিবারে আসতে চলেছে খুদে সদস্য ৷ কেমন আছেন অন্তঃসত্ত্বা ঋদ্ধিমা? জবাবে গৌরব বলেন, "ও একদম ভালো আছে ৷ খুব ভালো সময় কাটাচ্ছি ৷ মাঝেমাঝেই এটা-ওটা খেতে চাইছে ৷ তখন বাইরে থেকে আনাই ৷ ভিড় এড়িয়ে চলছি ৷ তাই এখন পার্টি করা বন্ধ ৷ তাছাড়া মাঝে মাঝে গান শুনতে চাইলে গান শোনাই ৷"

প্রসঙ্গত, 'মায়া'-র সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিল ছবির কলাকুশলীরা ৷ ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউস দ্বারা উপস্থাপিত এবং দেবদাস বন্দ্যোপাধ্যায় ও রোহিত বন্দ্যোপাধ্যায় প্রযোজিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, তনুশ্রী চক্রবর্তী, রিচা শর্মা, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রনিতা দাশ, রাতশ্রী দত্ত, দেবলীনা কুমার, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, কমলেশ্বর মুখপাধ্যায়, রাহুল চক্রবর্তী-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: এলোকেশি সত্যবতীর চোখে চোখ সত্যান্বেষীর, দুর্গ রহস্যে ব্যোমকেশ-জায়ার প্রথম লুক সামনে আনলেন দেব

পরিচালক রাজর্ষি দে বলেন, "এটি এখনও পর্যন্ত আমার সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি ছিল ৷ আমি নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি যে আমি আমাদের সেরা অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এটি খুব ভিন্ন মাত্রা এনে দিয়েছে কাজটি ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে।" 'মায়া ' ছবির স্ক্রিপ্ট লিখেছেন এবং ইপসিতা ও রাজর্ষি দে। ছবিটির সুর করেছেন রণজয় ভট্টাচার্য এবং গেয়েছেন রূপঙ্কর, সোমলতা এবং উজান। 7 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'মায়া'।

মনখোলা আড্ডায় গৌরব চক্রবর্তী

কলকাতা, 27 জুন: 7 জুলাই প্রেক্ষাগৃহে মুক্ত পেতে চলেছে রাজর্ষি দে পরিচালিত 'মায়া' ৷ শেক্সপিয়র রচিত 'দ্য ট্রাজেডি অফ ম্যাকবেথ'-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে 'মায়া'র চিত্রনাট্য ৷ ছবিতে ম্যাকবেথের অনুকরণে মাইকেল চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। পরিচালকের তরফ থেকে আগেই জানা গিয়েছিল, মায়াতে গৌরবকে দেখা যাবে এক নয়া অবতারে যা দর্শক কখনও কল্পনা করতে পারেননি ৷

সম্প্রতি ইটিভি ভারতে সাক্ষাৎকারে অভিনেতা গৌরব জানিয়েছেন, মাইকেলের চরিত্রের জন্য অনেকটা হোমওয়ার্ক করতে হয়েছে তাঁকে ৷ ম্যাকবেথ চরিত্র নিয়ে বড় পর্দায় এই প্রথম কাজ হতে চলেছে টলিউডে। আর সেই চরিত্রেই নিজেকে দেখতে পেয়ে খুশি বেণু পুত্র। তিনি বলেন, "ম্যাকবেথ নিয়ে কাজের কথা বললে প্রথমেই মাথায় আসে প্রয়াত ইরফান খানের মকবুল ছবির কথা ৷ বাংলায় এই কাজ হয়েছে তবে ওটিটি-তে ৷ টলিউডে বড় পর্দায় সেই অর্থে প্রথমবার কাজ হচ্ছে ম্যাকবেথ নিয়ে ৷ সেখানে আবার আমি ম্যাকবেথ চরিত্রে ৷ টেনশন আছে, দর্শকদের কেমন লাগবে আবার কাজটা করে ভালোও লাগছে ৷"

পাশাপাশি, গৌরবের পরিবারে আসতে চলেছে খুদে সদস্য ৷ কেমন আছেন অন্তঃসত্ত্বা ঋদ্ধিমা? জবাবে গৌরব বলেন, "ও একদম ভালো আছে ৷ খুব ভালো সময় কাটাচ্ছি ৷ মাঝেমাঝেই এটা-ওটা খেতে চাইছে ৷ তখন বাইরে থেকে আনাই ৷ ভিড় এড়িয়ে চলছি ৷ তাই এখন পার্টি করা বন্ধ ৷ তাছাড়া মাঝে মাঝে গান শুনতে চাইলে গান শোনাই ৷"

প্রসঙ্গত, 'মায়া'-র সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিল ছবির কলাকুশলীরা ৷ ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউস দ্বারা উপস্থাপিত এবং দেবদাস বন্দ্যোপাধ্যায় ও রোহিত বন্দ্যোপাধ্যায় প্রযোজিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, তনুশ্রী চক্রবর্তী, রিচা শর্মা, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রনিতা দাশ, রাতশ্রী দত্ত, দেবলীনা কুমার, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, কমলেশ্বর মুখপাধ্যায়, রাহুল চক্রবর্তী-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: এলোকেশি সত্যবতীর চোখে চোখ সত্যান্বেষীর, দুর্গ রহস্যে ব্যোমকেশ-জায়ার প্রথম লুক সামনে আনলেন দেব

পরিচালক রাজর্ষি দে বলেন, "এটি এখনও পর্যন্ত আমার সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি ছিল ৷ আমি নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি যে আমি আমাদের সেরা অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এটি খুব ভিন্ন মাত্রা এনে দিয়েছে কাজটি ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে।" 'মায়া ' ছবির স্ক্রিপ্ট লিখেছেন এবং ইপসিতা ও রাজর্ষি দে। ছবিটির সুর করেছেন রণজয় ভট্টাচার্য এবং গেয়েছেন রূপঙ্কর, সোমলতা এবং উজান। 7 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'মায়া'।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.