ETV Bharat / entertainment

Ganesh Chaturthi 2023: মেয়ে ক্লিন ক্লারার সঙ্গে প্রথম গণেশ চতুর্থী উদযাপন রাম চরণের, ছবি শেয়ার সোশালে - রাম চরণ

গণেশ চতুর্থীতে তারকাদের পুজো কেমন কাটছে, সেই দিকে নজর থাকে অনুরাগীদের ৷ রাম চরণ ও আল্লু অর্জুন সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ছবি ৷ মেয়ে ক্লিন ক্লারার সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি নেট পাড়ায় শেয়ার করেছেন রাম চরণ ৷

Ganesh Chaturthi 2023
মেয়ের সঙ্গে প্রথম উৎসব উদযাপন রাম চরণের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 6:18 PM IST

হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর: ভারতের বিভিন্ন প্রান্তে সিদ্ধি বিনায়ক গণেশের পুজো ধুমধাম করে পালন করা হয় ৷ বিশেষ করে মুম্বই ও দক্ষিণ ভারতে এই পুজোর জনপ্রিয়তা বেশি লক্ষ্য করা যায় ৷ এই বছর অন্যরকম গণেশ চতুর্থী উদযাপন করেছেন অভিনেতা রামচরণ, চিরঞ্জীবি কণিডেলা ও আল্লু আর্জুন ৷ সেই ছবিও তাঁরা শেয়ার করেছেন সোশাল প্ল্যাটফর্মে ৷

Ganesh Chaturthi 2023
গণেশ চতুর্থী উদযাপন আল্লু অর্জুনের

'আরআরআর' খ্যাত অভিনেতা রাম চরণ কিছুদিন আগে বাবা হয়েছেন ৷ পিতৃত্বের স্বাদ দীর্ঘ বছর অপেক্ষার পর তিনি পেয়েছেন ৷ ফলে এই গণেশ চতুর্থী আর পাঁচটা দিনের থেকে অনেকটাই আলাদা এই পরিবারে ৷ রাম চরণের ছোট্ট মেয়ে ক্লিন কারা কণিডেলার প্রথম গণেশ চতুর্থী এটা ৷ তাই বেশ ধুমধাম করেই বাড়িতে উদযাপতি হয়েছে এই পুজো ৷ ছবিতে দেখা গিয়েছে ক্লিন কারা মা উপাসনার কোলে বসে পুজো দেখছে ৷ মিষ্টি সেই ছবি সামাজিক মাধ্যমে আসতেই ভাইরাল ৷

রাম চরণ ও উপাসনা তাঁদের মেয়েকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন ৷ সিদ্ধিদাতা গণেশের পুজোতে ক্লিনকে নিয়ে মেতে উঠেছেন মেগাস্টার চিরঞ্জীবি ৷ নাতনির সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায় ৷ আরআরআর অভিনেতা ক্যাপশনে লিখেছেন, "শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা সকলকে ৷ বিঘ্নহর্তার আশীর্বাদ ও কৃপা সকলের উপর পড়ুক ৷ আমি প্রার্থণা করি, প্রত্যেকের জীবনে যত সমস্যা আছে, দুঃখ আছে সব কেটে যাক ৷ সৌভাগ্য আসুক প্রত্যেক জীবনে ৷ এই বছরের পুজোটা অন্যরকম ৷ ক্লিন ক্লারার সঙ্গে প্রথম গণেশ চতুর্থী উদযাপন করছি ৷ আসলে ক্লিন ক্লারার সঙ্গে প্রথম উৎসব উদযাপন করছি ৷"

ছবিতে দেখা গিয়েছে, উপাসনা হলুদ শাড়ি পড়ে একটা চেয়ারে বসে আছেন ৷ কোলে ছোট্ট মেয়ে ক্লিন ৷ রাম পরেছিলেন কালো রঙের পোশাক ৷ মিষ্টি ক্লিনকেও পড়ানো হয়েছে হলুদ রঙের পোশাক ৷ পাশাপাশি, ছবিতে পরিবার ও বন্ধুদেরকে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন: পুত্র সন্তানের নাম প্রকাশ্যে আনলেন গৌরব ও ঋধিমা, শুভেচ্ছা নুসরত-স্বস্তিকার

রাম চরণের পাশাপাশি, 'পুষ্পা' স্টার আল্লু অর্জুনও মেতে উঠেছেন গণেশ চতুর্থী উৎসবে ৷ সামাজিক মাধ্যমে সেই ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেতা ৷ জানিয়েছেন গণেশ চতুর্থীর শুভেচ্ছা ৷

হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর: ভারতের বিভিন্ন প্রান্তে সিদ্ধি বিনায়ক গণেশের পুজো ধুমধাম করে পালন করা হয় ৷ বিশেষ করে মুম্বই ও দক্ষিণ ভারতে এই পুজোর জনপ্রিয়তা বেশি লক্ষ্য করা যায় ৷ এই বছর অন্যরকম গণেশ চতুর্থী উদযাপন করেছেন অভিনেতা রামচরণ, চিরঞ্জীবি কণিডেলা ও আল্লু আর্জুন ৷ সেই ছবিও তাঁরা শেয়ার করেছেন সোশাল প্ল্যাটফর্মে ৷

Ganesh Chaturthi 2023
গণেশ চতুর্থী উদযাপন আল্লু অর্জুনের

'আরআরআর' খ্যাত অভিনেতা রাম চরণ কিছুদিন আগে বাবা হয়েছেন ৷ পিতৃত্বের স্বাদ দীর্ঘ বছর অপেক্ষার পর তিনি পেয়েছেন ৷ ফলে এই গণেশ চতুর্থী আর পাঁচটা দিনের থেকে অনেকটাই আলাদা এই পরিবারে ৷ রাম চরণের ছোট্ট মেয়ে ক্লিন কারা কণিডেলার প্রথম গণেশ চতুর্থী এটা ৷ তাই বেশ ধুমধাম করেই বাড়িতে উদযাপতি হয়েছে এই পুজো ৷ ছবিতে দেখা গিয়েছে ক্লিন কারা মা উপাসনার কোলে বসে পুজো দেখছে ৷ মিষ্টি সেই ছবি সামাজিক মাধ্যমে আসতেই ভাইরাল ৷

রাম চরণ ও উপাসনা তাঁদের মেয়েকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন ৷ সিদ্ধিদাতা গণেশের পুজোতে ক্লিনকে নিয়ে মেতে উঠেছেন মেগাস্টার চিরঞ্জীবি ৷ নাতনির সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায় ৷ আরআরআর অভিনেতা ক্যাপশনে লিখেছেন, "শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা সকলকে ৷ বিঘ্নহর্তার আশীর্বাদ ও কৃপা সকলের উপর পড়ুক ৷ আমি প্রার্থণা করি, প্রত্যেকের জীবনে যত সমস্যা আছে, দুঃখ আছে সব কেটে যাক ৷ সৌভাগ্য আসুক প্রত্যেক জীবনে ৷ এই বছরের পুজোটা অন্যরকম ৷ ক্লিন ক্লারার সঙ্গে প্রথম গণেশ চতুর্থী উদযাপন করছি ৷ আসলে ক্লিন ক্লারার সঙ্গে প্রথম উৎসব উদযাপন করছি ৷"

ছবিতে দেখা গিয়েছে, উপাসনা হলুদ শাড়ি পড়ে একটা চেয়ারে বসে আছেন ৷ কোলে ছোট্ট মেয়ে ক্লিন ৷ রাম পরেছিলেন কালো রঙের পোশাক ৷ মিষ্টি ক্লিনকেও পড়ানো হয়েছে হলুদ রঙের পোশাক ৷ পাশাপাশি, ছবিতে পরিবার ও বন্ধুদেরকে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন: পুত্র সন্তানের নাম প্রকাশ্যে আনলেন গৌরব ও ঋধিমা, শুভেচ্ছা নুসরত-স্বস্তিকার

রাম চরণের পাশাপাশি, 'পুষ্পা' স্টার আল্লু অর্জুনও মেতে উঠেছেন গণেশ চতুর্থী উৎসবে ৷ সামাজিক মাধ্যমে সেই ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেতা ৷ জানিয়েছেন গণেশ চতুর্থীর শুভেচ্ছা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.