হায়দরাবাদ, 18 অক্টোবর: 2070 সালের প্রেক্ষাপটে তৈরি এই ছবি অ্যাকশনে ভরপুর হতে চলেছে তা টিজারেই স্পষ্ট হয়েছে। বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে রয়েছেন টাইগার শ্রফ, কৃতী শ্যানন ও অমিতাভ বচ্চন। আর দু'দিনের অপেক্ষা ৷ ব্যস! দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন রুপোলি পর্দায় মুক্তি পেতে চলেছে গণপথ ৷ আর তার আগে ছবির নির্মাতারা দর্শকদের সামনে নিয়ে এলেন এক উত্তেজনাপূর্ণ প্রোমো ৷ ছবির হিরো টাইগার শ্রফ নিজেই আজ, বুধবার সোশাল মিডিয়ায় এই প্রোমো শেয়ার করেছেন ৷
এই ছবির হাত ধরে ভারতীয় সিনে দুনিয়ায় এক নতুন যুগের সূচনা হতে চলেছে? নির্মাতাদের ইঙ্গিত অন্তত তেমনই। বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে থাকবে ভরপুর অ্যাকশন, তৈরি হবে ভবিষ্যতের প্রেক্ষাপটে ৷ এর আগে গণপথ ছবির রোমাঞ্চকর টিজার, আকর্ষণীয় গান এবং বিস্ফোরক ট্রেলার প্রকাশ পাওয়ার পর এক সাড়া ফেলে দিয়েছে। আর তার আগে এই প্রোমো যে আবারও সাড়া ফেলবে তা মনে করছেন ছবির নির্মাতারা ৷ এক্স (টুইটার)-এ ছবির টাইগার শ্রফ লিখেছেন, "গণপথের বিশ্ব, যা আপনি আগে কখনও দেখেননি ৷ যা এমন কিছুর থেকে আলাদা। আপনি কি পা রাখতে প্রস্তুত? অগ্রিম বুকিং করা যাচ্ছে ৷ এখনই বুক করুন।"
-
The world of #Ganapath is unlike anything you've ever seen before. Are you ready to step in?
— Tiger Shroff (@iTIGERSHROFF) October 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Advance Bookings Open. Book now. https://t.co/Zb7HuV31zW#Ganapath , in cinemas this Friday.@SrBachchan @vashubhagnani @iTIGERSHROFF @kritisanon @jackkybhagnani #VikasBahl… pic.twitter.com/46Saz8rDeB
">The world of #Ganapath is unlike anything you've ever seen before. Are you ready to step in?
— Tiger Shroff (@iTIGERSHROFF) October 18, 2023
Advance Bookings Open. Book now. https://t.co/Zb7HuV31zW#Ganapath , in cinemas this Friday.@SrBachchan @vashubhagnani @iTIGERSHROFF @kritisanon @jackkybhagnani #VikasBahl… pic.twitter.com/46Saz8rDeBThe world of #Ganapath is unlike anything you've ever seen before. Are you ready to step in?
— Tiger Shroff (@iTIGERSHROFF) October 18, 2023
Advance Bookings Open. Book now. https://t.co/Zb7HuV31zW#Ganapath , in cinemas this Friday.@SrBachchan @vashubhagnani @iTIGERSHROFF @kritisanon @jackkybhagnani #VikasBahl… pic.twitter.com/46Saz8rDeB
এই প্রোমো ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে ৷ প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেনের মন্তব্য, "ভাইইইইই কী একটা প্রোমো!" আরেকজন মন্তব্য করেছেন, "প্রথম দিনের প্রথম শো কনফার্ম।" একজন ভক্ত লিখেছেন, "বাঘ দেখতে দারুণ।" 20 অক্টোবর অর্থাৎ মহাষষ্ঠীর দিন বক্স অফিসে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি। পুজা এন্টারটেইনমেন্ট এবং গুড কো-র যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি। বক্স অফিসে কঙ্গনার তেজাস এবং যশ-দিব্যার 'ইয়ারিয়াঁ 2'-এর মুখোমুখি হবে এই ফিল্ম। সুতরাং পুজোয় বাংলা ছবির ভিড়ে, তিন ধামেকেদার হিন্দি ছবিও আসছে। যার অন্যতম আকর্ষণ গণপথ। বক্স অফিসের টক্করে কে জিতবে সেটাই এখন দেখার!
আরও পড়ুন: জুনিয়র এনটিআর হৃতিক রোশনের 'ওয়ার 2' ছবির শুটিং শুরু! ভাইরাল ছবি ঘিরে জল্পনা