ETV Bharat / entertainment

Gadar 2 Vs Bahubali 2: এক মাসের আয়ে 'বাহুবলী 2' পিছনে ফেলল সানির 'গদর 2', সামনে শুধুই 'পাঠান'

Gadar 2 One Month Collection: একমাসের বক্স অফিস আয়ের নিরিখে 'বাহুবলী 2' ছবিকেও পিছনে ফেলে দিতে পারে সানির 'গদর 2' ৷ 30তম দিন মিলিয়ে এই ছবির মোট আয় দাঁড়াতে পারে 511.10 কোটি টাকা ৷ যা ভারতীয় বক্সঅফিসে সফল হিন্দি ছবিগুলির ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ ৷

Gadar 2 Vs Bahubali 2
বাহুবলী 2 কে পিছনে ফেলল গদর 2
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 9:25 PM IST

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: প্রায় দু'দশক পর 'গদর 2' ছবির হাত ধরে বলিউডে ঠিকঠাকভাবে কামব্যাক করলেন সানি দেওল ৷ এর মাঝে একটি দু'টি ছবিতে তাঁকে দেখা গিয়েছিল বটে তবে সেই পুরোনো উন্মাদনা জাগিয়ে তুলতে পারেননি অভিনেতা ৷ কিন্তু 'গদর 2' ছবিতে আবার সেই পুরোনো সানি দেওলকেই ফিরে পেয়েছেন অনুরাগীরা ৷ যার জেরে প্রথম থেকেই দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই ছবিকে ৷ ইতিমধ্য়েই ভারতে 500 কোটিরও বেশি আয় করে ফেলেছ এই ছবি ৷ আর এবার 'বাহুবলী 2'-এর মতো ছবিকেও পিছনে ফেলে দেওয়ার সুযোগ এসে গেল সানি দেওলের কাছে ৷

'গদর 2'-এর এক মাসের বক্স অফিসের আয়ের হিসাব দেখলে রাজামৌলির বিখ্যাত 'বাহুবলী 2' ছবিও পিছিয়ে পড়তে চলেছে ৷ 'বাহুবলী 2' ছবির হিন্দি ভার্সান 510.99 কোটি টাকার ব্যবসা করেছিল সারা ভারতে ৷ অন্যদিকে 29তম দিনের হিসাব অনুযায়ী সানির ছবির আয় ছিল 510.90 কোটি টাকা ৷ 30তম দিনের আর্লি এস্টিমেট বলছে শনিবার এই ছবি ঘরে তুলতে পারে আরও প্রায় 1.20 কোটি টাকা ৷ যার জেরে এখন 'গদর 2' ছবির মোট সংগ্রহ দাঁড়াতে পারে 511.10 কোটি টাকায় ৷

বিশ্লেষকদের অনুমান সত্যি হলে হিন্দি ভাষার ছবি হিসাবে ভারতীয় বক্স অফিসে সবচেয়ে সফল ছবির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবে 'গদর 2' ৷ এই তালিকায় এই মুহূর্তে প্রথম স্থানে রয়েছে 'পাঠান' ৷ শাহরুখের এই ছবি ভারতীয় বক্স অফিসে আয় করেছিল 525 কোটি টাকা ৷ যদিও এই রেকর্ড ভাঙা সানির পক্ষে সহজ হবে না ৷

আরও পড়ুন: 3 দিনেই 200 কোটির ক্লাবে কড়া নাড়ছেন 'জওয়ান' শাহরুখ

প্রথমত, এই মুহূর্তে 'গদর 2' নিয়ে তৈরি উৎসাহে অনেকটা ভাটা পড়েছে ৷ অন্যদিকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে শাহরুখের 'জওয়ান' ৷ আর সেই ছবিও রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে ৷ আর তাই এই ঝড় সানি-আমিশা খুব একটা সামাল দিতে পারবেন বলে মনে হয় না ৷

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: প্রায় দু'দশক পর 'গদর 2' ছবির হাত ধরে বলিউডে ঠিকঠাকভাবে কামব্যাক করলেন সানি দেওল ৷ এর মাঝে একটি দু'টি ছবিতে তাঁকে দেখা গিয়েছিল বটে তবে সেই পুরোনো উন্মাদনা জাগিয়ে তুলতে পারেননি অভিনেতা ৷ কিন্তু 'গদর 2' ছবিতে আবার সেই পুরোনো সানি দেওলকেই ফিরে পেয়েছেন অনুরাগীরা ৷ যার জেরে প্রথম থেকেই দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই ছবিকে ৷ ইতিমধ্য়েই ভারতে 500 কোটিরও বেশি আয় করে ফেলেছ এই ছবি ৷ আর এবার 'বাহুবলী 2'-এর মতো ছবিকেও পিছনে ফেলে দেওয়ার সুযোগ এসে গেল সানি দেওলের কাছে ৷

'গদর 2'-এর এক মাসের বক্স অফিসের আয়ের হিসাব দেখলে রাজামৌলির বিখ্যাত 'বাহুবলী 2' ছবিও পিছিয়ে পড়তে চলেছে ৷ 'বাহুবলী 2' ছবির হিন্দি ভার্সান 510.99 কোটি টাকার ব্যবসা করেছিল সারা ভারতে ৷ অন্যদিকে 29তম দিনের হিসাব অনুযায়ী সানির ছবির আয় ছিল 510.90 কোটি টাকা ৷ 30তম দিনের আর্লি এস্টিমেট বলছে শনিবার এই ছবি ঘরে তুলতে পারে আরও প্রায় 1.20 কোটি টাকা ৷ যার জেরে এখন 'গদর 2' ছবির মোট সংগ্রহ দাঁড়াতে পারে 511.10 কোটি টাকায় ৷

বিশ্লেষকদের অনুমান সত্যি হলে হিন্দি ভাষার ছবি হিসাবে ভারতীয় বক্স অফিসে সবচেয়ে সফল ছবির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবে 'গদর 2' ৷ এই তালিকায় এই মুহূর্তে প্রথম স্থানে রয়েছে 'পাঠান' ৷ শাহরুখের এই ছবি ভারতীয় বক্স অফিসে আয় করেছিল 525 কোটি টাকা ৷ যদিও এই রেকর্ড ভাঙা সানির পক্ষে সহজ হবে না ৷

আরও পড়ুন: 3 দিনেই 200 কোটির ক্লাবে কড়া নাড়ছেন 'জওয়ান' শাহরুখ

প্রথমত, এই মুহূর্তে 'গদর 2' নিয়ে তৈরি উৎসাহে অনেকটা ভাটা পড়েছে ৷ অন্যদিকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে শাহরুখের 'জওয়ান' ৷ আর সেই ছবিও রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে ৷ আর তাই এই ঝড় সানি-আমিশা খুব একটা সামাল দিতে পারবেন বলে মনে হয় না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.