ETV Bharat / entertainment

Gadar 2 vs OMG 2 BO Collection: সানি-আমিশার 'গদর 2' ছবির কাছে প্রথম দিনেই পিছিয়ে অক্ষয়ের 'ও মাই গড 2'

প্রথম দিনে অক্ষয়ের 'ও মাই গড 2' ছবিকে পিছনে ফেলে দিল সানি-আমিশার 'গদর 2' ৷ প্রথম দিনেই বাজেটের বেশ বড় অঙ্কের টাকা ঘরে তুলে ফেলল অনিল শর্মার ছবি ৷

Pic Akshay Sunny Instagram
ও মাই গড 2 বনাম গদর 2 কে রইল এগিয়ে
author img

By

Published : Aug 12, 2023, 12:02 PM IST

Updated : Aug 12, 2023, 1:02 PM IST

হায়দরাবাদ, 12 অগস্ট: স্বাধীনতা দিবসকে মাথায় রেখেই 11 অগস্ট মুক্তি পেয়েছে 'গদর 2' এবং 'ওএমজি 2' ৷ দুু'টি ছবি অবশ্য় একেবারেই ভিন্ন ঘরানার ৷ একদিকে 'গদর 2' যেখানে দেশপ্রেম এবং রোম্যান্স আর অন্যদিকে 'ওএমজি 2' যৌন শিক্ষাকে গুরুত্ব নিয়ে ৷ অনুরাগী এবং সমালোচকদের কাছে দু'টি ছবিই অবশ্য় বেশ প্রশংসা কুড়িয়েছে ৷ কিন্তু প্রথম দিনের সম্মুখ সমরে সানি দেওল-আমিশা প্যাটেলের ছবির কাছে অনেকটাই পিছিয়ে রইল অক্ষয় কুমারের 'ও মাই গড 2' ৷
অনিল শর্মা এবার তাঁর ছবির বিষয় হিসাবে বেছে নিয়েছেন 1971 সালের ইন্দো-পাক যুদ্ধকে ৷ তারা সিং এবং সাকিনার প্রেম নিয়ে গড়ে উঠেছিল আগের ছবিটি ৷ এবার তারা সিংকে পাকিস্তানে যেতে হয় তার সন্তান চরণজিৎ সিংকে উদ্ধার করতে ৷ পাক আর্মির হাতে বন্দি তাঁর সন্তান ৷ তাঁকেই উদ্ধার করতে তারার এই সফর ৷ প্রথম দিনে বক্স অফিসে কত আয় করল এই ছবি ৷ প্রথম দিনের হিসাব বলছে ইতিমধ্য়েই 40 কোটি টাকা ঘরে তুলে ফেলেছে এই ছবি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অন্য়দিকে অমিত রাই পরিচালিত 'ও মাই গড 2' ছবিতে দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠি বা পর্দার কান্তি শরণ মুদগলের লড়াই ৷ তিনি আওয়াজ তুলেছেন শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে ৷ সোচ্চার হয়েছেন ছেলের সুবিচারের জন্য় ৷ প্রথম দিনে ছবিটি বক্স অফিসে আয় করেছে 9 কোটি টাকা ৷ একথা ঠিক যে সানির ছবির তুলনায় কিছুটা পিছিয়ে থেকেই শুরু করল অক্ষয়ের ছবি ৷ তবে এই ছবির মৌখিক প্রচারও বেশ ভালো ৷ তাই ধরে নেওয়াই যায় আগামীতে হয়তো বড় সড় কামব্যাক করবে 'ও মাই গড 2' ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: ডায়েট চার্টকে ছুটি, কেক কেটে জন্মদিন পালনে মাতলেন সায়ন্তিকা

বাজেট সংক্রান্ত হিসাব দেখতে হলে সেখানেও অক্ষয়ের ছবির বাজেট অনেকটাই বেশি ৷ প্রায় 150 কোটির বাজেটে তৈরি হয়েছে এই ছবি ৷ অন্য়দিকে সানি-আমিশার এই ছবির বাজেট 100 কোটি ৷ বিভিন্ন রিপোর্টের দাবি তেমনটাই ৷ তাই অনিল শর্মার এই ছবি যে খুব সহজেই বাজেটের টাকা ঘরে তুলে নিতে পারে তা বলাই বাহুল্য ৷

হায়দরাবাদ, 12 অগস্ট: স্বাধীনতা দিবসকে মাথায় রেখেই 11 অগস্ট মুক্তি পেয়েছে 'গদর 2' এবং 'ওএমজি 2' ৷ দুু'টি ছবি অবশ্য় একেবারেই ভিন্ন ঘরানার ৷ একদিকে 'গদর 2' যেখানে দেশপ্রেম এবং রোম্যান্স আর অন্যদিকে 'ওএমজি 2' যৌন শিক্ষাকে গুরুত্ব নিয়ে ৷ অনুরাগী এবং সমালোচকদের কাছে দু'টি ছবিই অবশ্য় বেশ প্রশংসা কুড়িয়েছে ৷ কিন্তু প্রথম দিনের সম্মুখ সমরে সানি দেওল-আমিশা প্যাটেলের ছবির কাছে অনেকটাই পিছিয়ে রইল অক্ষয় কুমারের 'ও মাই গড 2' ৷
অনিল শর্মা এবার তাঁর ছবির বিষয় হিসাবে বেছে নিয়েছেন 1971 সালের ইন্দো-পাক যুদ্ধকে ৷ তারা সিং এবং সাকিনার প্রেম নিয়ে গড়ে উঠেছিল আগের ছবিটি ৷ এবার তারা সিংকে পাকিস্তানে যেতে হয় তার সন্তান চরণজিৎ সিংকে উদ্ধার করতে ৷ পাক আর্মির হাতে বন্দি তাঁর সন্তান ৷ তাঁকেই উদ্ধার করতে তারার এই সফর ৷ প্রথম দিনে বক্স অফিসে কত আয় করল এই ছবি ৷ প্রথম দিনের হিসাব বলছে ইতিমধ্য়েই 40 কোটি টাকা ঘরে তুলে ফেলেছে এই ছবি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অন্য়দিকে অমিত রাই পরিচালিত 'ও মাই গড 2' ছবিতে দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠি বা পর্দার কান্তি শরণ মুদগলের লড়াই ৷ তিনি আওয়াজ তুলেছেন শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে ৷ সোচ্চার হয়েছেন ছেলের সুবিচারের জন্য় ৷ প্রথম দিনে ছবিটি বক্স অফিসে আয় করেছে 9 কোটি টাকা ৷ একথা ঠিক যে সানির ছবির তুলনায় কিছুটা পিছিয়ে থেকেই শুরু করল অক্ষয়ের ছবি ৷ তবে এই ছবির মৌখিক প্রচারও বেশ ভালো ৷ তাই ধরে নেওয়াই যায় আগামীতে হয়তো বড় সড় কামব্যাক করবে 'ও মাই গড 2' ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: ডায়েট চার্টকে ছুটি, কেক কেটে জন্মদিন পালনে মাতলেন সায়ন্তিকা

বাজেট সংক্রান্ত হিসাব দেখতে হলে সেখানেও অক্ষয়ের ছবির বাজেট অনেকটাই বেশি ৷ প্রায় 150 কোটির বাজেটে তৈরি হয়েছে এই ছবি ৷ অন্য়দিকে সানি-আমিশার এই ছবির বাজেট 100 কোটি ৷ বিভিন্ন রিপোর্টের দাবি তেমনটাই ৷ তাই অনিল শর্মার এই ছবি যে খুব সহজেই বাজেটের টাকা ঘরে তুলে নিতে পারে তা বলাই বাহুল্য ৷

Last Updated : Aug 12, 2023, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.