ETV Bharat / entertainment

Gadar 2 Advance Ticket Booking: সিঙ্গল স্ক্রিনে অগ্রিম বুকিংয়ে পাঠান'কেও ছাপিয়ে গেল সানির গদর 2 - পাঠানকেও ছাপিয়ে গেল সানির গদর 2

সিঙ্গেল স্ক্রিনে টিকিট বিক্রির নিরিখে 'পাঠান'-কেও ছাপিয়ে গিয়েছে সানির 'গদর 2' ৷ এমনই দাবি করলেন ফ্লিম ট্রেড অ্যানালিস্টরা ৷

Pic Courtesy SRK And Sunny Deol
সিঙ্গেল স্ক্রিনে শাহরুখের পাঠানকেও ছাপিয়ে গেল গদর 2
author img

By

Published : Aug 9, 2023, 5:58 PM IST

হায়দরাবাদ, 9 অগস্ট: বাকি আর মাত্র দু'টো দিন ৷ তারপরেই বক্স অফিসে শুরু হতে চলেছে এক মহাযুদ্ধ ৷ যুদ্ধক্ষেত্রের একদিকে সানি দেওল-আমিশা প্যাটেলের 'গদর 2' আর অন্য়দিকে রয়েছে অক্ষয় কুমারের 'ও মাই গড 2' ৷ তবে 11 অগস্ট মুক্তির আগে থেকেই সানির 'গদর 2' বেশ ভালো আশা জাগাচ্ছে ৷ এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ের যে হিসাব সামনে এসেছে তাতে বেশকিছু ক্ষেত্রে তো 'পাঠান'-এর থেকেও এগিয়ে রয়েছে এই ছবি ৷

বিশেষত 'হিন্দি হার্ট ল্যান্ড' বা উত্তর ভারতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে 'গদর 2' ছবির টিকিট ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ যে পরিসংখ্যান শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে প্রায় 1.3 লক্ষ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷ অর্থাৎ উত্তর ভারতে 'গদর 2' ছবি যে প্রথম দিনে বেশ ভালোই আয় করতে চলেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তরণ আদর্শ যে পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা যাচ্ছে শুধু ন্যাশানাল চেইনের হিসাবেও পিভিআরে 45200, আইনক্সে 36100 এবং সিনেপলিসে 24000 টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷

এর থেকেই বোঝা যায় দু'দশক পরেও গদর নিয়ে আগ্রহে এতটুকু ভাটা পড়েনি ৷ তারা-সাকিনার কাহিনি সেই দিনও যে আবেগ তৈরি করেছিল পরবর্তী পর্ব নিয়েও ঠিক ততটাই আবেগ রয়েছে অনুরাগীদের মধ্যে ৷ অনিল শর্মা পরিচালিত এই ছবি বি এবং সি টায়ার সিঙ্গল স্ক্রিনের বুকিংয়ের ক্ষেত্রে তো 'পাঠান'কেও ছাপিয়ে গিয়েছে ৷ ফিল্ম ট্রেড অ্যানালিস্ট সুমিত কাদেলও জানিয়েছেন সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে 'পাঠান'কে পিছনে ফেলে দিয়েছে এই ছবি ৷

  • #Gadar2 advance booking status at *national chains*… Note: DAY 1 biz…
    ⭐️ #PVR: 45,200
    ⭐️ #INOX: 36,100
    ⭐️ #Cinepolis: 24,000
    ⭐️ Total: 1,05,300 tickets sold
    NOTE: Advance ticket sales are fantastic in mass circuits and single screen properties. pic.twitter.com/FeP3JwVHZE

    — taran adarsh (@taran_adarsh) August 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মুক্তি পেল যশের প্রথম বলিউডি ছবির পোস্টার, আসছে 'ইয়ারিয়াঁ 2' এর টিজার

নয়ের দশকের নস্টালজিয়া যে আবেগের বাঁধ ভেঙে দিয়েছে তা বলাই বাহুল্য ৷ ঠিক এই কারণেই 'ম্যায় নিকলা গাড্ডি লেকে', 'উড যা কালে কাওয়া'-র মতো গানগুলিকে পুনরায় ব্যবহার করেছেন নির্মাতারা ৷ বলাই বাহুল্য তাঁদের এই কৌশল কাজে দিয়েছে ৷ এবার অন্য়দিকে 'ওএমজি 2' কেমন ফল করে তার দিকে নিশ্চয়ই লক্ষ্য থাকবে অনুরাগীদের ৷

হায়দরাবাদ, 9 অগস্ট: বাকি আর মাত্র দু'টো দিন ৷ তারপরেই বক্স অফিসে শুরু হতে চলেছে এক মহাযুদ্ধ ৷ যুদ্ধক্ষেত্রের একদিকে সানি দেওল-আমিশা প্যাটেলের 'গদর 2' আর অন্য়দিকে রয়েছে অক্ষয় কুমারের 'ও মাই গড 2' ৷ তবে 11 অগস্ট মুক্তির আগে থেকেই সানির 'গদর 2' বেশ ভালো আশা জাগাচ্ছে ৷ এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ের যে হিসাব সামনে এসেছে তাতে বেশকিছু ক্ষেত্রে তো 'পাঠান'-এর থেকেও এগিয়ে রয়েছে এই ছবি ৷

বিশেষত 'হিন্দি হার্ট ল্যান্ড' বা উত্তর ভারতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে 'গদর 2' ছবির টিকিট ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ যে পরিসংখ্যান শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে প্রায় 1.3 লক্ষ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷ অর্থাৎ উত্তর ভারতে 'গদর 2' ছবি যে প্রথম দিনে বেশ ভালোই আয় করতে চলেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তরণ আদর্শ যে পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা যাচ্ছে শুধু ন্যাশানাল চেইনের হিসাবেও পিভিআরে 45200, আইনক্সে 36100 এবং সিনেপলিসে 24000 টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷

এর থেকেই বোঝা যায় দু'দশক পরেও গদর নিয়ে আগ্রহে এতটুকু ভাটা পড়েনি ৷ তারা-সাকিনার কাহিনি সেই দিনও যে আবেগ তৈরি করেছিল পরবর্তী পর্ব নিয়েও ঠিক ততটাই আবেগ রয়েছে অনুরাগীদের মধ্যে ৷ অনিল শর্মা পরিচালিত এই ছবি বি এবং সি টায়ার সিঙ্গল স্ক্রিনের বুকিংয়ের ক্ষেত্রে তো 'পাঠান'কেও ছাপিয়ে গিয়েছে ৷ ফিল্ম ট্রেড অ্যানালিস্ট সুমিত কাদেলও জানিয়েছেন সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে 'পাঠান'কে পিছনে ফেলে দিয়েছে এই ছবি ৷

  • #Gadar2 advance booking status at *national chains*… Note: DAY 1 biz…
    ⭐️ #PVR: 45,200
    ⭐️ #INOX: 36,100
    ⭐️ #Cinepolis: 24,000
    ⭐️ Total: 1,05,300 tickets sold
    NOTE: Advance ticket sales are fantastic in mass circuits and single screen properties. pic.twitter.com/FeP3JwVHZE

    — taran adarsh (@taran_adarsh) August 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মুক্তি পেল যশের প্রথম বলিউডি ছবির পোস্টার, আসছে 'ইয়ারিয়াঁ 2' এর টিজার

নয়ের দশকের নস্টালজিয়া যে আবেগের বাঁধ ভেঙে দিয়েছে তা বলাই বাহুল্য ৷ ঠিক এই কারণেই 'ম্যায় নিকলা গাড্ডি লেকে', 'উড যা কালে কাওয়া'-র মতো গানগুলিকে পুনরায় ব্যবহার করেছেন নির্মাতারা ৷ বলাই বাহুল্য তাঁদের এই কৌশল কাজে দিয়েছে ৷ এবার অন্য়দিকে 'ওএমজি 2' কেমন ফল করে তার দিকে নিশ্চয়ই লক্ষ্য থাকবে অনুরাগীদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.