হায়দরাবাদ, 22 অগস্ট: সানি দেওল-আমিশা প্যাটেলের 'গদর 2' ছবি ছুঁয়ে ফেলল আরও একটি নতুন মাইলফলক ৷ একাদশ দিনে বক্স অফিসে 13 কোটির কিছু বেশি আয় করে 400 কোটি ক্লাবের একেবারে দোড়গোড়ায় পৌঁছে গিয়েছিল এই ছবি ৷ দ্বাদশ দিনের হিসাব (আর্লি এস্টিমেট) বলছে শুধুমাত্র ভারতে এই ছবির আয় 400 কোটি ছাড়িয়ে যেতে পারে ৷ শুধু তাই নয় এরইসঙ্গে ভারতীয় সিনেমার ইতিহাসে এক বিশেষ মাইলফলক স্থাপন করতে চলেছে এই ছবি ৷ সিনেমার ইতিহাসে 'গদর 2' হল চতুর্থ হিন্দি ছবি যা ভারতে 400 কোটির বেশি আয় করার পথে ৷
অনিল শর্মার এই ছবির সঙ্গে তালিকায় রয়েছে আর কোন ছবি? স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্ট বলছে ভারতের বক্স অফিসে আর যে তিনটি ছবি এই মাইল ফলক ছুঁতে পেরেছে সেগুলি হল 'পাঠান', 'বাহুবলী 2' এবং 'কেজিএফ 2' ৷ তিনটি ছবিই আদতে অ্যাকশন এন্টারটেইনার ৷ সুপারস্টার শাহরুখ খান, প্রভাস এবং যশের থেকে ঠিক কতটা দূরে সানির ছবি ৷ আসুন দেখে নেওয়া যাক পরিসংখ্যান ৷
স্যাকনিল্ক-এর অনুমান বলছে মঙ্গলবার 11 কোটির কিছু বেশি আয় করে 'গদর 2' ঢুকে পড়তে পারে 400 কোটি ক্লাবে ৷ সেক্ষেত্রে ভারতে হিন্দি ভাষার ছবি হিসাবে 400 কোটির বেশি আয় করা ছবির তালিকা দেখতে হলে প্রথম স্থানে রয়েছে 'পাঠান' ৷ সারা ভারতে হিন্দি ভাষার ছবি হিসাবে শাহরুখ পিছনে ফেলেছিলেন প্রভাসকেও ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি আয় করেছিল 524.53 কোটি ৷
আরও পড়ুন: 'বয়সে ছোট হলেও সবসময় যোগীদের পা ছুঁই, এটাই আমার রীতি', আদিত্যনাথকে প্রণাম বিতর্কে সরব রজনী
শুধুমাত্র হিন্দি ভার্সানের ব্যবসার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাসের 'বাহুবলী 2' ৷ ভারতে প্রভাস-রাজামৌলি জুটির এই ছবিটির (হিন্দি ভার্সন) আয় ছিল 510.99 কোটি ৷ হিন্দি ভার্সনের আয়ের ক্ষেত্রে 435.33 কোটির ব্যবসা করে তৃতীয় স্থানে রয়েছে যশের 'কেজিএফ 2' ৷ এবার চতুর্থ স্থানে জায়গা করে নিল 'গদর 2' ৷ যদিও সানি দেওল, আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মাদের এই ছবি এখনও হলে বেশ দাপটের সঙ্গেই চলেছে ৷ তাই আগামীতে শাহরুখ খানকে তিনি টক্কর দিতে পারেন কি না, সেটাই দেখার ৷