ETV Bharat / entertainment

Gadar 2 In 300 cr Club: শাহরুখের পাঠানি রেকর্ড অক্ষুন্ন, দ্বিতীয় দ্রুততম হিন্দি ছবি হিসাবে 300 কোটির ক্লাবে 'গদর 2' - Gadar 2 In 300 cr Club

Sunny New Film: দ্বিতীয় দ্রুততম হিন্দি ছবি হিসাবে ভারতে 300 কোটি আয় করল 'গদর 2' ৷ 300 কোটির ক্লাবে ঢুকতে সানি দেওল-আমিশা প্যাটেলের এই ছবির সময় লাগল 8 দিন ৷

Pic Sunny SRK Instagram
300 কোটির ক্লাবে সানি আমিশার গদর 2
author img

By

Published : Aug 19, 2023, 1:43 PM IST

হায়দরাবাদ, 19 অগস্ট: বক্স অফিসে অব্যাহত 'গদর 2' ছবির জয়যাত্রা ৷ সানি-আমিশার কেমিস্ট্রি আর দেশপ্রেমের টুইস্ট মিলিয়ে ফের একবার সুপারহিট অনিল শর্মার ফর্মুলা ৷ উৎকর্ষ শর্মা এবং সিমরত কৌররাও অবশ্য় বেশ ভালো সঙ্গ দিয়েছেন ৷ এবার 300 কোটির ক্লাবে ঢুকে পড়ল এই ছবি ৷ 'পাঠান'-এর রেকর্ড ভাঙতে না পারেনি সানির ছবি ৷ তবে 'বাহুবলী 2' এবং 'কেজিএফ 2' ছবির হিন্দি ভার্সানকে পিছনে ফেলে দিয়েছে 'গদর 2' ৷ আর সেই সূত্র ধরেই, সবচেয়ে দ্রুত 300 কোটি আয় করা হিন্দি ছবির তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে এই ছবি ৷

বলিউডের বেতাজ বাদশাহ অবশ্য় তার আসন ধরে রাখলেন এবারও ৷ মাত্র 6 দিনে ভারতে 300 কোটির মাইলস্টোন ছুঁয়েছিল শাহরুখের এই কামব্যাক থ্রিলার ৷ সেই ক্ষেত্রে দু'দিন বেশি সময় নিয়ে ফেলল 'গদর 2' ৷ অনিল শর্মার ছবিটি দেশের মাটিতে 300 কোটির ব্যবসা দিতে সময় নিল 8 দিন ৷ দক্ষিণি ভাষার ক্ষেত্রে যদিও 3-4 দিনে 300 কোটি আয় করা ছবি রয়েছে বেশ কয়েকটি ৷ তবে হিন্দি ছবির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আপাতত 'গদর 2' ৷

  • 300 NOT OUT… #Gadar2 continues to ROAR… Mass pockets are in an altogether different league… Also, the contribution from Tier 2 and Tier 3 sectors will set a new benchmark… Expect BIGGG JUMP on [second] Sat and Sun… [Week 2] Fri 20.50 cr. Total: ₹ 305.13 cr. #India biz.… pic.twitter.com/OMTP6Z4BJJ

    — taran adarsh (@taran_adarsh) August 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'বাহুবলী 2' এবং 'কেজিএফ 2' ছবির হিন্দি ভার্সানও 300 কোটি আয় করেছে ৷ সেক্ষেত্রে প্রভাসের ছবির সময় লেগেছে 10 দিন ৷ অন্যদিকে যশ-সঞ্জয় দত্তরা এই মাইলস্টোন ছুঁতে সময় নিয়েছেন 11 দিন ৷ তালিকায় পরবর্তী নাম আমির খানের 'দঙ্গল' ছবির ৷ এই ছবির 300 কোটির ক্লাবে ঢুকতে সময় লেগেছিল 13 দিন ৷ 16 দিনে এই ক্লাবে জায়গা পেয়েছিল সলমন খানের 'টাইগার জিন্দা হ্যায়' এবং রণবীর কাপুরের 'সঞ্জু' ৷

আরও পড়ুন:কেমন ছিল সায়ন্তনীর 'বিউটিফুল' চ্যালেঞ্জ? চরিত্র নিয়ে আড্ডায় অভিনেত্রী

তাই সানি-আমিশার 'গদর 2' যে বক্স অফিসে ভালোই দৌড়োচ্ছে তা বলাই বাহুল্য ৷ 22 বছর পর আবার সেই 'ওল্ড স্কুল নস্টালজিয়া' নিয়ে পর্দায় ফিরেছেন সানি দেওল ৷ এই ছবির হাত ধরে সেই 'গদর: এক প্রেম কথা' ছবিকেই যেন আবার উদযাপন করছেন অনুরাগীরা ৷

হায়দরাবাদ, 19 অগস্ট: বক্স অফিসে অব্যাহত 'গদর 2' ছবির জয়যাত্রা ৷ সানি-আমিশার কেমিস্ট্রি আর দেশপ্রেমের টুইস্ট মিলিয়ে ফের একবার সুপারহিট অনিল শর্মার ফর্মুলা ৷ উৎকর্ষ শর্মা এবং সিমরত কৌররাও অবশ্য় বেশ ভালো সঙ্গ দিয়েছেন ৷ এবার 300 কোটির ক্লাবে ঢুকে পড়ল এই ছবি ৷ 'পাঠান'-এর রেকর্ড ভাঙতে না পারেনি সানির ছবি ৷ তবে 'বাহুবলী 2' এবং 'কেজিএফ 2' ছবির হিন্দি ভার্সানকে পিছনে ফেলে দিয়েছে 'গদর 2' ৷ আর সেই সূত্র ধরেই, সবচেয়ে দ্রুত 300 কোটি আয় করা হিন্দি ছবির তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে এই ছবি ৷

বলিউডের বেতাজ বাদশাহ অবশ্য় তার আসন ধরে রাখলেন এবারও ৷ মাত্র 6 দিনে ভারতে 300 কোটির মাইলস্টোন ছুঁয়েছিল শাহরুখের এই কামব্যাক থ্রিলার ৷ সেই ক্ষেত্রে দু'দিন বেশি সময় নিয়ে ফেলল 'গদর 2' ৷ অনিল শর্মার ছবিটি দেশের মাটিতে 300 কোটির ব্যবসা দিতে সময় নিল 8 দিন ৷ দক্ষিণি ভাষার ক্ষেত্রে যদিও 3-4 দিনে 300 কোটি আয় করা ছবি রয়েছে বেশ কয়েকটি ৷ তবে হিন্দি ছবির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আপাতত 'গদর 2' ৷

  • 300 NOT OUT… #Gadar2 continues to ROAR… Mass pockets are in an altogether different league… Also, the contribution from Tier 2 and Tier 3 sectors will set a new benchmark… Expect BIGGG JUMP on [second] Sat and Sun… [Week 2] Fri 20.50 cr. Total: ₹ 305.13 cr. #India biz.… pic.twitter.com/OMTP6Z4BJJ

    — taran adarsh (@taran_adarsh) August 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'বাহুবলী 2' এবং 'কেজিএফ 2' ছবির হিন্দি ভার্সানও 300 কোটি আয় করেছে ৷ সেক্ষেত্রে প্রভাসের ছবির সময় লেগেছে 10 দিন ৷ অন্যদিকে যশ-সঞ্জয় দত্তরা এই মাইলস্টোন ছুঁতে সময় নিয়েছেন 11 দিন ৷ তালিকায় পরবর্তী নাম আমির খানের 'দঙ্গল' ছবির ৷ এই ছবির 300 কোটির ক্লাবে ঢুকতে সময় লেগেছিল 13 দিন ৷ 16 দিনে এই ক্লাবে জায়গা পেয়েছিল সলমন খানের 'টাইগার জিন্দা হ্যায়' এবং রণবীর কাপুরের 'সঞ্জু' ৷

আরও পড়ুন:কেমন ছিল সায়ন্তনীর 'বিউটিফুল' চ্যালেঞ্জ? চরিত্র নিয়ে আড্ডায় অভিনেত্রী

তাই সানি-আমিশার 'গদর 2' যে বক্স অফিসে ভালোই দৌড়োচ্ছে তা বলাই বাহুল্য ৷ 22 বছর পর আবার সেই 'ওল্ড স্কুল নস্টালজিয়া' নিয়ে পর্দায় ফিরেছেন সানি দেওল ৷ এই ছবির হাত ধরে সেই 'গদর: এক প্রেম কথা' ছবিকেই যেন আবার উদযাপন করছেন অনুরাগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.