হায়দরাবাদ 15 অগস্ট: 150 কোটির ক্লাবে ঢুকে পড়ল সানি দেওল-আমিশা প্যাটেলের 'গদর 2' ৷ মুক্তির দিন থেকেই এই ছবি নিয়ে দর্শকের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ প্রথম উইকএন্ড শেষ হতে না হতেই বাজেটের টাকাও ঘরে তুলে ফেলেছিল তারা-সাকিনা জুটি ৷ পরিচালক অনিল শর্মা 2001 সালে বানিয়েছিলেন 'গদর: এক প্রেম কথা' ৷ তারপর কেটে গিয়েছে 22 বছর ৷ কিন্তু প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বটি নিয়েও রয়েছে সমান উন্মাদনা ৷ অন্যদিকে অক্ষয়ের 'ওএমজি 2' ছবিটিও ছুঁয়েছে একটি নতুন মাইলস্টোন ৷ 50 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে এই ছবি ৷
ইতিমধ্যেই দেশ বিদেশ মিলিয়ে 200 কোটির গণ্ডি পার করে ফেলেছে এই কাহিনি ৷ এবার দেশেও 200 কোটির ক্লাবে ঢুকতে চলেছে 'গদর 2' ৷ অর্থাৎ বিদ্যুৎ গতিতে হিট থেকে সুপারহিটের তকমা ছিনিয়ে নিতে চলেছেন সানি-আমিশা ৷ সোমবার ছবিটি শুধুমাত্র দেশের বক্স অফিসে 39 কোটি টাকা আয় করেছে ৷ তরণ আদর্শের মতো অনেকেরই দাবি, এই ছবি সিঙ্গেল স্ক্রিনেও যেভাবে জমিয়ে চলেছে তা বলিউডের চোখ খুলে দিতে পারে ৷ শুধু মাল্টিপ্লেক্স নয় সাধারণ দর্শকের মনেও রাজ করছে ছবিটি ৷
অন্যদিকে অক্ষয়ের 'ও মাই গড 2' ছবির বক্স অফিস রিপোর্ট ঠিক কী বলছে? সোমবার বেশ ভালোই গিয়েছে এই ছবির ৷ এমনকী প্রথম দিনের থেকেও কিছুটা বেশিই আয় করেছে 'ও মাই গড 2' ৷ অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠির এই ছবি খাতা খুলেছিল 10.26 কোটি টাকা ৷ সোমবার তার থেকে প্রায় 2 কোটি টাকা বেশি আয় করল ছবিটি ৷
আরও পড়ুন: বাংলা প্রি টিজারের বিপুল সাফল্যের পর স্বাধীনতা দিবসে মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির হিন্দি ঝলক
যার জেরে এই ছবির মোট আয় দাঁড়িয়েছে 55.17 কোটি ৷ সাধারণভাবে সপ্তাহের প্রথম দিনে আয় কিছুটা কম থাকে ৷ কিন্তু অক্ষয়ের ক্ষেত্রে সেটা হলনা ৷ তবে অক্ষয়ের এই ছবির বাজেটও একটু বেশিই ৷ প্রায় 150 কোটির বাজেটে অমিত রাই বানিয়েছেন 'ও মাই গড 2' ৷ তাই বাজেটের টাকা ঘরে তুলতে গেলে বেশ বড় লাফ দিতে এই ছবিকে ৷