ETV Bharat / entertainment

Come Back of SRK-Anushka: শাহরুখ থেকে অনুষ্কা...নতুন বছরে পর্দায় ফিরছেন যাঁরা - Actors Coming Back in 2023

নতুন বছরে বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ থেকে শুরু করে অনুষ্কা-সহ আরও বেশ কয়েকজন পরিচিত নাম (Actors are returning to silver screen in 2023)৷

Come Back of SRK-Anushka
নতুন বছরে বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ, অনুষ্কা থেকে আরও বেশ কয়েকটি পরিচিত নাম
author img

By

Published : Jan 2, 2023, 12:33 PM IST

মুম্বই, 31 ডিসেম্বর: নতুন বছরে ভক্তদের অপেক্ষা এবার শেষ হতে পারে (Actors Coming Back in 2023) ৷ নতুন বছরের প্রথম মাস থেকেই পর্দায় কামব্যাক করছেন একের পর এক তারকা ৷ সুপারস্টার শাহরুখ থেকে শুরু করে অনুষ্কা শর্মা-তালিকায় রয়েছে বেশ কয়েকটি পরিচিত নাম (Actors are returning to silver screen in 2023)৷ তাই বছরের শুরু থেকেই তৈরি থাকতে হবে সিনে অনুরাগীদের ৷ আর সঙ্গে এই সফর শুরুর আগেই হাতের কাছে রাখতে হবে পপকর্ন কিম্বা ঠাণ্ডা পানীয় ৷ যাইহোক আসুন দেখে নেওয়া পর্দায় এই নতুন বছরে কামব্য়াক করছেন কারা কারা(SRK to Anushka Actors who are returning to silver screen in 2023)?

SRK to Anushka Actors who are returning to silver screen in 2023 after hiatus
শাহরুখ খান

শাহরুখ খান: 2023 সাল শুরুর জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শাহরুখ-ভক্তরা ৷ কারণ বছরের শুরুতেই আসছে শাহরুখ-দীপিকা জুটির নতুন ছবি 'পাঠান' ৷ 'জিরো' মুক্তির চার বছর পর এই ছবির হাত ধরেই বড় পর্দায় কামব্যাক করছেন বলিউডের 'বাজিগর' ৷ যশরাজ ফিল্মসের তরফে আগেই জানানো হয়েছিল, এ বছর 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এ বছর শুধু যে একটি ছবি নিয়ে পর্দায় কামব্যাক করছেন কিং খান তা কিন্তু নয় ৷ দক্ষিণী পরিচালক অ্যাটলির হাত ধরে একই বছরে আসছে এসআরকের আরেকটি অ্যাকশন এন্টারটেইনার 'জওয়ান' ৷ শাহরুখের হোম প্রোডাকশন রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনাতেই আসছে এই ছবি ৷ ছবিটি পর্দায় আসছে নতুন বছরে 2 জুন ৷ বছরের শেষদিকে আবার পর্দায় ফিরবেন কিং খান ৷ রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ছবির হাত ধরে পর্দায় আসবেন বলিউডের বাদশা ৷ এই ছবিটি তৈরি হচ্ছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অভিবাসীদের নিয়ে ৷ 22 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

SRK to Anushka Actors who are returning to silver screen in 2023 after hiatus
অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা: মেয়ে ভামিকার জন্মের পর থেকে রূপোলি পর্দাকে বেশ কিছু দিনের জন্য 'বাই বাই' করেছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ তবে এবার তিনি পর্দায় ফিরতে একেবারে প্রস্তুত ৷ শাহরুখের মতোই 'জিরো' ছবিতে শেষবার কাজ করেছিলেন অনুষ্কা ৷ এরপর ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস'-এর হাত ধরেই পর্দায় ফিরতে চলেছেন তিনি ৷

SRK to Anushka Actors who are returning to silver screen in 2023 after hiatus
ফারদিন খান

ফারদিন খান: এবছর পর্দায় ফিরছেন ফারদিন খানও ৷ প্রায় 11 বছর পর ভেনিজুয়েলার ছবি 'রক পেপার সিজার'-এর হিন্দি রিমেক 'বিস্ফোট'-এর হাত ধরে আবার রূপোলি পর্দায় কামব্যাক করছেন ফারদিন খান ৷ কুকি গুলাটির পরিচালিত এই ছবিতে থাকছেন রিতেশ দেশমুখও ৷ ফারদিন শেষ বড়পর্দায় কাজ করেছিলেন 2010 সালে ৷ ছবির নাম ছিল 'দুলহা মিল গ্য়ায়া' ৷

SRK to Anushka Actors who are returning to silver screen in 2023 after hiatus
হেলেন

হেলেন: পরিচালক মধুর ভাণ্ডারকরের 'হিরোইন'-এ শেষবার কাজ করেছিলেন হেলেন ৷ এবার এই বছর অভিনয় দেওয়ের ব্রাউন ছবির আবার পর্দায় ফিরবেন তিনি ৷ অভিষেক বড়ুয়ার 'সিটি অফ ডেথ' বইটির ওপর ভিত্তি করে তৈরি এই ছবিতে মুখ্য় চরিত্রে রয়েছেন করিনা কাপুর খান ৷

মুম্বই, 31 ডিসেম্বর: নতুন বছরে ভক্তদের অপেক্ষা এবার শেষ হতে পারে (Actors Coming Back in 2023) ৷ নতুন বছরের প্রথম মাস থেকেই পর্দায় কামব্যাক করছেন একের পর এক তারকা ৷ সুপারস্টার শাহরুখ থেকে শুরু করে অনুষ্কা শর্মা-তালিকায় রয়েছে বেশ কয়েকটি পরিচিত নাম (Actors are returning to silver screen in 2023)৷ তাই বছরের শুরু থেকেই তৈরি থাকতে হবে সিনে অনুরাগীদের ৷ আর সঙ্গে এই সফর শুরুর আগেই হাতের কাছে রাখতে হবে পপকর্ন কিম্বা ঠাণ্ডা পানীয় ৷ যাইহোক আসুন দেখে নেওয়া পর্দায় এই নতুন বছরে কামব্য়াক করছেন কারা কারা(SRK to Anushka Actors who are returning to silver screen in 2023)?

SRK to Anushka Actors who are returning to silver screen in 2023 after hiatus
শাহরুখ খান

শাহরুখ খান: 2023 সাল শুরুর জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শাহরুখ-ভক্তরা ৷ কারণ বছরের শুরুতেই আসছে শাহরুখ-দীপিকা জুটির নতুন ছবি 'পাঠান' ৷ 'জিরো' মুক্তির চার বছর পর এই ছবির হাত ধরেই বড় পর্দায় কামব্যাক করছেন বলিউডের 'বাজিগর' ৷ যশরাজ ফিল্মসের তরফে আগেই জানানো হয়েছিল, এ বছর 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এ বছর শুধু যে একটি ছবি নিয়ে পর্দায় কামব্যাক করছেন কিং খান তা কিন্তু নয় ৷ দক্ষিণী পরিচালক অ্যাটলির হাত ধরে একই বছরে আসছে এসআরকের আরেকটি অ্যাকশন এন্টারটেইনার 'জওয়ান' ৷ শাহরুখের হোম প্রোডাকশন রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনাতেই আসছে এই ছবি ৷ ছবিটি পর্দায় আসছে নতুন বছরে 2 জুন ৷ বছরের শেষদিকে আবার পর্দায় ফিরবেন কিং খান ৷ রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ছবির হাত ধরে পর্দায় আসবেন বলিউডের বাদশা ৷ এই ছবিটি তৈরি হচ্ছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অভিবাসীদের নিয়ে ৷ 22 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

SRK to Anushka Actors who are returning to silver screen in 2023 after hiatus
অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা: মেয়ে ভামিকার জন্মের পর থেকে রূপোলি পর্দাকে বেশ কিছু দিনের জন্য 'বাই বাই' করেছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ তবে এবার তিনি পর্দায় ফিরতে একেবারে প্রস্তুত ৷ শাহরুখের মতোই 'জিরো' ছবিতে শেষবার কাজ করেছিলেন অনুষ্কা ৷ এরপর ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস'-এর হাত ধরেই পর্দায় ফিরতে চলেছেন তিনি ৷

SRK to Anushka Actors who are returning to silver screen in 2023 after hiatus
ফারদিন খান

ফারদিন খান: এবছর পর্দায় ফিরছেন ফারদিন খানও ৷ প্রায় 11 বছর পর ভেনিজুয়েলার ছবি 'রক পেপার সিজার'-এর হিন্দি রিমেক 'বিস্ফোট'-এর হাত ধরে আবার রূপোলি পর্দায় কামব্যাক করছেন ফারদিন খান ৷ কুকি গুলাটির পরিচালিত এই ছবিতে থাকছেন রিতেশ দেশমুখও ৷ ফারদিন শেষ বড়পর্দায় কাজ করেছিলেন 2010 সালে ৷ ছবির নাম ছিল 'দুলহা মিল গ্য়ায়া' ৷

SRK to Anushka Actors who are returning to silver screen in 2023 after hiatus
হেলেন

হেলেন: পরিচালক মধুর ভাণ্ডারকরের 'হিরোইন'-এ শেষবার কাজ করেছিলেন হেলেন ৷ এবার এই বছর অভিনয় দেওয়ের ব্রাউন ছবির আবার পর্দায় ফিরবেন তিনি ৷ অভিষেক বড়ুয়ার 'সিটি অফ ডেথ' বইটির ওপর ভিত্তি করে তৈরি এই ছবিতে মুখ্য় চরিত্রে রয়েছেন করিনা কাপুর খান ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.