কলকাতা, 13 ফেব্রুয়ারি: বিয়েটা কি সত্যিই হচ্ছে না? নাকি পুরোটাই স্রেফ প্রচারের কৌশল ৷ অঙ্কুশ এবং ঐন্দ্রিলার পোস্ট দেখে প্রথমে কিছুই বোঝার উপায় ছিল না ৷ আর 14 ফেব্রুয়ারির আগে তাঁরা যে কিছু জানাতে চান না তাও স্পষ্ট করে দিয়েছেন তাঁরা ৷ কিন্তু তাঁদের এই রহস্য পোস্ট নিয়ে চিন্তায় বাংলা ইন্ডাস্ট্রির তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা ৷ বিষয়টি নিয়ে একের পর এক তৈরি হচ্ছে রিলস ৷ সেখানে কখনও প্রসেনজিৎ জিজ্ঞাসা করছেন কী রে বিয়েটা করবি আবার কখনও আবির, বিক্রম, শ্রাবন্তী কিংবা সন্দীপ্তা ৷ সেইসব রিলস নিজেদের ইনস্টাগ্রাম থেকে পোস্ট করছেন স্বয়ং ঐন্দ্রিলা এবং অঙ্কুশ ৷ শুনে কেউ কেউ বলতেই পারেন 'ধ্য়াৎ ত্যারিকা হচ্ছেটা কি!' কিন্তু নায়ক-নায়িকা দু'জনেই মুখে কুুলুপ এঁটেছেন আর বলছেন 'ধৈর্যং রহু' সব জানা যাবে 14 ফেব্রুয়ারি (Ankush Oindrila Marriage Creates Mystery) ৷
আসুন এখন বরং দেখা যাক, কে কী বললেন অঙ্কুশ ঐন্দ্রিলার বিবাহ নিয়ে ৷ সর্বশেষ এই নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ৷ এই রিলসে দেখা যায় প্রশ্ন বানে জর্জরিত হতে হতে কাঁদছেন অঙ্কুশ ৷ আর সন্দীপ্তার প্রশ্ন একটাই ৷ তিনি বলেন, 'আমার একটা প্রশ্ন 13 বছর কেটে গেল অঙ্কুশ-ঐন্দ্রিলা বিয়েটা কেন করছে না?' আদতে বাকিদেরও প্রশ্ন তাই ৷ এর আগে অভিনেত্রী তৃণা সাহাও এই একই প্রশ্ন করেন ৷ তা নিয়ে ঐন্দ্রিলা বলেন, 'এই জন্যই বলে বন্ধুর থেকে শত্রু বানানো অনেক ভালো ৷ এই নাকি বন্ধু ৷' তিনি আরও বলেন, 'তৃণা 14 ফেব্রুয়ারি পর্যন্ত একটু অপেক্ষা কর মা আমার ৷'
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এর আগে এই নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা বিক্রম ৷ বিক্রমের প্রশ্নের জবাবে প্রায় উত্তর দিয়ে দিতেই যাচ্ছিলেন অঙ্কুশ ৷ কিন্তু ঐন্দ্রিলার ধমক আর সেখানেই ভিডিয়োর ইতি ৷ তার আগে শ্রাবন্তীও মুখ খুলেছিলেন অঙ্কুশ ঐন্দ্রিলার সম্পর্ক নিয়ে ৷ তাঁর প্রশ্ন 12 বছর কাটল এবার তো বিয়েটা করে নেওয়া দরকার এই জুটির ৷ এর উত্তরে অঙ্কুশ জানান, শ্রাবন্তীর যদি এত সমস্যা হয় আমার ব্যাচেলর থাকা নিয়ে, তাহলে শ্রাবন্তী আমায় বিয়ে করে নিক ৷ আমার কোনও আপত্তি নেই ৷ এরপর অবশ্য় তিনি কোনওরকমে পালিয়ে বাঁচেন ঐন্দ্রিলার সামনে থেকে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এমনকী বুম্বাদা এবং আবিরও মুখ খুলেছেন এই কাণ্ডে ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "আমি বড় আমি তোদের ভালোবাসি, স্নেহ করি, তোরা কী করছিস বলতো? না না মানে এই তেরো বছর ধরে তোরা কি বিয়ে করেছিস, রেজিস্ট্রি করেছিস...আমার সমস্য়া হয়ে যাচ্ছে সবাই জানে আমি তোমাদের অভিভাবকের মতো ৷ সবাই আমাকে এসে জিজ্ঞেস করছে এরা কী করছে?" এখন এত রকমের রিলসের মাধ্যমে কিসের প্রচার করতে চাইছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? তা অবশ্য় জানা যাবে রাত পোহালেই ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: তেইশেই বিগ বস জয়, জেনে নিন এমসি স্ট্যানের পরিচয়, মোট সম্পত্তি