হায়দরাবাদ, 27 মার্চ: বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Boxing Championship) ভারতীয় বক্সারদের জয়জয়কার ৷ নীতু ঘাংঘাস, সুইটি বোরা, লভলিনা বরগোহাইন, নিখাত জারিনের সোনাজয়ে উচ্ছ্বাসে ভেসেছেন বলিউড তারকারাও ৷ কঙ্গনা রানাওয়াত, অভিষেক বচ্চন (Abhishek Bachchan), ফারহান আখতার (Farhan Akhtar) দেশকে গর্বিত করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণপদকজয়ী মহিলা বক্সারদের ৷ চার সোনাজয়ে বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতীয় মেয়েদের পারফরম্যান্স নতুন ইতিহাস তৈরি করেছে ৷
বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত (Queen actor Kangana) ইনস্টা স্টোরিতে লিখেছেন, "নবরাত্রিমে ওম্যান আর অন ফায়ার ৷" অভিষেক বচ্চনও শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় বক্সারদের ৷ তিনি নিজে খেলা প্রচণ্ড ভালোবাসেন ৷ পাশাপাশি প্রো কবাডি লিগে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মালিকও তিনি ৷ তাঁর দলও কিছুদিন আগে কাবাডিতে ট্রফি ঘরে এনেছে ৷ তাই দেশের মেয়ের সোনা জয় তাঁর কাছেও গর্বের বিষয় ৷ জুনিয়র বচ্চন বক্সিং চ্যাম্পিয়ন নিখাত ও লভলিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "ওম্যান ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনাজয়ের জন্য তোমাদের অভিনন্দন ৷ আমরা সত্যিই গর্বিত ৷ তোমাদের কঠিন পরিশ্রম ও একাগ্রতা এই ফল এনে দিয়েছে ৷" পাশাপাশি বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপের ভিডিয়ো ও ছবি শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন ফারহান আখতারও ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "ওয়েল ডান, তোমরা আমাদের গর্বিত করেছো ৷ তোমাদের এই জয় অসাধারণ ৷"
-
Congratulations @nikhat_zareen and @LovlinaBorgohai on your gold medal wins at the Women's World Boxing Championship 2023. Your dedication and hard work has paid off, we couldn't be more proud. 🙌🏻
— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) March 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations @nikhat_zareen and @LovlinaBorgohai on your gold medal wins at the Women's World Boxing Championship 2023. Your dedication and hard work has paid off, we couldn't be more proud. 🙌🏻
— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) March 26, 2023Congratulations @nikhat_zareen and @LovlinaBorgohai on your gold medal wins at the Women's World Boxing Championship 2023. Your dedication and hard work has paid off, we couldn't be more proud. 🙌🏻
— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) March 26, 2023
আরও পড়ুন: লভলিনাও দিলেন সোনার খোঁজ, চতুর্থ স্বর্ণপদক জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়জয়কার ভারতের
প্রসঙ্গত, রবিবার রাজধানীতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ সন্ধেটা শুরু হয়েছিল নিখাত জারিনের সোনা জয় দিয়ে ৷ সুপার ফ্লাইওয়েট (50 কেজি) বিভাগে ভিয়েতনামের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বসেরার মুকুট পরেন হায়দরাবাদি বক্সার ৷ কিংবদন্তী মেরি কমের পর দেশের দ্বিতীয় বক্সার হিসেবে একাধিকবার সোনা জিতে নজির গড়েন নিখাত ৷ শনিবার 48 কেজি এবং 81 কেজি বিভাগে সোনা জিতে ইতিহাসে নাম তুলেছিলেন নীতু ঘাংঘাস এবং সুইটি বোরা ৷ সবমিলিয়ে প্রথমবার চারটি সোনা জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চ স্মরণীয় রাখলেন দেশের মহিলা বক্সাররা ৷