ETV Bharat / entertainment

HBD Kajol Devgan: শাহরুখ থেকে যীশু! নায়ক বদলেছে; 'নায়িকা সংবাদ' আজও শিরোনামে - Kajol Devgan Big Screen Movies

ওটিটি হোক বা বিগ স্ক্রিন কাজল আজও একইরকম প্রাসঙ্গিক ৷ জন্মদিনে ফিরে দেখা কাজলের অভিনয় জীবনের নানা পর্ব।

HBD Kajol Devgan
জন্মদিনে ফিরে দেখা কাজলের অভিনয় জীবনের ঝলক
author img

By

Published : Aug 5, 2023, 10:43 AM IST

Updated : Aug 5, 2023, 11:18 AM IST

হায়দরাবাদ, 5 অগস্ট: 'যা সিমরণ যা, জিলে আপনি জিন্দেগী', কথাটা শুনেই বাবার হাত ছেড়ে দৌড় দিল সিমরণ ৷ হাত ধরে তাকে চলন্ত ট্রেনে তুলে নিল তার স্বপ্নের নায়ক ৷ ভারতীয় ছবির এই কাল্ট দৃশ্যটিকে যে ঠিক কতবার এবং কতভাবে রিমেক করা হয়েছে তার ইয়ত্তা নেই ৷ এমনকী আজ মিমের জমানাতেও শাহরুখ-কাজলের এই অনবদ্য সিকোয়েন্স বারবার ঘুরে ফিরে আসে সামাজিক মাধ্যমে ৷ দিলওয়ালে সেদিন শুধু দুলহানিয়া নিয়ে গিয়েছিল তা নয়, দর্শকের মনে প্রেমের নতুন সংজ্ঞাও লিখেছিল কাজল-শাহরুখ জুটি ৷

HBD Kajol Devgan
শাহরুখের সঙ্গে কিছু মুহূর্ত

তারপর কেটে গিয়েছে বহু বছর ৷ তৈরি হয়েছে প্রচুর ছবি ৷ ইয়াশ চোপড়ার পর আবার করণের হাত ধরে 'মাই নেম ইজ খান' ছবিতে ফিরেছে এই তারকা জুটি ৷ কিন্তু সেবারও তাঁরা জয় করে নিয়েছেন ভক্তদের মন ৷ বারবার বদলেছেব পর্দার নায়করা ৷ তবে কাজল থেকে গিয়েছেন ভক্ত হৃদয়ের আদি-অকৃত্রিম সম্রাজ্ঞী হয়েই ৷

'যব পেয়ার কিয়া তো ডরনা কেয়া' ছবিতে সলমন, 'পেয়ার তো হো না হি থা' ছবিতে অজয় দেবগণ, 'ফানা' ছবিতে আমির খানের মতো নতুন নতুন নায়কের সঙ্গে বারবার রূপোলি পর্দায় জুটি বেঁধেছেন কাজল ৷ আর প্রতিবার ছুঁয়েছেন নতুন মাইলফলক ৷ একসময় রূপোলি পর্দার দাবি মেনে এসেছে অন্যরকম ছবি তৈরির তাগিদ ৷ সেখানেও 'সালাম ভেঙ্কি'র মতো ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন কাজল ৷

এখন যুগ বদলেছে একসময় টানা 1000 দিন প্রেক্ষাগৃহে রাজত্ব করেছিল রাজ-সিমরণ ৷ আজ ভরসা ওটিটি ৷ অনেক নায়ক-নায়িকাই এই বদলের সঙ্গে এখনও নিজেদের মানিয়ে নিতে পারেননি ৷ কিন্তু কাজল এখানেও ব্যতিক্রম ৷ 1992 সালে 'বেখুদি' ছবির হাত ধরে বড় পর্দায় পা রেখেছিলেন তনুজা-তনয়া ৷ যদিও খুব একটা ভালো আয় করতে পারেনি এই ছবি ৷ কিন্তু এরপর আব্বাস-মস্তানের 'বাজিগর' ছবির হাত ধরে ঘুরে যায় তাঁর কেরিয়ারের মোড় ৷ ওটিটিতে কিন্তু সেই সময়টুকুুও লাগেনি কাজলের ৷ ইতিমধ্যেই 'লাস্ট স্টোরিজ 2' এবং 'দ্য ট্রায়াল'-এর মতো বেশকিছু ওটিটি প্রজেক্টে কাজ করে ফেলেছেন নায়িকা ৷

আরও পড়ুন: এবার এক হাতে বাইশ গজ জয়ের গল্প, হাজির অভিষেক বিগ বি’র 'ঘুমর' ছবির ট্রেলার

একদিন কার্যত শাহরুখের হাত ধরে কেরিয়ার শুরু করা কাজল আজ কাজ করছেন যীশু সেনগুপ্তর মতো নায়কের সঙ্গে ৷ সাধারণভাবে উল্টোটাই দেখা যায় ৷ হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় সুপারহিট নায়কদের ৷ সাম্প্রতিক উদাহরণ হিসেবে মনে করা যেতেই পারে অক্ষয় কুমার-মানুষী চিল্লার জুটির কথা ৷ কিন্তু কাজল আজও হারাননি তাঁর নায়িকার গৌরব ৷ এই নায়িকা সংবাদই তাঁকে সর্বদাই শিরোনামে রাখে। আগামীতেও কৃতি স্যাননদের সঙ্গে তিনি কাজ করবেন 'দো পাত্তি'র মতো ওটিটি প্রজেক্টে ৷ অন্যদিকে, আবার তাঁকে দেখা যাবে ইব্রাহিম আলি খানের অভিষেক প্রজেক্ট 'সরজমিন'-এও ৷

হায়দরাবাদ, 5 অগস্ট: 'যা সিমরণ যা, জিলে আপনি জিন্দেগী', কথাটা শুনেই বাবার হাত ছেড়ে দৌড় দিল সিমরণ ৷ হাত ধরে তাকে চলন্ত ট্রেনে তুলে নিল তার স্বপ্নের নায়ক ৷ ভারতীয় ছবির এই কাল্ট দৃশ্যটিকে যে ঠিক কতবার এবং কতভাবে রিমেক করা হয়েছে তার ইয়ত্তা নেই ৷ এমনকী আজ মিমের জমানাতেও শাহরুখ-কাজলের এই অনবদ্য সিকোয়েন্স বারবার ঘুরে ফিরে আসে সামাজিক মাধ্যমে ৷ দিলওয়ালে সেদিন শুধু দুলহানিয়া নিয়ে গিয়েছিল তা নয়, দর্শকের মনে প্রেমের নতুন সংজ্ঞাও লিখেছিল কাজল-শাহরুখ জুটি ৷

HBD Kajol Devgan
শাহরুখের সঙ্গে কিছু মুহূর্ত

তারপর কেটে গিয়েছে বহু বছর ৷ তৈরি হয়েছে প্রচুর ছবি ৷ ইয়াশ চোপড়ার পর আবার করণের হাত ধরে 'মাই নেম ইজ খান' ছবিতে ফিরেছে এই তারকা জুটি ৷ কিন্তু সেবারও তাঁরা জয় করে নিয়েছেন ভক্তদের মন ৷ বারবার বদলেছেব পর্দার নায়করা ৷ তবে কাজল থেকে গিয়েছেন ভক্ত হৃদয়ের আদি-অকৃত্রিম সম্রাজ্ঞী হয়েই ৷

'যব পেয়ার কিয়া তো ডরনা কেয়া' ছবিতে সলমন, 'পেয়ার তো হো না হি থা' ছবিতে অজয় দেবগণ, 'ফানা' ছবিতে আমির খানের মতো নতুন নতুন নায়কের সঙ্গে বারবার রূপোলি পর্দায় জুটি বেঁধেছেন কাজল ৷ আর প্রতিবার ছুঁয়েছেন নতুন মাইলফলক ৷ একসময় রূপোলি পর্দার দাবি মেনে এসেছে অন্যরকম ছবি তৈরির তাগিদ ৷ সেখানেও 'সালাম ভেঙ্কি'র মতো ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন কাজল ৷

এখন যুগ বদলেছে একসময় টানা 1000 দিন প্রেক্ষাগৃহে রাজত্ব করেছিল রাজ-সিমরণ ৷ আজ ভরসা ওটিটি ৷ অনেক নায়ক-নায়িকাই এই বদলের সঙ্গে এখনও নিজেদের মানিয়ে নিতে পারেননি ৷ কিন্তু কাজল এখানেও ব্যতিক্রম ৷ 1992 সালে 'বেখুদি' ছবির হাত ধরে বড় পর্দায় পা রেখেছিলেন তনুজা-তনয়া ৷ যদিও খুব একটা ভালো আয় করতে পারেনি এই ছবি ৷ কিন্তু এরপর আব্বাস-মস্তানের 'বাজিগর' ছবির হাত ধরে ঘুরে যায় তাঁর কেরিয়ারের মোড় ৷ ওটিটিতে কিন্তু সেই সময়টুকুুও লাগেনি কাজলের ৷ ইতিমধ্যেই 'লাস্ট স্টোরিজ 2' এবং 'দ্য ট্রায়াল'-এর মতো বেশকিছু ওটিটি প্রজেক্টে কাজ করে ফেলেছেন নায়িকা ৷

আরও পড়ুন: এবার এক হাতে বাইশ গজ জয়ের গল্প, হাজির অভিষেক বিগ বি’র 'ঘুমর' ছবির ট্রেলার

একদিন কার্যত শাহরুখের হাত ধরে কেরিয়ার শুরু করা কাজল আজ কাজ করছেন যীশু সেনগুপ্তর মতো নায়কের সঙ্গে ৷ সাধারণভাবে উল্টোটাই দেখা যায় ৷ হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় সুপারহিট নায়কদের ৷ সাম্প্রতিক উদাহরণ হিসেবে মনে করা যেতেই পারে অক্ষয় কুমার-মানুষী চিল্লার জুটির কথা ৷ কিন্তু কাজল আজও হারাননি তাঁর নায়িকার গৌরব ৷ এই নায়িকা সংবাদই তাঁকে সর্বদাই শিরোনামে রাখে। আগামীতেও কৃতি স্যাননদের সঙ্গে তিনি কাজ করবেন 'দো পাত্তি'র মতো ওটিটি প্রজেক্টে ৷ অন্যদিকে, আবার তাঁকে দেখা যাবে ইব্রাহিম আলি খানের অভিষেক প্রজেক্ট 'সরজমিন'-এও ৷

Last Updated : Aug 5, 2023, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.