ETV Bharat / entertainment

Shoaib on Rendition of Pasoori: 'পাসুরি নু'র রিমেক নাকি 'জঞ্জাল', অরিজিতের গান শুনে ক্ষুব্ধ শোয়েব - পাসুরির রিমেক শুনে রেগে আগুন শোয়েব

'পাসুরি নু'-র রিমেক নিয়ে রীতিমতো ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার ৷ টুইটারে গান নিয়ে মুখ খুললেন অন্যরাও ৷

Satya Prem Ki Katha song pasoori nu
পাসুরির রিমেক শুনে রেগে আগুন শোয়েব
author img

By

Published : Jun 28, 2023, 5:04 PM IST

Updated : Jun 29, 2023, 7:15 AM IST

হায়দরাবাদ, 28 জুন: আলি শেঠি-শেহ গিলের 'পাসুরি নু' গানটি 2022 ঝড় তুলেছিল ইউটিউবে ৷ কাঁটাতার পেরিয়ে কোক স্টুডিয়োয় (পাকিস্তান) তৈরি এই গানে বুঁদ হয়েছিলেন এদেশের সঙ্গীত অনুরাগীরা ৷ সম্প্রতি পরিচালক সমীর বিদ্যান পরিচালিত 'সত্য় প্রেম কি কথা' ছবিতে সেই গানেরই একটি রিমেক তৈরি করেছেন নির্মাতারা ৷ মঙ্গলবারই মুক্তি পেয়েছে সেই গান মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে নেটপাড়ায় ৷ যদিও এক্ষেত্রে নেতিবাচক প্রতিক্রিয়াই মিলেছে অধিকাংশ ক্ষেত্রে ৷ 'পাসুরি নু'-র এবারের ভার্সনটিতে গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং তুলসী কুমার ৷ এবার এই গান নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাকস্তানি ক্রিকেটার শোয়েব আখতার, পাক অভিনেতা আদনান সিদ্দিকীর মতো অনেকেই ৷

শোয়েব তাঁর টুইটে নিজস্ব স্টাইলে এই গানটিকে কটাক্ষ করেছেন ৷ শোয়েব লিখেছেন, "আয়ে কি পাসুরি পায়ি অ্যায় ৷" অর্থাৎ "এটা কী (জঞ্জাল) বানিয়েছ?" গানটির মুক্তির আগেই পাক অভিনেতা আদনান সিদ্দিকী টুইট করেছিলেন, "পাসুরি এমন একটি গান সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ভালোবেসেছেন ৷ তাই আশা করি বলিউড এমন একটি সুন্দর রত্নের রেপ্লিকা তৈরি করতে গিয়ে তা নষ্ট করে ফেলবে না ৷"

  • Aye ki pasoori paayi ay.

    — Shoaib Akhtar (@shoaib100mph) June 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'পাসুরি নু' গানের এই নতুন ভার্সনটি নিয়ে শুধু যে শোয়েব খুশি হতে পারেননি তা নয় ৷ ফ্যানেদের অনেকেই জানিয়েছেন তাঁরাও এমন একটি গানের এরকম রিমেক সামনে আসার পর হতাশ ৷ এমনকী কার্তিক-কিয়ারা রোম্যান্সও বাঁচাতে পারেনি এই গানকে ৷ তুলসী কুমার আর অরিজিৎ সিংয়ের কণ্ঠের জাদু এবার কাজ করেনি বলেই অভিমত অনুরাগীদের ৷

আরও পড়ুন: প্রিয় পঞ্চমের জন্মদিনে বড় ঘোষণা অভিনেতা ঈশানের

তাই একজন অনুরাগী টুইটে লিখেছেন, "পাসুরির রিমেক দেখে কান্না পেয়ে গেল ৷ এত ভালো একটা গানকে পুরোপুরি নষ্ট করে দিল ৷" অন্য়দিকে শোয়েবের পোস্টের কমেন্ট সেকশনে আরেক অনুরাগীর দাবি, "টি সিরিজওয়ালে বলিউডের সমস্ত গানগুলোকে বরবাদ করার পর এবার তোমাদের পিছনে লেগেছে ৷" আরেকজন তো রীতিমতো চুরির আরোপই চাপিয়েছেন নির্মাতাদের ওপর ৷ তাঁর কথায়, "চিরকালের মতো আবারও পাকিস্তানি সঙ্গীত চুরির চেষ্টা ৷"

হায়দরাবাদ, 28 জুন: আলি শেঠি-শেহ গিলের 'পাসুরি নু' গানটি 2022 ঝড় তুলেছিল ইউটিউবে ৷ কাঁটাতার পেরিয়ে কোক স্টুডিয়োয় (পাকিস্তান) তৈরি এই গানে বুঁদ হয়েছিলেন এদেশের সঙ্গীত অনুরাগীরা ৷ সম্প্রতি পরিচালক সমীর বিদ্যান পরিচালিত 'সত্য় প্রেম কি কথা' ছবিতে সেই গানেরই একটি রিমেক তৈরি করেছেন নির্মাতারা ৷ মঙ্গলবারই মুক্তি পেয়েছে সেই গান মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে নেটপাড়ায় ৷ যদিও এক্ষেত্রে নেতিবাচক প্রতিক্রিয়াই মিলেছে অধিকাংশ ক্ষেত্রে ৷ 'পাসুরি নু'-র এবারের ভার্সনটিতে গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং তুলসী কুমার ৷ এবার এই গান নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাকস্তানি ক্রিকেটার শোয়েব আখতার, পাক অভিনেতা আদনান সিদ্দিকীর মতো অনেকেই ৷

শোয়েব তাঁর টুইটে নিজস্ব স্টাইলে এই গানটিকে কটাক্ষ করেছেন ৷ শোয়েব লিখেছেন, "আয়ে কি পাসুরি পায়ি অ্যায় ৷" অর্থাৎ "এটা কী (জঞ্জাল) বানিয়েছ?" গানটির মুক্তির আগেই পাক অভিনেতা আদনান সিদ্দিকী টুইট করেছিলেন, "পাসুরি এমন একটি গান সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ভালোবেসেছেন ৷ তাই আশা করি বলিউড এমন একটি সুন্দর রত্নের রেপ্লিকা তৈরি করতে গিয়ে তা নষ্ট করে ফেলবে না ৷"

  • Aye ki pasoori paayi ay.

    — Shoaib Akhtar (@shoaib100mph) June 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'পাসুরি নু' গানের এই নতুন ভার্সনটি নিয়ে শুধু যে শোয়েব খুশি হতে পারেননি তা নয় ৷ ফ্যানেদের অনেকেই জানিয়েছেন তাঁরাও এমন একটি গানের এরকম রিমেক সামনে আসার পর হতাশ ৷ এমনকী কার্তিক-কিয়ারা রোম্যান্সও বাঁচাতে পারেনি এই গানকে ৷ তুলসী কুমার আর অরিজিৎ সিংয়ের কণ্ঠের জাদু এবার কাজ করেনি বলেই অভিমত অনুরাগীদের ৷

আরও পড়ুন: প্রিয় পঞ্চমের জন্মদিনে বড় ঘোষণা অভিনেতা ঈশানের

তাই একজন অনুরাগী টুইটে লিখেছেন, "পাসুরির রিমেক দেখে কান্না পেয়ে গেল ৷ এত ভালো একটা গানকে পুরোপুরি নষ্ট করে দিল ৷" অন্য়দিকে শোয়েবের পোস্টের কমেন্ট সেকশনে আরেক অনুরাগীর দাবি, "টি সিরিজওয়ালে বলিউডের সমস্ত গানগুলোকে বরবাদ করার পর এবার তোমাদের পিছনে লেগেছে ৷" আরেকজন তো রীতিমতো চুরির আরোপই চাপিয়েছেন নির্মাতাদের ওপর ৷ তাঁর কথায়, "চিরকালের মতো আবারও পাকিস্তানি সঙ্গীত চুরির চেষ্টা ৷"

Last Updated : Jun 29, 2023, 7:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.