ETV Bharat / entertainment

Former Miss World Contestant Dies: মাত্র 26 বছর বয়সে প্রাণ হারালেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা - উরুগুয়ের মডেল

প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস হেরে গেলেন ক্যানসারের কাছে ৷ মাত্র 26 বছর বয়সে প্রয়াত হয়েছেন উরুগুয়ের এই মডেল ৷

Etv Bharat
প্রয়াত উরুগুয়ের মডেল শেরিকা ডি আরমাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 12:26 PM IST

হায়দরাবাদ, 16 অক্টোবর: প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস, যিনি 2015 সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ে দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন, 13 অক্টোবর মাত্র 26 বছর বয়সে প্রয়াত হয়েছেন ৷ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ চালাচ্ছিলেন তিনি ৷ কেমোথেরাপি এবং রেডিওথেরাপি চিকিত্সা চলছিল তাঁর ৷ শেষ পর্যন্ত কোনও চিকিৎসাই বাঁচাতে পারল না, এই তরুণীকে ৷

শেরিকা দে আরমাসের মৃত্যুতে শোকাহত উরুগুয়ে-সহ মডেল ইন্ডাষ্ট্রি ৷ মডেলের ভাই মায়িক ডি আরমাস, সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন ৷ তিনি বলেন, "উঁচুতে উড়ো, ছোট বোন। সর্বদা এবং চিরকাল।" মিস ইউনিভার্স উরুগুয়ে 2022, কার্লা রোমেরো, শেরিকা ডি আরমাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, সবচেয়ে সুন্দর এই মানুষকে হারালেন তিনি ৷

লোলা দে লস সান্তোস, মিস উরুগুয়ে 2021, ডি আরমাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ৷ তিনি আরমাসের সঙ্গে কাটানো ভালোবাসা, বন্ধুত্ব ও একে অপরের পাশে থাকার সেই দিনগুলিকে স্মরণ করেছেন। তিনি জানিয়েছেন, প্রিয় এক বন্ধুকে হারালেন ৷ খুব কম মানুষ আছেন, যাঁদের সঙ্গে কাটানো সময়গুলো কখনও ভোলা যায় না ৷ তাঁদের মধ্যে একজন ছিলেন ডি আরমাস ৷ এত কম বয়সে আরমাসের এই মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন লোলা দে লস সান্তোস ৷

যদিও 2015 সালে চিনে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ডি আরমাস শীর্ষ 30 জনের মধ্যে জায়গা তৈরি করতে পারেননি ৷ তবে তিনি মাত্র 18 বছর বয়সে সর্বকনিষ্ঠ প্রতিযোগীদের একজন হয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন ৷ পুরনো এক সাক্ষাৎকার থেকে জানা যায়, মডেলিংয়ের প্রতি আবেগ থেকেই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বপ্ন দেখতেন আরমাস ৷ সেই কারণেই মাত্র 18 বছর বয়সে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি ৷

প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি ডি আরমাস মেকআপ ইন্ডাষ্ট্রিতে নিজের ছাপ রেখেছেন ৷ তিনি নিজের কসমেটিক প্রোডাক্টস শে দে আরমাস স্টুডিয়ো চালু করেছিলেন ৷ পাশাপাশি, যেহেতু তিনি নিজে ক্যানসারে আক্রান্ত ছিলেন তাই পেরেজ স্ক্রেমিনি ফাউন্ডেশন নামে একটি ক্যানসার সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি ৷

আরও পড়ুন: কৈলাসে যেতে পারবেন না-বলে মোদির ছবি দিয়ে টুইট বিগ বি'র! পালটা পরমার্শ প্রধানমন্ত্রীর

হায়দরাবাদ, 16 অক্টোবর: প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস, যিনি 2015 সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ে দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন, 13 অক্টোবর মাত্র 26 বছর বয়সে প্রয়াত হয়েছেন ৷ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ চালাচ্ছিলেন তিনি ৷ কেমোথেরাপি এবং রেডিওথেরাপি চিকিত্সা চলছিল তাঁর ৷ শেষ পর্যন্ত কোনও চিকিৎসাই বাঁচাতে পারল না, এই তরুণীকে ৷

শেরিকা দে আরমাসের মৃত্যুতে শোকাহত উরুগুয়ে-সহ মডেল ইন্ডাষ্ট্রি ৷ মডেলের ভাই মায়িক ডি আরমাস, সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন ৷ তিনি বলেন, "উঁচুতে উড়ো, ছোট বোন। সর্বদা এবং চিরকাল।" মিস ইউনিভার্স উরুগুয়ে 2022, কার্লা রোমেরো, শেরিকা ডি আরমাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, সবচেয়ে সুন্দর এই মানুষকে হারালেন তিনি ৷

লোলা দে লস সান্তোস, মিস উরুগুয়ে 2021, ডি আরমাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ৷ তিনি আরমাসের সঙ্গে কাটানো ভালোবাসা, বন্ধুত্ব ও একে অপরের পাশে থাকার সেই দিনগুলিকে স্মরণ করেছেন। তিনি জানিয়েছেন, প্রিয় এক বন্ধুকে হারালেন ৷ খুব কম মানুষ আছেন, যাঁদের সঙ্গে কাটানো সময়গুলো কখনও ভোলা যায় না ৷ তাঁদের মধ্যে একজন ছিলেন ডি আরমাস ৷ এত কম বয়সে আরমাসের এই মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন লোলা দে লস সান্তোস ৷

যদিও 2015 সালে চিনে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ডি আরমাস শীর্ষ 30 জনের মধ্যে জায়গা তৈরি করতে পারেননি ৷ তবে তিনি মাত্র 18 বছর বয়সে সর্বকনিষ্ঠ প্রতিযোগীদের একজন হয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন ৷ পুরনো এক সাক্ষাৎকার থেকে জানা যায়, মডেলিংয়ের প্রতি আবেগ থেকেই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বপ্ন দেখতেন আরমাস ৷ সেই কারণেই মাত্র 18 বছর বয়সে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি ৷

প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি ডি আরমাস মেকআপ ইন্ডাষ্ট্রিতে নিজের ছাপ রেখেছেন ৷ তিনি নিজের কসমেটিক প্রোডাক্টস শে দে আরমাস স্টুডিয়ো চালু করেছিলেন ৷ পাশাপাশি, যেহেতু তিনি নিজে ক্যানসারে আক্রান্ত ছিলেন তাই পেরেজ স্ক্রেমিনি ফাউন্ডেশন নামে একটি ক্যানসার সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি ৷

আরও পড়ুন: কৈলাসে যেতে পারবেন না-বলে মোদির ছবি দিয়ে টুইট বিগ বি'র! পালটা পরমার্শ প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.