পাটনা, 6 জুন: বিখ্য়াত গায়িকা নেহা সিং রাঠোর জনপ্রিয় হয়ে উঠেছিলেন তাঁর 'ইউ পি মে কাবা' গানের মধ্য় দিয়ে ৷ সেখানে তিনি তুলে ধরেছেন কৃষক আন্দোলনে মন্ত্রীর ছেলের কীর্তি থেকে শুরু করে করোনার সময় গঙ্গায় লাশ ভাসার মতো বিভিন্ন ঘটনা ৷ সম্প্রতি নতুন সংসদ ভবন এবং কুস্তীগীরদের আন্দোলনের উপরেও গান বেঁধেছেন তিনি ৷ আরও একবার গানই হয়ে উঠল প্রতিবাদের ভাষা ৷ ট্রেন দূর্ঘটনা এড়াতেই 'কবচ'-এর আবিস্কার করেছিলেন ভারতীয় বিজ্ঞানীরা ৷ সেই কবচ নিয়ে প্রচারও কম হয়নি ৷ কিন্তু করমণ্ডল এক্সপ্রেসে সেই ব্যবস্থা ছিল না বলে অভিযোগ ৷ যার জেরে এই ভয়াবহ দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার আর কোনও উপায়ই ছিল না ৷
স্বরচিত গানে এই বিষয়টিকেই তুলে ধরেছেন নেহা ৷ নাম না করে প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন ৷ তিনি লেখেন, "কবচ না রহে ট্রেন মে, দূর্ঘটনা ভইল ভারি, তোহার ক্যায়সন চৌকিদারি ৷" চৌকিদার শব্দটি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই ব্যবহার করা হয়ে থাকে। সেই পথই বেছে নিয়ে নেহা গানের ভাষায় সোজাসুজি প্রশ্ন করলেন, "ট্রেনে কবচ নেই তাই ঘটে গেল বড় দূর্ঘটনা, এ তোমার কেমন চৌকিদারি ৷"
-
कवच ना रहे ट्रेन में
— Neha Singh Rathore (@nehafolksinger) June 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
दुर्घटना भईल भारी..!#Nehasinghrathore #OdishaTrainAccident #TrainAccidentInOdisha #BalasoreTrainTragedy #satire pic.twitter.com/Pb9UQuXeua
">कवच ना रहे ट्रेन में
— Neha Singh Rathore (@nehafolksinger) June 5, 2023
दुर्घटना भईल भारी..!#Nehasinghrathore #OdishaTrainAccident #TrainAccidentInOdisha #BalasoreTrainTragedy #satire pic.twitter.com/Pb9UQuXeuaकवच ना रहे ट्रेन में
— Neha Singh Rathore (@nehafolksinger) June 5, 2023
दुर्घटना भईल भारी..!#Nehasinghrathore #OdishaTrainAccident #TrainAccidentInOdisha #BalasoreTrainTragedy #satire pic.twitter.com/Pb9UQuXeua
রবিবার বালাসোরে দূর্ঘটনাটি শতাব্দীর অন্যতম বড় ট্রেন দুর্ঘটনা ৷ সরকারি পরিসংখ্যান অনুসারে, ওড়িশার এই ট্রেন দুর্ঘটনায় 275 জন প্রাণ হারিয়েছেন এবং 1100 জন আহত হয়েছে । এখনও অনেক মানুষ নিখোঁজ । দুর্ঘটনায় নিহত 275 জনের মধ্যে 101 জনের পরিচয় এখনও জানা যায়নি । এবার এ নিয়েই গান বাঁধলেন নেহা।
আরও পড়ুন: 'ওপেন টি বায়োস্কোপ' থেকে 'থ্রি ইডিয়টস', রূপোলি পর্দায় ফিরে ফিরে এসেছে বন্ধুত্ব
এই ধরনের ঘটনা এড়াতে প্রয়োজন 'কবচ' ৷ সেটি থাকলে হয়তো এতগুলো মানুষকে প্রাণ হারাতে হত না ৷ 2014 সালে প্রথম এই অ্যান্টি কলিশন সিস্টেমটির প্রয়োগ শুরু হয় ৷ সেই প্রযুক্তি যুক্ত ট্রেনে সফর করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং ৷ ভারতের রেল লাইনের জাল বহু বিস্তৃত তাই যে কোনও দূর্ঘটনা এড়াতে এই ধরনের একটি স্টিটেম খুব জরুরী ৷ রেল দাবি করেছিল এই কবচ ব্যবহার করলে দূর্ঘটনার সংখ্য়া শূন্যে নামিয়ে আনা সম্ভব ৷ তবে সেই কবচ কেন ছিল না করমণ্ডল এক্সপ্রেসে সেটাই প্রশ্ন তুলেছেন গায়িকা ৷ নেহার এই ভিডিয়ো ইতিমধ্যেই এক লক্ষেরও বেশি মানুষ ৷