হায়দরাবাদ, 1 অগস্ট: অবশেষে প্রতীক্ষার অবসান ৷ মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির প্রথম গান 'জিন্দা বান্দা' ৷ সোশাল মিডিয়ায় এই গান আসতেই ভিউয়ার সংখ্যা ছাড়িয়েছে মিলিয়ন ৷ ইরশাদ কামিলের লেখা ও অনিরুদ্ধ রবিচন্দরের কণ্ঠে এই আইটেম গান দর্শকদের স্মরণ করিয়ে দিয়েছে পাঠান শাহরুখ খান এখনও জওয়ান আছে ৷
গানের শুরু ওয়াশিম বরেলভির লেখা শায়েরি দিয়ে ৷ যেখানে কণ্ঠ দিয়েছেন বলিউড বাদশা ৷ তিনি বলেন, "অসুলো পর জহাঁ আঁচ আয়ে টকরানা জরুরি হ্যায় / জো জিন্দা হো তো ফির জিন্দা নজর আনা জরুরি হ্যায় ৷" শাহরুখের এন্ট্রিই যেন বহু মহিলাভক্তকূলের মন চুরি করে নেয় ৷ আর আশেপাশে যদি দেখা যায়, মহিলা ছাড়া আর কেউ নেই ৷ কারণ এই গানের শুটে প্রায় 1 হাজার নৃত্যশিল্পী শাহরুখের তালে তাল মিলিয়েছেন ৷
শোনা গিয়েছিল জিন্দা বান্দা গানটি পাঁচদিন ধরে শুটিং হয়েছে চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, মাদুরাই, মুম্বইয়ে ৷ কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছেন শাবি ৷ তবে হিন্দির পাশাপাশি গানটি মুক্তি পেয়েছে তামিল ও তেলুগুতে ৷ তামিল-এ এই গানের নাম 'ভান্ধা এদাম' ও তেলুগুতে এই গান 'ধুম্মে ধুলিপেলা' নামে সামনে এসেছে ৷ মূলত, শিল্পী অনুরুদ্ধ বিখ্যাত তাঁর প্রথম গান কোলাভরি ডি-এর জন্য ৷ এই গানটি তিনিই লিখেছিলেন, গেয়েছিলেন অভিনেতা ধনুশ ৷
আরও পড়ুন: শুটিংয়ের ছবি শেয়ার করে 'ফাইটার' সিদ্ধার্থ আনন্দকে শুভেচ্ছা হৃতিকের
পাশাপাশি সোমবার প্রথম গানের নতুন পোস্টারও এই দিন সামনে এসেছে ৷ ক্যাপশনে লেখা ছিল, "জওয়ানের শব্দ শোনার জন্য তৈরি থাকুন ৷" এই বার্তা সোশাল মিডিয়ায় আসার পর থেকেই অনুরাগীরা তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন ৷ তবে অনেকে আবার তুলনাও করেছেন ৷ 'পাঠান'-এর আইটেম গানের মতো ম্যাজিক এই গানেও নেই বলে অনেক অনুরাগীই মনে করেছেন ৷ প্রসঙ্গত, 7 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জওয়ান ৷ শাহরুখ ছাড়াও অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপথি, সানায়া মালহোত্রা ৷