ETV Bharat / entertainment

First Song of Kothamrito: মুক্তি পেল 'কথামৃত'র প্রথম গান, প্রেমে ডুব কৌশিক-অপরাজিতার - Kothamrito is Coming Soon

এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে নতুন ছবি 'কথামৃত'। মুক্তি পেল এই সিনেমার প্রথম গান "থেকেছি ভাবে-আড়িতে" (First Song of Kothamrito is Out Now )। আগামী 18 নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি ।

First Song of Kothamrito
মুক্তি পেল 'কথামৃত'র প্রথম গান, রোমান্টিক আবহে কৌশিক-অপরাজিতা
author img

By

Published : Oct 31, 2022, 10:57 AM IST

কলকাতা, 31 অক্টোবর: এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে নতুন ছবি 'কথামৃত'(First Song of Kothamrito is Out Now )। এবার মুক্তি পেল সিনেমার প্রথম গান "থেকেছি ভাবে-আড়িতে"। পুরোপুরি প্রেমের এই গানে দেখা গেল কৌশিক গঙ্গোপাধ্য়ায় এবং অপরাজিতা আঢ্যকে । গানটি গেয়েছেন শিল্পী রুপঙ্কর বাগচি এবং অন্বেষা দত্তগুপ্ত (Rupankar Bagchi Anweshaa Dutta Gupta New Song)। সুর দিয়েছেন প্রসেন । গানের কথা লিখেছেন প্রসেনজিৎ মুখোপাধ্য়ায় ৷ আগামী 18 নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ছবি । পরিচালনায় জিৎ চক্রবর্তী ।

First Song of Kothamrito
এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে নতুন ছবি 'কথামৃত'

আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার, আর এবার সামনে এল প্রথম গান (Kothamrito New Song Thekechi bhabe arite)। গল্পের প্রেক্ষাপট কিছুটা এই রকম-পাড়ার আদর্শ দম্পতি সনাতন (কৌশিক) এবং সুলেখা (অপরাজিতা)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার । এই ভালোবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সমস্ত মানুষ । সনাতন কথা বলতে পারেন না। কিন্তু পরিচিতরা তাঁর মনের ভাব বুঝতে পারে । তবে, মনের কথা বলার জন্য সনাতন একটি পকেট ডায়েরি সবসময় সঙ্গে রাখেন । সেই ডায়েরির নাম 'কথামৃত'। গল্প কোন দিকে এগোয় তা জানতে হলে দেখে ফেলতে হবে ছবিটি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: ব্লাড ক্যানসারে আক্রান্ত সায়ন ঘোষের বোন, অনুরাগীদের সাহায্য চাইলেন অভিনেতা

ছবিতে আরও দুটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিশ্বনাথ বসু ও অদিতি চট্টোপাধ্যায় । পরিচালক জানান, এটি এক অনন্য জীবনের গল্প । মানুষের জীবনে কথা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েই এই ছবি । প্রযোজক প্রীতম জালানের প্রযোজনায় ছবিটি মুক্তি পাবে 'জালান প্রোডাকশন'-এর ব্যানারে ( Kothamrito is Coming Soon)।

কলকাতা, 31 অক্টোবর: এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে নতুন ছবি 'কথামৃত'(First Song of Kothamrito is Out Now )। এবার মুক্তি পেল সিনেমার প্রথম গান "থেকেছি ভাবে-আড়িতে"। পুরোপুরি প্রেমের এই গানে দেখা গেল কৌশিক গঙ্গোপাধ্য়ায় এবং অপরাজিতা আঢ্যকে । গানটি গেয়েছেন শিল্পী রুপঙ্কর বাগচি এবং অন্বেষা দত্তগুপ্ত (Rupankar Bagchi Anweshaa Dutta Gupta New Song)। সুর দিয়েছেন প্রসেন । গানের কথা লিখেছেন প্রসেনজিৎ মুখোপাধ্য়ায় ৷ আগামী 18 নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ছবি । পরিচালনায় জিৎ চক্রবর্তী ।

First Song of Kothamrito
এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে নতুন ছবি 'কথামৃত'

আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার, আর এবার সামনে এল প্রথম গান (Kothamrito New Song Thekechi bhabe arite)। গল্পের প্রেক্ষাপট কিছুটা এই রকম-পাড়ার আদর্শ দম্পতি সনাতন (কৌশিক) এবং সুলেখা (অপরাজিতা)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার । এই ভালোবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সমস্ত মানুষ । সনাতন কথা বলতে পারেন না। কিন্তু পরিচিতরা তাঁর মনের ভাব বুঝতে পারে । তবে, মনের কথা বলার জন্য সনাতন একটি পকেট ডায়েরি সবসময় সঙ্গে রাখেন । সেই ডায়েরির নাম 'কথামৃত'। গল্প কোন দিকে এগোয় তা জানতে হলে দেখে ফেলতে হবে ছবিটি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: ব্লাড ক্যানসারে আক্রান্ত সায়ন ঘোষের বোন, অনুরাগীদের সাহায্য চাইলেন অভিনেতা

ছবিতে আরও দুটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিশ্বনাথ বসু ও অদিতি চট্টোপাধ্যায় । পরিচালক জানান, এটি এক অনন্য জীবনের গল্প । মানুষের জীবনে কথা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েই এই ছবি । প্রযোজক প্রীতম জালানের প্রযোজনায় ছবিটি মুক্তি পাবে 'জালান প্রোডাকশন'-এর ব্যানারে ( Kothamrito is Coming Soon)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.