ETV Bharat / entertainment

Antardrishti First look: অন্তরদৃষ্টির প্রথম ঝলক প্রকাশে এসে ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ কবীর লাল - Rituparna Sengupta in Antardrishti

অন্তরদৃষ্টির প্রথম ঝলক প্রকাশ অনুষ্ঠানে এসে ঋতুপর্ণা সেনগুপ্তের প্রশংসায় পঞ্চমুখ হলেন পরিচালক কবীর লাল (Rituparna Sengupta in Antardrishti)৷

Rituparna Sengupta to act Kabil Lal's Bengali film Antardrishti
অন্তরদৃষ্টির প্রথম ঝলক প্রকাশে এসে ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ কবীর লাল
author img

By

Published : May 25, 2022, 1:09 PM IST

কলকাতা, 25 মে: স্প্যানিস ছবি 'জুলিয়াস আইজ' (Julia's Eyes)-এর থেকে অনুপ্রাণিত বাংলা ছবি 'অন্তরদৃষ্টি'র'। এই ছবির পরিচালনায় কবীর লাল ।

সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে হাজির হল ছবির ফার্স্ট লুক । হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta in Antardrishti), শন বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সান্ত্বনা বসু, ছবির পরিচালক কবীর লাল-সহ আরও অনেকে (Bengali film Antardrishti)।

উল্লেখ্য, রিভেঞ্জ থ্রিলারধর্মী এই ছবিটি বাংলার পাশাপাশি মারাঠি, তেলুগু এবং কন্নড় ভাষাতেও দেখানো হবে । গল্প আবর্তিত হয় এক অন্ধ মেয়ে ও তার বোনকে কেন্দ্রে রেখে । দুই বোনের নিবিড় সম্পর্ক খুব সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে এই ছবিতে । এক বোন তার অন্য বোনের মৃত্যুর প্রতিশোধ কীভাবে নেবে সেই নিয়েই এগোবে ছবির গল্প । রঙ্গনা ও কঙ্গনা অর্থাৎ দিদি ও বোনের দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । কঙ্গনা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী । তার দিদির মৃত্যু কি আত্মহত্যার কারণে ? নাকি খুন করা হয়েছে তাকে ? রহস্য ঘনীভূত হয় এই প্রশ্ন সামনে রেখেই ।

আরও পড়ুন: Mon Phagun: মন ফাগুনে নয়া মোড়, নীলের পোস্ট নিয়ে ঘনাচ্ছে রহস্য

ছবিতে ইন্দ্রজিতের চরিত্রটি পজিটিভ । ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এর আগে বহু ছবিতে কাজ করেছেন তিনি । এখানে কঙ্গনার স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে । তাঁর চরিত্রের নাম জন। দায়িত্বশীল স্বামী জন আগলে রাখে কঙ্গনাকে । এই ছবির হাত ধরেই বড় পর্দায় অভিষেক হল অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের । তাঁর চরিত্রটির নাম সুজয় । একজন অ্যান্টাগনিস্টের চরিত্র এখানে শনের ।

এ দিন কবীর লাল এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনেই দুজনের প্রশংসায় পঞ্চমুখ । কবীর লাল তো বলেই ফেললেন যে, তিনি টলিকুইনের একনিষ্ঠ ভক্ত । শুধু বাংলা নয়, ঋতুপর্ণা সারা দেশের গর্ব বলে মনে করেন কবীর লাল । ও দিকে কবীর লালের কাজের মুন্সিয়ানা নিয়েও ঋতুপর্ণার মুখে শোনা যায় ভূয়সী প্রশংসা ।
এই ছবির শুটিং হয়েছে দেরাদুন ও মুসৌরিতে । খুব শীঘ্রই 'অন্তরদৃষ্টি' আসবে বড় পর্দায় ।

কলকাতা, 25 মে: স্প্যানিস ছবি 'জুলিয়াস আইজ' (Julia's Eyes)-এর থেকে অনুপ্রাণিত বাংলা ছবি 'অন্তরদৃষ্টি'র'। এই ছবির পরিচালনায় কবীর লাল ।

সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে হাজির হল ছবির ফার্স্ট লুক । হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta in Antardrishti), শন বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সান্ত্বনা বসু, ছবির পরিচালক কবীর লাল-সহ আরও অনেকে (Bengali film Antardrishti)।

উল্লেখ্য, রিভেঞ্জ থ্রিলারধর্মী এই ছবিটি বাংলার পাশাপাশি মারাঠি, তেলুগু এবং কন্নড় ভাষাতেও দেখানো হবে । গল্প আবর্তিত হয় এক অন্ধ মেয়ে ও তার বোনকে কেন্দ্রে রেখে । দুই বোনের নিবিড় সম্পর্ক খুব সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে এই ছবিতে । এক বোন তার অন্য বোনের মৃত্যুর প্রতিশোধ কীভাবে নেবে সেই নিয়েই এগোবে ছবির গল্প । রঙ্গনা ও কঙ্গনা অর্থাৎ দিদি ও বোনের দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । কঙ্গনা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী । তার দিদির মৃত্যু কি আত্মহত্যার কারণে ? নাকি খুন করা হয়েছে তাকে ? রহস্য ঘনীভূত হয় এই প্রশ্ন সামনে রেখেই ।

আরও পড়ুন: Mon Phagun: মন ফাগুনে নয়া মোড়, নীলের পোস্ট নিয়ে ঘনাচ্ছে রহস্য

ছবিতে ইন্দ্রজিতের চরিত্রটি পজিটিভ । ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এর আগে বহু ছবিতে কাজ করেছেন তিনি । এখানে কঙ্গনার স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে । তাঁর চরিত্রের নাম জন। দায়িত্বশীল স্বামী জন আগলে রাখে কঙ্গনাকে । এই ছবির হাত ধরেই বড় পর্দায় অভিষেক হল অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের । তাঁর চরিত্রটির নাম সুজয় । একজন অ্যান্টাগনিস্টের চরিত্র এখানে শনের ।

এ দিন কবীর লাল এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনেই দুজনের প্রশংসায় পঞ্চমুখ । কবীর লাল তো বলেই ফেললেন যে, তিনি টলিকুইনের একনিষ্ঠ ভক্ত । শুধু বাংলা নয়, ঋতুপর্ণা সারা দেশের গর্ব বলে মনে করেন কবীর লাল । ও দিকে কবীর লালের কাজের মুন্সিয়ানা নিয়েও ঋতুপর্ণার মুখে শোনা যায় ভূয়সী প্রশংসা ।
এই ছবির শুটিং হয়েছে দেরাদুন ও মুসৌরিতে । খুব শীঘ্রই 'অন্তরদৃষ্টি' আসবে বড় পর্দায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.