ETV Bharat / entertainment

FIR Against Bharti Singh : ধর্মীয় ভাবাবেগে আঘাত, ভারতী সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের, ক্ষমাপ্রার্থী কমেডিয়ান - ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ভারতীর বিরুদ্ধে এফআইআর

সোমবার শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফে কমেডিয়ানের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর (FIR lodged against comedian Bharti Singh) ৷ তাদের অভিযোগ, পুরুষদের দাড়ি-গোঁফ নিয়ে মশকরা করতে গিয়ে শিখ ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন ভারতী ৷

FIR Against Bharti Singh News
ধর্মীয় ভাবাবেগে আঘাত করে ক্ষমা চাইলেন ভারতী
author img

By

Published : May 17, 2022, 9:58 AM IST

চণ্ডীগড়, 17 মে: পুরুষদের দাড়ি-গোঁফ নিয়ে মশকরার খেসারত ৷ জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান ভারতী সিং'য়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হল অমৃতসরে ৷ সোমবার শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফে কমেডিয়ানের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর (FIR lodged against comedian Bharti Singh) ৷ তাদের অভিযোগ, পুরুষদের দাড়ি-গোঁফ নিয়ে মশকরা করতে গিয়ে শিখ ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন ভারতী ৷ ভারতীয় সংবিধানের 295-এ ধারায় অভিযুক্ত করা হয়েছে 'কমেডি সার্কাস'-খ্যাত এই কৌতুকাভিনেত্রীকে ৷

যে ভাইরাল ভিডিয়োর কারণে এই এফআইআর দায়ের হয়েছে, সেই ভিডিয়োটি যদিও বেশ পুরনো ৷ তবে সোশ্যাল মিডিয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছেন সদ্য মা হওয়া এই অভিনেত্রী ৷ ভাইরাল ভিডিয়োয় ভারতী বলেছিলেন, "দাড়ি-গোঁফের অনেক সুবিধা রয়েছে ৷ দুধ খাওয়ার সময় দাড়িতে কিছুটা পড়লে তার স্বাদ কোনও অংশে সেমাইয়ের চেয়ে কম নয় ৷" আর এতেই তীব্র আপত্তি শিখ সম্প্রদায়ের একাংশের ৷

আসলে শিখ সম্প্রদায়ে পুরুষদের দাড়ি রাখার চল ধর্মীয় রীতির অংশবিশেষ ৷ স্বভাবতই ভারতীর এহেন মশকরায় বিক্ষুব্ধ শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি ৷ যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিয়ো বার্তায় ঘটনার পরিপ্রেক্ষিতে দুঃখপ্রকাশ করেছেন তারকা কমেডিয়ান ৷ ভারতী বলেন, "গত 3-4 দিন ধরে ভাইরাল ভিডিয়োয় দাড়ি-গোঁফ নিয়ে আমার যা মন্তব্য, সেটা কোনও ধর্ম কিংবা জাতিকে আঘাত করার জন্য নয় ৷

আরও পড়ুন : মা হলেন কমেডি কুইন ভারতী সিং, সুপারহিরোর সঙ্গে তুলনা নেটিজেনদের

নেহাত মজার ছলেই আমি সবটা বলেছিলাম ৷ তবে আমার সেই মশকরা এক শ্রেণির মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করায় আমি হাতজোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ আমার জন্মও অমৃতসরে ৷ আর আমি গর্বিত যে আমি একজন পঞ্জাবি ৷"

চণ্ডীগড়, 17 মে: পুরুষদের দাড়ি-গোঁফ নিয়ে মশকরার খেসারত ৷ জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান ভারতী সিং'য়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হল অমৃতসরে ৷ সোমবার শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফে কমেডিয়ানের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর (FIR lodged against comedian Bharti Singh) ৷ তাদের অভিযোগ, পুরুষদের দাড়ি-গোঁফ নিয়ে মশকরা করতে গিয়ে শিখ ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন ভারতী ৷ ভারতীয় সংবিধানের 295-এ ধারায় অভিযুক্ত করা হয়েছে 'কমেডি সার্কাস'-খ্যাত এই কৌতুকাভিনেত্রীকে ৷

যে ভাইরাল ভিডিয়োর কারণে এই এফআইআর দায়ের হয়েছে, সেই ভিডিয়োটি যদিও বেশ পুরনো ৷ তবে সোশ্যাল মিডিয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছেন সদ্য মা হওয়া এই অভিনেত্রী ৷ ভাইরাল ভিডিয়োয় ভারতী বলেছিলেন, "দাড়ি-গোঁফের অনেক সুবিধা রয়েছে ৷ দুধ খাওয়ার সময় দাড়িতে কিছুটা পড়লে তার স্বাদ কোনও অংশে সেমাইয়ের চেয়ে কম নয় ৷" আর এতেই তীব্র আপত্তি শিখ সম্প্রদায়ের একাংশের ৷

আসলে শিখ সম্প্রদায়ে পুরুষদের দাড়ি রাখার চল ধর্মীয় রীতির অংশবিশেষ ৷ স্বভাবতই ভারতীর এহেন মশকরায় বিক্ষুব্ধ শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি ৷ যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিয়ো বার্তায় ঘটনার পরিপ্রেক্ষিতে দুঃখপ্রকাশ করেছেন তারকা কমেডিয়ান ৷ ভারতী বলেন, "গত 3-4 দিন ধরে ভাইরাল ভিডিয়োয় দাড়ি-গোঁফ নিয়ে আমার যা মন্তব্য, সেটা কোনও ধর্ম কিংবা জাতিকে আঘাত করার জন্য নয় ৷

আরও পড়ুন : মা হলেন কমেডি কুইন ভারতী সিং, সুপারহিরোর সঙ্গে তুলনা নেটিজেনদের

নেহাত মজার ছলেই আমি সবটা বলেছিলাম ৷ তবে আমার সেই মশকরা এক শ্রেণির মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করায় আমি হাতজোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ আমার জন্মও অমৃতসরে ৷ আর আমি গর্বিত যে আমি একজন পঞ্জাবি ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.