ETV Bharat / entertainment

পাঠানের পর এবার 'অশ্লীলতা' বিতর্ক ফাইটারেও, দীপিকার সাহসী দৃশ্য় নিয়ে ফের সরব নেটপাড়া

Deepika Padukone Hrithik Roshan Chemistry: হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোনের সাহসী দৃশ্য় নিয়ে সরব নেটপাড়া ৷ 'ফাইটার' ছবির টিজার সামনে আসতেই প্রশ্ন উঠল 'অশ্লীলতা' নিয়ে ৷

Fighter teaser X reactions
দীপিকার সাহসী দৃশ্য় নিয়ে ফের সরব নেটপাড়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 4:20 PM IST

হায়দরাবাদ, 8 ডিসেম্বর: পরিচালক সিদ্ধার্থ আনন্দ বছরের শুরুতেই চর্চায় উঠে এসেছিলেন তাঁর 'পাঠান' ছবির জন্য ৷ তাঁর এই অ্যাকশন থ্রিলারের হাত ধরেই মসনদে কামব্যাক করেছিলেন বলিউডের কিং শাহরুখ খান ৷ সেই ছবির প্রথম গান 'বেশরম রং' মুক্তির পর কম বিতর্ক হয়নি ৷ এবার তাঁর আগামী ছবি 'ফাইটার'-এর টিজার মুক্তি পেতে না পেতেই তৈরি হল বিতর্ক ৷ হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন জুটির এই বহুচর্চিত ছবির টিজার কেউ দাগিয়ে দিলেন 'টপগান ম্যাভেরিক' ছবির 'ফ্লপ কপি' হিসাবে ৷ কেউ আবার একটু বিরক্ত হৃতিক-দীপিকার রসায়নে যেভাবে নগ্নতা দেখানো হয়েছে তা নিয়ে ৷

প্রসঙ্গত, এর আগে 'পাঠান' ছবির 'বেশরম রং' গানটিতেও দীপিকা-শাহরুখের সাহসী দৃশ্য়গুলি আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল ৷ দীপিকাকে যেভাবে নাচের সময় বেশ কিছু বোল্ড দৃশ্য় ফুটিয়ে তুলতে দেখা যায় তা নিয়েও আলোচনা তুঙ্গে ওঠে ৷ কেউ কেউ এই ছবি নিয়েও 'অশ্লীলতা'র অভিযোগ তুলেছেন টিজার দেখার পর ৷

এক নেটিজেনের বক্তব্য, "দেশ ভক্তি নিয়ে তৈরি একটি ছবিতে এত নগ্নতার কি প্রয়োজন ? সিদ্ধার্থ আনন্দ কি যা খুশি তাই করবেন ?" আরেকটি অংশের দাবি, "ফাইটার-এর টিজার টপ গান ম্যাভারিক-এর ফ্লপ কপি ৷ আমি তো 100 শতাংশ নিশ্চিত ৷" আবার কেউ লিখেছেন, "ফাইটার-এর টিজার কি টপ গান ম্যাভারিক-এর লাইট ভার্সান নাকি ?"

প্রসঙ্গত, 1 মিনিট 13 সেকেন্ডের এই টিজারে দেখানো হয়েছে ভারতীয় বায়ুসেনার দেশপ্রেম ও আত্মত্যাগের কাহিনি ৷ বায়ুসেনার কর্মীরা কীভাবে দেশের জন্য় আত্মাহুতি দেন তারও উদাহরণ রয়েছে টিজারে ৷ রয়েছে হৃতিক-দীপিকার প্রেমের মশলাও ৷ কারও কারও কিন্তু বেশ ভালো লেগেছে মশলাদার এই টিজারটি ৷ কেউ লিখেছেন, "টিজারটি দারুণ প্রভাব ফেলেছে ৷ 2024-ও একটা নতুন বিস্ফোরণ দিয়ে শুরু হতে চলেছে ৷" অন্য় একজনের দাবি, "ভিএফএক্স নিয়ে ভয় ছিল তবে টিজার দেখে খুশি ৷ বাকিটা হৃতিক, দীপিকা, অনিল এবং সিদ্ধার্থরা সামলে নেবেন ৷"

আরও পড়ুন:

  1. ক্যাপ্টেন অনিলের নেতৃত্বে যুদ্ধবিমান নিয়ে তৈরি হৃত্বিক-দীপিকা, বড়পর্দায় লড়াই করতে প্রস্তুত 'ফাইটার'রা
  2. 'অ্যানিম্যাল' রণবীরের সঙ্গে ব়্যাট রেসে পিছিয়ে ভিকির 'শ্যাম বাহাদুর', ঘরে কি আসবে বাজেটের টাকা!
  3. শহরজুড়ে বৃষ্টি ! ছবির টানে ছাতা মাথায় সিনেপ্রেমীদের ভিড় নন্দনে

হায়দরাবাদ, 8 ডিসেম্বর: পরিচালক সিদ্ধার্থ আনন্দ বছরের শুরুতেই চর্চায় উঠে এসেছিলেন তাঁর 'পাঠান' ছবির জন্য ৷ তাঁর এই অ্যাকশন থ্রিলারের হাত ধরেই মসনদে কামব্যাক করেছিলেন বলিউডের কিং শাহরুখ খান ৷ সেই ছবির প্রথম গান 'বেশরম রং' মুক্তির পর কম বিতর্ক হয়নি ৷ এবার তাঁর আগামী ছবি 'ফাইটার'-এর টিজার মুক্তি পেতে না পেতেই তৈরি হল বিতর্ক ৷ হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন জুটির এই বহুচর্চিত ছবির টিজার কেউ দাগিয়ে দিলেন 'টপগান ম্যাভেরিক' ছবির 'ফ্লপ কপি' হিসাবে ৷ কেউ আবার একটু বিরক্ত হৃতিক-দীপিকার রসায়নে যেভাবে নগ্নতা দেখানো হয়েছে তা নিয়ে ৷

প্রসঙ্গত, এর আগে 'পাঠান' ছবির 'বেশরম রং' গানটিতেও দীপিকা-শাহরুখের সাহসী দৃশ্য়গুলি আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল ৷ দীপিকাকে যেভাবে নাচের সময় বেশ কিছু বোল্ড দৃশ্য় ফুটিয়ে তুলতে দেখা যায় তা নিয়েও আলোচনা তুঙ্গে ওঠে ৷ কেউ কেউ এই ছবি নিয়েও 'অশ্লীলতা'র অভিযোগ তুলেছেন টিজার দেখার পর ৷

এক নেটিজেনের বক্তব্য, "দেশ ভক্তি নিয়ে তৈরি একটি ছবিতে এত নগ্নতার কি প্রয়োজন ? সিদ্ধার্থ আনন্দ কি যা খুশি তাই করবেন ?" আরেকটি অংশের দাবি, "ফাইটার-এর টিজার টপ গান ম্যাভারিক-এর ফ্লপ কপি ৷ আমি তো 100 শতাংশ নিশ্চিত ৷" আবার কেউ লিখেছেন, "ফাইটার-এর টিজার কি টপ গান ম্যাভারিক-এর লাইট ভার্সান নাকি ?"

প্রসঙ্গত, 1 মিনিট 13 সেকেন্ডের এই টিজারে দেখানো হয়েছে ভারতীয় বায়ুসেনার দেশপ্রেম ও আত্মত্যাগের কাহিনি ৷ বায়ুসেনার কর্মীরা কীভাবে দেশের জন্য় আত্মাহুতি দেন তারও উদাহরণ রয়েছে টিজারে ৷ রয়েছে হৃতিক-দীপিকার প্রেমের মশলাও ৷ কারও কারও কিন্তু বেশ ভালো লেগেছে মশলাদার এই টিজারটি ৷ কেউ লিখেছেন, "টিজারটি দারুণ প্রভাব ফেলেছে ৷ 2024-ও একটা নতুন বিস্ফোরণ দিয়ে শুরু হতে চলেছে ৷" অন্য় একজনের দাবি, "ভিএফএক্স নিয়ে ভয় ছিল তবে টিজার দেখে খুশি ৷ বাকিটা হৃতিক, দীপিকা, অনিল এবং সিদ্ধার্থরা সামলে নেবেন ৷"

আরও পড়ুন:

  1. ক্যাপ্টেন অনিলের নেতৃত্বে যুদ্ধবিমান নিয়ে তৈরি হৃত্বিক-দীপিকা, বড়পর্দায় লড়াই করতে প্রস্তুত 'ফাইটার'রা
  2. 'অ্যানিম্যাল' রণবীরের সঙ্গে ব়্যাট রেসে পিছিয়ে ভিকির 'শ্যাম বাহাদুর', ঘরে কি আসবে বাজেটের টাকা!
  3. শহরজুড়ে বৃষ্টি ! ছবির টানে ছাতা মাথায় সিনেপ্রেমীদের ভিড় নন্দনে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.