ETV Bharat / entertainment

মারকাটারি অ্যাকশন-দুরন্ত সংলাপ, ট্রেলারেই বাজিমাৎ হৃতিক-দীপিকার ফাইটারের - Deepika Padukone

Fighter Trailer: সোমবার প্রকাশ্যে এল 'ফাইটার' ছবির ট্রেলার ৷ সিদ্ধার্থ আনন্দ-হৃতিক রোশন জুটি উপহার দিতে চলেছেন আরও এক অ্যাকশন ছবি ৷ তিন মিনিটের টানটান ট্রেলারে নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন-অনিল কাপুর ৷

Etv Bharat
প্রকাশ্যে 'ফাইটার' ছবির ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 1:58 PM IST

হায়দরাবাদ, 15 জানুয়ারি: "তিরঙ্গে সে খুবসুরত কফন নেহি হোতা" ৷ দেশের সাধারণতন্ত্র দিবসের আগে মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার' ৷ সোমবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার ৷ 3 মিনিট 9 সেকেন্ডের ট্রেলারে দর্শকদের আটকে রাখলেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ৷

ট্রেলার শুরু হয় হৃতিকের সংলাপ দিয়ে ৷ তিনি যা বলেছেন তা বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, "ফাইটার সে নয় যে টার্গেটে নজর রাখে, ফাইটার সে যে তাকে ধ্বংস করে দেয় ৷" বলিউডের গ্রিক গড হৃতিকের অ্যাকশনমুখী রূপে গায়ে কাঁটা দিতে বাধ্য ৷ অন্যদিকে, দীপিকা পাড়ুকোনও দিয়েছেন যোগ্য সঙ্গত ৷

প্রযোজনা সংস্থা মারফ্লিক্স পিকচার্সের তরফে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ট্রেলার শেয়ার করা হয়েছে ৷ পোস্টে লেখা, "দিল আসমান কে নাম, জান দেশ কে নাম, জয় হিন্দ ৷" আকাশপথে যুদ্ধের দৃশ্যগুলি তাক লাগিয়েছে অনুরাগীদের ৷ ট্রেলারে জায়গা পেয়েছে কাশ্মীরে পুলওয়ামা হামলার ঘটনা ৷ যেখানে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করতে ভারতের পক্ষ থেকে করা হয়েছিল এয়ার স্ট্রাইক ৷ সেটাই এই ছবির বড় ইউএসপি ৷

ট্রেলারে সংলাপও রয়েছে জোরদার ৷ যেখানে হৃতিক বলেন, "পিওকে-এর মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ৷ তোমরা দখল করেছো ৷ মালিক আমরা ৷ তোমাদের মতো জঙ্গিদের শায়েস্তা করতে যদি আমরা ময়দানে নামি তাহলে পাকিস্তানের সব জায়গা ইন্ডিয়া অকুপাইড পাকিস্তান হবে ৷" মারকাটারি এমন সংলাপ থাকলে প্রেক্ষাগৃহে যে হাততালি পড়তে বাধ্য, তা বলাই যায় ৷ অন্যদিকে, ফাইটার ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলেন না দীপিকা পাড়ুকোন ৷ তাঁর ইনস্টাগ্রাম স্টোরি সেই ইঙ্গিতই করেছে ৷ তিনি লিখেছেন, "মিস করলাম আমার স্কোয়াড্রনদের ৷ গুট লাক টিম ৷"

ছবির টিজার মুক্তি পায় 2023 সালের 8 ডিসেম্বর ৷ প্রকাশ্যে আসে চরিত্রদের নামও ৷ যেখানে হৃতিককে দেখা যাবে স্কোয়াড্রন লিডার সামশের পাঠানিয়া (প্যাটি)-র চরিত্রে ৷ দীপিকাকে দেখা যাবে স্কোয়াড্রন লিডার মিনাল (মিন্নি) রাঠোরের ভূমিকায় ৷ অন্যদিকে, অনিল কাপুরকে দেখা যাবে গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং (রকি)-এর ভূমিকায় ৷

'ফাইটার' ছবির হাত ধরেই বলিউড পেতে চলেছে নতুন জুটি হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোনকে ৷ 25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ জানা গিয়েছে, এই ছবির বাজেট 250 কোটি টাকা ৷ ছবির শুটিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে সত্যিকারের যুদ্ধবিমান ৷ অসমের তেজপুর এয়ার ফোর্স স্টেশনে সুখোই যুদ্ধবিমান নিয়ে ছবির শুটিং করা হয়েছে ৷ অন্যদিকে, কাশ্মীরের পহেলগাম বেস ও হায়দরাবাদে দুন্ডিগাল এয়ার ফোর্স অ্যাকাডেমিতেও শুটিং হয়েছে 'ফাইটার' ছবির ৷

আরও পড়ুন:

1. হাতে অস্ত্রোপচার হয়েছে অমিতাভের, এখন কেমন আছেন ?

2. মাথায় গুলি করে খুন মডেল দিব্যা পাহুজাকে! সামনে এল ময়নাতদন্তের রিপোর্ট

3. কিং খানের পর অ্যাটলির ছবিতে 'বাওয়াল' অভিনেতা, শীঘ্রই শুরু হবে শুটিং

হায়দরাবাদ, 15 জানুয়ারি: "তিরঙ্গে সে খুবসুরত কফন নেহি হোতা" ৷ দেশের সাধারণতন্ত্র দিবসের আগে মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার' ৷ সোমবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার ৷ 3 মিনিট 9 সেকেন্ডের ট্রেলারে দর্শকদের আটকে রাখলেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ৷

ট্রেলার শুরু হয় হৃতিকের সংলাপ দিয়ে ৷ তিনি যা বলেছেন তা বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, "ফাইটার সে নয় যে টার্গেটে নজর রাখে, ফাইটার সে যে তাকে ধ্বংস করে দেয় ৷" বলিউডের গ্রিক গড হৃতিকের অ্যাকশনমুখী রূপে গায়ে কাঁটা দিতে বাধ্য ৷ অন্যদিকে, দীপিকা পাড়ুকোনও দিয়েছেন যোগ্য সঙ্গত ৷

প্রযোজনা সংস্থা মারফ্লিক্স পিকচার্সের তরফে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ট্রেলার শেয়ার করা হয়েছে ৷ পোস্টে লেখা, "দিল আসমান কে নাম, জান দেশ কে নাম, জয় হিন্দ ৷" আকাশপথে যুদ্ধের দৃশ্যগুলি তাক লাগিয়েছে অনুরাগীদের ৷ ট্রেলারে জায়গা পেয়েছে কাশ্মীরে পুলওয়ামা হামলার ঘটনা ৷ যেখানে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করতে ভারতের পক্ষ থেকে করা হয়েছিল এয়ার স্ট্রাইক ৷ সেটাই এই ছবির বড় ইউএসপি ৷

ট্রেলারে সংলাপও রয়েছে জোরদার ৷ যেখানে হৃতিক বলেন, "পিওকে-এর মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ৷ তোমরা দখল করেছো ৷ মালিক আমরা ৷ তোমাদের মতো জঙ্গিদের শায়েস্তা করতে যদি আমরা ময়দানে নামি তাহলে পাকিস্তানের সব জায়গা ইন্ডিয়া অকুপাইড পাকিস্তান হবে ৷" মারকাটারি এমন সংলাপ থাকলে প্রেক্ষাগৃহে যে হাততালি পড়তে বাধ্য, তা বলাই যায় ৷ অন্যদিকে, ফাইটার ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলেন না দীপিকা পাড়ুকোন ৷ তাঁর ইনস্টাগ্রাম স্টোরি সেই ইঙ্গিতই করেছে ৷ তিনি লিখেছেন, "মিস করলাম আমার স্কোয়াড্রনদের ৷ গুট লাক টিম ৷"

ছবির টিজার মুক্তি পায় 2023 সালের 8 ডিসেম্বর ৷ প্রকাশ্যে আসে চরিত্রদের নামও ৷ যেখানে হৃতিককে দেখা যাবে স্কোয়াড্রন লিডার সামশের পাঠানিয়া (প্যাটি)-র চরিত্রে ৷ দীপিকাকে দেখা যাবে স্কোয়াড্রন লিডার মিনাল (মিন্নি) রাঠোরের ভূমিকায় ৷ অন্যদিকে, অনিল কাপুরকে দেখা যাবে গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং (রকি)-এর ভূমিকায় ৷

'ফাইটার' ছবির হাত ধরেই বলিউড পেতে চলেছে নতুন জুটি হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোনকে ৷ 25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ জানা গিয়েছে, এই ছবির বাজেট 250 কোটি টাকা ৷ ছবির শুটিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে সত্যিকারের যুদ্ধবিমান ৷ অসমের তেজপুর এয়ার ফোর্স স্টেশনে সুখোই যুদ্ধবিমান নিয়ে ছবির শুটিং করা হয়েছে ৷ অন্যদিকে, কাশ্মীরের পহেলগাম বেস ও হায়দরাবাদে দুন্ডিগাল এয়ার ফোর্স অ্যাকাডেমিতেও শুটিং হয়েছে 'ফাইটার' ছবির ৷

আরও পড়ুন:

1. হাতে অস্ত্রোপচার হয়েছে অমিতাভের, এখন কেমন আছেন ?

2. মাথায় গুলি করে খুন মডেল দিব্যা পাহুজাকে! সামনে এল ময়নাতদন্তের রিপোর্ট

3. কিং খানের পর অ্যাটলির ছবিতে 'বাওয়াল' অভিনেতা, শীঘ্রই শুরু হবে শুটিং

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.