ETV Bharat / entertainment

Fighter First Look Poster: সামনে এল হৃতিক-দীপিকার ফাইটার-এর ফার্স্ট লুক পোস্টার - Deepika Padukone Hrithik Roshan Film Release Date

'ফাইটার' ছবির প্রথম পোস্টার সামনে আনলেন নির্মাতারা ৷ একইসঙ্গে জানা গেল বড়পর্দায় এই ছবিটি মুক্তি পেতে চলেছে 2024 সালের 25 জানুয়ারি (Deepika Padukone Hrithik Roshan Film Release Date)৷

Fighter First Look Poster
হাজির হৃতিক-দীপিকার ফাইটার-এর ফার্স্ট লুক পোস্টার
author img

By

Published : Oct 28, 2022, 3:51 PM IST

মুম্বই, 28 অক্টোবর: 'ফাইটার' ছবির প্রথম পোস্টার সামনে আনলেন নির্মাতারা ৷ শুক্রবার সামনে এল ছবির বহু প্রতিক্ষীত ফার্স্ট পোস্টার ৷ দীপিকা পাড়ুকোন এবং হৃতিক রোশন অভিনীত এই ছবির জন্য় বহু দিন ধরেই অপেক্ষা করে রয়েছেন সিনে অনুরাগীরা ৷ কারণ 'ফাইটার'-ই হতে চলেছে ভারতের প্রথম অ্যারিয়াল অ্যাকশন ঘরানার ছবি ৷ তাছাড়া এক ফ্রেমে জুটি বাঁধতে চলেছেন দীপিকা-হৃতিক ৷ তাই আগ্রহ আরও তুঙ্গে (Deepika Hrithik Fighter First Look Poster )৷

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ৷ চিত্রগ্রহণের জন্য বেশকিছু স্পেশাল টেকনিক ব্যবহার করেছেন নির্মাতারা ৷ বিশ্বের বিভিন্ন স্থানে শুটিং করা হয়েছে এই ছবিটির ৷ ফার্স্ট লুক পোস্টারের পাশাপাশি নির্মাতারা ছবির মুক্তির দিনক্ষণও ঘোষণা করেছেন ৷ নির্মাতাদের দাবি অনুযায়ী, বড়পর্দায় এই ছবিটি মুক্তি পেতে চলেছে 2024 সালের 25 জানুয়ারি (Deepika Padukone Hrithik Roshan Film Release Date)৷ অবশ্য় আগে এই ছবির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল আগামী বছর 26 জানুয়ারি ৷ কিন্তু এখন সেই তারিখ বদলে দিলেন নির্মাতারা (Fighter First Look Poster)৷

Fighter First Look Poster
হাজির হৃতিক-দীপিকার ফাইটার-এর ফার্স্ট লুক পোস্টার

ছবিটি সম্পর্কে বলতে গিয়ে আগেই জানানো হয়েছিল এটি সম্পূর্ণ অ্যাকশন ঘরানার ছবি (Fighter release date )৷ অ্যাকশনপ্রেমী দর্শকদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা হতে চলেছে হৃতিকের এই নতুন প্রজেক্ট ৷ যদিও সাম্প্রতিক কালে দু'টি বিগ বাজেট অ্যাকশন ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷ এর মধ্য়ে একটি হল কঙ্গনা রানাওয়াতের ছবি 'ধাকড়' আর অন্য়টি হল জন আব্রাহমের 'অ্যাটাক: পার্ট ওয়ান' ৷ এর থেকে স্পষ্টতই বোঝা যায় গল্পের ভিত নড়বড়ে হলে তা প্রযুক্তি দিয়ে চাপা দেওয়া মুশকিল ৷ হৃতিকের এই নতুন ছবি সেই দলেই পড়বে নাকি নতুন মাইলফলক স্থাপন করবে সিনে দুনিয়ায় তার জন্য অপেক্ষা ছাড়া গতি নেই ৷

আরও পড়ুন: 24 ঘণ্টার মধ্যেই 1.8 মিলিয়ন ভিউ, 'যশোদা'র ট্রেলার ঘিরে শোরগোল

এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ভায়াকম 18 স্টুডিয়োস, মমতা আনন্দ, রমন চিব এবং অঙ্কু পান্ডে ৷ এই অ্যারিয়াল অ্যাকশন ছবির মাধ্যমে একটি ফ্র্যাঞ্চাইজি নির্মানের কথা ভাবছেন নির্মাতারা ৷ অর্থাৎ দর্শকদের পছন্দ হলে এই ছবির পরবর্তী পর্ব তৈরিতে মন দেবেন তাঁরা ৷ প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার সিদ্ধার্থ আনন্দের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন হৃতিক ৷ এর আগে 'ব্যাং ব্যাং' এবং 'যুদ্ধ' ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই জুটি ৷ হৃতিক এবং দীপিকা ছাড়াও 'ফাইটার' ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকেও।

মুম্বই, 28 অক্টোবর: 'ফাইটার' ছবির প্রথম পোস্টার সামনে আনলেন নির্মাতারা ৷ শুক্রবার সামনে এল ছবির বহু প্রতিক্ষীত ফার্স্ট পোস্টার ৷ দীপিকা পাড়ুকোন এবং হৃতিক রোশন অভিনীত এই ছবির জন্য় বহু দিন ধরেই অপেক্ষা করে রয়েছেন সিনে অনুরাগীরা ৷ কারণ 'ফাইটার'-ই হতে চলেছে ভারতের প্রথম অ্যারিয়াল অ্যাকশন ঘরানার ছবি ৷ তাছাড়া এক ফ্রেমে জুটি বাঁধতে চলেছেন দীপিকা-হৃতিক ৷ তাই আগ্রহ আরও তুঙ্গে (Deepika Hrithik Fighter First Look Poster )৷

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ৷ চিত্রগ্রহণের জন্য বেশকিছু স্পেশাল টেকনিক ব্যবহার করেছেন নির্মাতারা ৷ বিশ্বের বিভিন্ন স্থানে শুটিং করা হয়েছে এই ছবিটির ৷ ফার্স্ট লুক পোস্টারের পাশাপাশি নির্মাতারা ছবির মুক্তির দিনক্ষণও ঘোষণা করেছেন ৷ নির্মাতাদের দাবি অনুযায়ী, বড়পর্দায় এই ছবিটি মুক্তি পেতে চলেছে 2024 সালের 25 জানুয়ারি (Deepika Padukone Hrithik Roshan Film Release Date)৷ অবশ্য় আগে এই ছবির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল আগামী বছর 26 জানুয়ারি ৷ কিন্তু এখন সেই তারিখ বদলে দিলেন নির্মাতারা (Fighter First Look Poster)৷

Fighter First Look Poster
হাজির হৃতিক-দীপিকার ফাইটার-এর ফার্স্ট লুক পোস্টার

ছবিটি সম্পর্কে বলতে গিয়ে আগেই জানানো হয়েছিল এটি সম্পূর্ণ অ্যাকশন ঘরানার ছবি (Fighter release date )৷ অ্যাকশনপ্রেমী দর্শকদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা হতে চলেছে হৃতিকের এই নতুন প্রজেক্ট ৷ যদিও সাম্প্রতিক কালে দু'টি বিগ বাজেট অ্যাকশন ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷ এর মধ্য়ে একটি হল কঙ্গনা রানাওয়াতের ছবি 'ধাকড়' আর অন্য়টি হল জন আব্রাহমের 'অ্যাটাক: পার্ট ওয়ান' ৷ এর থেকে স্পষ্টতই বোঝা যায় গল্পের ভিত নড়বড়ে হলে তা প্রযুক্তি দিয়ে চাপা দেওয়া মুশকিল ৷ হৃতিকের এই নতুন ছবি সেই দলেই পড়বে নাকি নতুন মাইলফলক স্থাপন করবে সিনে দুনিয়ায় তার জন্য অপেক্ষা ছাড়া গতি নেই ৷

আরও পড়ুন: 24 ঘণ্টার মধ্যেই 1.8 মিলিয়ন ভিউ, 'যশোদা'র ট্রেলার ঘিরে শোরগোল

এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ভায়াকম 18 স্টুডিয়োস, মমতা আনন্দ, রমন চিব এবং অঙ্কু পান্ডে ৷ এই অ্যারিয়াল অ্যাকশন ছবির মাধ্যমে একটি ফ্র্যাঞ্চাইজি নির্মানের কথা ভাবছেন নির্মাতারা ৷ অর্থাৎ দর্শকদের পছন্দ হলে এই ছবির পরবর্তী পর্ব তৈরিতে মন দেবেন তাঁরা ৷ প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার সিদ্ধার্থ আনন্দের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন হৃতিক ৷ এর আগে 'ব্যাং ব্যাং' এবং 'যুদ্ধ' ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই জুটি ৷ হৃতিক এবং দীপিকা ছাড়াও 'ফাইটার' ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকেও।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.