ETV Bharat / entertainment

'বিনোদুনিয়াতেও রাজনীতি আছে', বলিউড জার্নি নিয়ে মুখ খুললেন পাক অভিনেতা ফাওয়াদ - Khoobsurat

Fawad Khan on Bollywood: ভালো ভালো ছবি উপরহার দিয়েছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ৷ খুব কম সময়ে জায়গা করে নিয়েছিলেন দর্শক মনে৷ কিন্তু দু'দেশের কূটনৈতিক সম্পর্কের ছাপ পড়ে বিনোদন দুনিয়াতেও ৷ সেই সব অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন 'খুবসুরত' অভিনেতা ৷

Etv Bharat
বলিউড জার্নি নিয়ে কথা বললেন ফাওয়াদ খান
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 7:54 PM IST

হায়দরাবাদ, 9 জানুয়ারি: পাকিস্তানের টেলিভিশন জগতের জনপ্রিয় তারকা তিনি ৷ খুব অল্প সময়ের জন্য এসে মন জয় করে নিয়েছিলেন এদেশের সিনেপ্রেমীদেরও ৷ রাষ্ট্রের বেড়াজাল পেরিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে গুটিকয়েক ছবিতেই অভিনয় করে দর্শকদের নজরে আসেন অভিনেতা ফাওয়াদ খান ৷ এক পডকাস্ট অনুষ্ঠানে ফাওয়াদের কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁর বলিউড জার্নির কথা ৷ সেখানে তিনি ভারতীয় ছবিতে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি তুলে ধরেন ইন্ডাস্ট্রির রাজনীতির কথাও ৷

ওই পডকাস্টে অভিনেতাকে প্রশ্ন করা হয়, বলিউডে যদি ফাওয়াদ একের পর এক কাজ করতেন তাহলে তা কতটা এখানকার অভিনেতাদের কাছে চ্যালেঞ্জের হত ৷ ফাওয়াদ স্পষ্ট জানান, তাঁর কোনওরকম অভিযোগ নেই ৷ বরং তিনি বলিউড থেকে অনেক ভালোবাসা পেয়েছেন ৷ তিনি বলেন, "আমি অনেক ভালোবাসা পেয়েছি বলিউড থেকে ৷" তিনি জানান, সেখানকার দর্শক সাদরে গ্রহণ করেছে প্রতিটা কাজ ৷ তবে প্রত্যেক বিনোদন জগতে রাজনীতি আছেই ৷ এমনকী পাকিস্তানের বিনোদন দুনিয়াতে রাজনীতির অস্তিত্ব রয়েছে ৷

পাশাপাশি, তিনি বলিউডে কাজের অভিজ্ঞতাও শেয়ার করেন সেই পডকাস্টে ৷ তিনি জানান শশাঙ্ক ঘোষ পরিচালিত 'খুবসুরত' 2014 সালে মুক্তি পায় ৷ তিনি কোনও কিছু না-ভেবেই কাজের প্রস্তাব পেলে সম্মতি জানান ৷ এরপর যখন 'কাপুর অ্যান্ড সনস' ছবির প্রস্তাব আসে তখন ছবির গল্প ভীষণ মনে ধরে ৷ এটা জীবনের সেরা একটা কাজের অভিজ্ঞতা হিসাবে থেকে যাবে ৷ এরপর ফাওয়াদের কাছে জানতে চাওয়া হয়, তিনি ছাড়াও আলি জাফর, মাহিরা খান বলিউডে কাজ করেছেন ৷ তাহলে কী সেখানকার তারকাদের সঙ্গে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হত, যদি কাজ করে যেতেন ৷ প্রশ্ন শুনে হেসে ফেলেন অভিনেতা ৷

তিনি বলেন, "আমি কী করে জানব ?" তিনি জানান, দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তাই অনেক ৷ প্রত্যেক বিনোদন জগতে রাজনীতি থাকে ৷ তবে নিজের দেশের বিনোদন দুনিয়ার রাজনীতি সামলালো অনেক সহজ ৷ তিনি বলেন, "আমার ম্যানেজার সবসময় বলত, যা দেখাবে তাই বিক্রি হবে ৷ তাই সোশাল মিডিয়ায় সক্রিয় থাকা উচিত ৷ কিন্তু আমার সেই সব পছন্দ নয় ৷ তাই সোশাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করি ৷"

আরও পড়ুন:

1. লুঙ্গি ডান্সে স্টেজ মাতালেন নূপুর, মেহেন্দি সেরেমনিতে নজর কাড়ল ইরার লুক

2. সঙ্গীত জগতে নক্ষত্রপতন! প্রয়াত উস্তাদ রশিদ খান

3. পিছিয়ে পড়ল গোল্ডেন গ্লোবজয়ী 'ওপেনহাইমার', আইএমডিবি'র রেটিংয়ে পয়লা নম্বরে 'টুয়েলভথ ফেল'

হায়দরাবাদ, 9 জানুয়ারি: পাকিস্তানের টেলিভিশন জগতের জনপ্রিয় তারকা তিনি ৷ খুব অল্প সময়ের জন্য এসে মন জয় করে নিয়েছিলেন এদেশের সিনেপ্রেমীদেরও ৷ রাষ্ট্রের বেড়াজাল পেরিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে গুটিকয়েক ছবিতেই অভিনয় করে দর্শকদের নজরে আসেন অভিনেতা ফাওয়াদ খান ৷ এক পডকাস্ট অনুষ্ঠানে ফাওয়াদের কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁর বলিউড জার্নির কথা ৷ সেখানে তিনি ভারতীয় ছবিতে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি তুলে ধরেন ইন্ডাস্ট্রির রাজনীতির কথাও ৷

ওই পডকাস্টে অভিনেতাকে প্রশ্ন করা হয়, বলিউডে যদি ফাওয়াদ একের পর এক কাজ করতেন তাহলে তা কতটা এখানকার অভিনেতাদের কাছে চ্যালেঞ্জের হত ৷ ফাওয়াদ স্পষ্ট জানান, তাঁর কোনওরকম অভিযোগ নেই ৷ বরং তিনি বলিউড থেকে অনেক ভালোবাসা পেয়েছেন ৷ তিনি বলেন, "আমি অনেক ভালোবাসা পেয়েছি বলিউড থেকে ৷" তিনি জানান, সেখানকার দর্শক সাদরে গ্রহণ করেছে প্রতিটা কাজ ৷ তবে প্রত্যেক বিনোদন জগতে রাজনীতি আছেই ৷ এমনকী পাকিস্তানের বিনোদন দুনিয়াতে রাজনীতির অস্তিত্ব রয়েছে ৷

পাশাপাশি, তিনি বলিউডে কাজের অভিজ্ঞতাও শেয়ার করেন সেই পডকাস্টে ৷ তিনি জানান শশাঙ্ক ঘোষ পরিচালিত 'খুবসুরত' 2014 সালে মুক্তি পায় ৷ তিনি কোনও কিছু না-ভেবেই কাজের প্রস্তাব পেলে সম্মতি জানান ৷ এরপর যখন 'কাপুর অ্যান্ড সনস' ছবির প্রস্তাব আসে তখন ছবির গল্প ভীষণ মনে ধরে ৷ এটা জীবনের সেরা একটা কাজের অভিজ্ঞতা হিসাবে থেকে যাবে ৷ এরপর ফাওয়াদের কাছে জানতে চাওয়া হয়, তিনি ছাড়াও আলি জাফর, মাহিরা খান বলিউডে কাজ করেছেন ৷ তাহলে কী সেখানকার তারকাদের সঙ্গে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হত, যদি কাজ করে যেতেন ৷ প্রশ্ন শুনে হেসে ফেলেন অভিনেতা ৷

তিনি বলেন, "আমি কী করে জানব ?" তিনি জানান, দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তাই অনেক ৷ প্রত্যেক বিনোদন জগতে রাজনীতি থাকে ৷ তবে নিজের দেশের বিনোদন দুনিয়ার রাজনীতি সামলালো অনেক সহজ ৷ তিনি বলেন, "আমার ম্যানেজার সবসময় বলত, যা দেখাবে তাই বিক্রি হবে ৷ তাই সোশাল মিডিয়ায় সক্রিয় থাকা উচিত ৷ কিন্তু আমার সেই সব পছন্দ নয় ৷ তাই সোশাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করি ৷"

আরও পড়ুন:

1. লুঙ্গি ডান্সে স্টেজ মাতালেন নূপুর, মেহেন্দি সেরেমনিতে নজর কাড়ল ইরার লুক

2. সঙ্গীত জগতে নক্ষত্রপতন! প্রয়াত উস্তাদ রশিদ খান

3. পিছিয়ে পড়ল গোল্ডেন গ্লোবজয়ী 'ওপেনহাইমার', আইএমডিবি'র রেটিংয়ে পয়লা নম্বরে 'টুয়েলভথ ফেল'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.