ETV Bharat / entertainment

Fatafati New Song: সেলাই মেশিনে স্বপ্ন বুনছেন ঋতাভরী, মুক্তি পেল 'ফাটাফাটি'র নতুন গান - মুক্তি পেল ফাটাফাটির নতুন গান

মুক্তি পেল 'ফাটাফাটি' ছবির নতুন গান 'স্বপ্ন বোনার সময় এখন' ৷ চমক হাসানের এই গানে দেখা গেল ঋতাভরীর স্বপ্নের উড়ানের কাহিনি ৷

Fatafati New Song
মুক্তি পেল ফাটাফাটির নতুন গান স্বপ্ন বোনার সময় এখন
author img

By

Published : Apr 7, 2023, 1:06 PM IST

কলকাতা, 7 এপ্রিল: মুক্তি পেল অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'ফাটাফাটি'র নতুন গান 'স্বপ্ন বোনার সময় এখন' ৷ শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় এবং নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশনের এই নতুন ছবিতে জুটি বেঁধেছেন আবির এবং ঋতাভরী ৷ ঋতাভরী এখানে অভিনয় করবেন এখন ফ্যাশন ইনফ্লুয়েন্সারের চরিত্রে ৷ অন্য়দিকে আবির রয়েছেন তাঁর স্বামীর ভূমিকায় ৷ এর আগে 'জানি অকারণ' গানে সুন্দরভাবে ধরা পড়েছিল তাঁদের কেমিস্ট্রি ৷ তবে এই গানটি একটু অন্য়রকম ৷

চমক হাসানের এই গানে ফুটে উঠেছে এক গৃহবধূর স্বপ্নের উড়ানের কথা ৷ গানের কথা এবং সুরের দায়িত্বও সামলেছেন চমক নিজেই ৷ এই গান ঋতাভরীকে পর্দায় এক উড়ানের গল্প বুনতে সাহায্য় করে ৷ ভিডিয়োর শুরুতেই আমরা ঋতাভরীর চরিত্রকে বলতে শুনি,"আমরা মোটা হতে পারি কিন্তু আমাদের জীবন মোটামুটি নয় ফাটাফাটি" ৷ আর তারপর ভিডিয়োতে আমরা দেখি সেলাই করতে করতে কীভাবে নিজেই নতুন নতুন ডিজাইনের জন্ম দিচ্ছেন এই গৃহবধূ ৷ একে একে তাঁর হাত ধরছেন অন্যরাও ৷ শুরু হচ্ছে এক স্বপ্নের যাত্রা ৷

ঋতাভরী নিজেই দর্শকের উদ্দেশ্য়ে শেয়ার করেছেন এই গানটি ৷ গানের ভিডিয়ো শেয়ার করে ইনস্টাগ্রামে তিনি লেখেন, "স্বপ্ন বোনার সময় এখন" ৷ অরিত্র মুখোপাধ্য়ায়ের এই ছবি মুক্তি পেতে চলেছ আগামী 12 মে ৷ অর্থাৎ অপেক্ষা করতে হবে আর এক মাস মতো ৷ তবে ইতিমধ্য়েই দর্শকদের বেশ ভালো লেগেছে ঋতাভরীর এই নতুন অবতার ৷ জানা গিয়েছে, শুধু এই চরিত্রটির জন্য় এক সময় 25 কেজি ওজন বাড়িয়েছিলেন ঋতাভরী ৷

এই ছবির কাহিনি এবং চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন আর ছবির সংলাপ রচনা করেছেন সম্রাজ্ঞী বন্দোপাধ্য়ায় ৷ ছবিতে শুধু ঋতাভরী নয় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ছোটপর্দা তথা ওযেবের জনপ্রিয় মুখ স্বস্তিকা দত্তকে ৷ থাকবেন সোমা বন্দোপাধ্যায়, রক্তিম সামন্ত আরও অনেক চেনা অভিনেতা অভিনেত্রীরাও ৷

আরও পড়ুন: সিদ্ধি বিনায়কের দর্শনে প্রিয়াঙ্কা, ছবি পোস্ট ঘিরে শুরু বিতর্ক

কলকাতা, 7 এপ্রিল: মুক্তি পেল অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'ফাটাফাটি'র নতুন গান 'স্বপ্ন বোনার সময় এখন' ৷ শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় এবং নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশনের এই নতুন ছবিতে জুটি বেঁধেছেন আবির এবং ঋতাভরী ৷ ঋতাভরী এখানে অভিনয় করবেন এখন ফ্যাশন ইনফ্লুয়েন্সারের চরিত্রে ৷ অন্য়দিকে আবির রয়েছেন তাঁর স্বামীর ভূমিকায় ৷ এর আগে 'জানি অকারণ' গানে সুন্দরভাবে ধরা পড়েছিল তাঁদের কেমিস্ট্রি ৷ তবে এই গানটি একটু অন্য়রকম ৷

চমক হাসানের এই গানে ফুটে উঠেছে এক গৃহবধূর স্বপ্নের উড়ানের কথা ৷ গানের কথা এবং সুরের দায়িত্বও সামলেছেন চমক নিজেই ৷ এই গান ঋতাভরীকে পর্দায় এক উড়ানের গল্প বুনতে সাহায্য় করে ৷ ভিডিয়োর শুরুতেই আমরা ঋতাভরীর চরিত্রকে বলতে শুনি,"আমরা মোটা হতে পারি কিন্তু আমাদের জীবন মোটামুটি নয় ফাটাফাটি" ৷ আর তারপর ভিডিয়োতে আমরা দেখি সেলাই করতে করতে কীভাবে নিজেই নতুন নতুন ডিজাইনের জন্ম দিচ্ছেন এই গৃহবধূ ৷ একে একে তাঁর হাত ধরছেন অন্যরাও ৷ শুরু হচ্ছে এক স্বপ্নের যাত্রা ৷

ঋতাভরী নিজেই দর্শকের উদ্দেশ্য়ে শেয়ার করেছেন এই গানটি ৷ গানের ভিডিয়ো শেয়ার করে ইনস্টাগ্রামে তিনি লেখেন, "স্বপ্ন বোনার সময় এখন" ৷ অরিত্র মুখোপাধ্য়ায়ের এই ছবি মুক্তি পেতে চলেছ আগামী 12 মে ৷ অর্থাৎ অপেক্ষা করতে হবে আর এক মাস মতো ৷ তবে ইতিমধ্য়েই দর্শকদের বেশ ভালো লেগেছে ঋতাভরীর এই নতুন অবতার ৷ জানা গিয়েছে, শুধু এই চরিত্রটির জন্য় এক সময় 25 কেজি ওজন বাড়িয়েছিলেন ঋতাভরী ৷

এই ছবির কাহিনি এবং চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন আর ছবির সংলাপ রচনা করেছেন সম্রাজ্ঞী বন্দোপাধ্য়ায় ৷ ছবিতে শুধু ঋতাভরী নয় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ছোটপর্দা তথা ওযেবের জনপ্রিয় মুখ স্বস্তিকা দত্তকে ৷ থাকবেন সোমা বন্দোপাধ্যায়, রক্তিম সামন্ত আরও অনেক চেনা অভিনেতা অভিনেত্রীরাও ৷

আরও পড়ুন: সিদ্ধি বিনায়কের দর্শনে প্রিয়াঙ্কা, ছবি পোস্ট ঘিরে শুরু বিতর্ক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.