ETV Bharat / entertainment

Abir Ritabhari New Song:জমে উঠল আবির-ঋতাভরীর কেমিস্ট্রি, হাজির 'ফাটাফাটি'র নতুন গান - Fatafati New Song Jani Okaron

মুক্তি পেল আবির-ঋতাভরীর 'ফাটাফাটি' ছবির গান 'জানি অকারণ' ৷ গানটি গেয়েছেন অন্তরা মিত্র এবং ঈশান মিত্র (Fatafati New Song Jani Okaron )৷

Abir Ritabhari New Song
জানি অকারণ গানে জমে উঠল আবির ঋতাভরীর রসায়ন
author img

By

Published : Mar 25, 2023, 11:27 AM IST

কলকাতা, 25 মার্চ: প্রকাশ্যে এল আবির চট্টোপাধ্য়ায় এবং ঋতাভরী চক্রবর্তী জুটির নতুন ছবি 'ফাটাফাটি'র গান 'জানি অকারণ' ৷ শুক্রবারই ঋতাভরী ইনস্টাগ্রামে জানিয়েছিলেন এই গান মুক্তির দিনক্ষণ ৷ তিনি লিখেছিলেন, 'কিছুটা প্রেম... কারণে অকারণে! 'জানি অকারণ' মুক্তি পেতে চলেছে আগামীকাল ঠিক সকাল দশটায়' ৷ সে মতোই মুক্তি পেল নতুন গানটি ৷

অমিত চট্টোপাধ্য়ায়ের সুরে এবং ঋতম সেনের কথায় তৈরি এই গানটি গেয়েছেন অন্তরা মিত্র এবং ঈশান মিত্র ৷ গানটির শুরু থেকে শেষ-সর্বত্রই প্রেমের আবহ ফুটিয়ে তোলা হয়েছে ৷ আবির এবং ঋতাভরীর অনস্ক্রিন রসায়ন কেমন জমতে চলেছে তারও কিছুটা আভাস দিল 'জানি অকারণ' ৷ কখনও ঋতাভরীর রান্না করতে ছ্যাঁকা খাওয়া হাতে ওষুধ লাগিয়ে দেন আবির, কখনও আবার তাঁর গালে মাখিয়ে দেন আবির ৷ কয়েকদিন আগেই হোলি উপলক্ষ্যে গানের একটি দৃশ্য় শেয়ার করেছিলেন এই তারকা জুটি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এর আগেই ছবির গল্পটি কেমন হতে চলেছে তার খানিকটা আভাস সামনে এসেছে ৷ নির্মাতারা জানিয়েছেন 'ফাটাফাটি' তুলে ধরবে একজন ফ্যাশন ডিজাইনারের কাহিনি ৷ গৃহবধূ কিঞ্চিত মোটা ৷ তবে তার জন্য় তাঁর নিজের কোনও হীনমন্যতা নেই ৷ পরিচালক অরিত্র মুখোপাধ্য়ায়ের তৈরি এই ছবিতে আবিরকে দেখা যাবে একজন প্রেমিক মনের মানুষ হিসাবে ৷ তারই কিছু ইঙ্গিত মিলল গানেও ৷ বেশ জমে উঠল আবির-ঋতাভরীর রসায়ন ৷

এই ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 12 মে ৷ প্রথমে অবশ্য় এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল মার্চ মাসে ৷ তবে পরে সেই তারিখ বদল করেন নির্মাতারা ৷ উইন্ডোজ প্রোডাকশনস প্রযোজিত এই ছবির গল্প লিখেছেন জিনিয়া সেন ৷ জিনিয়া এর আগেই জানিয়েছিলেন এই ছবির জন্য় প্রায় 25 কেজি ওজন বাড়াতেও রাজি হয়েছেন ঋতাভরী ৷ তাঁর মতে, ঋতাভরী চরিত্রের জন্য় সব করতে পারে ৷ যদিও এখন কেমন জমবে এই গল্প তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ৷

আরও পড়ুন: প্যাস্টেল রঙা শাড়ি আর স্লিভলেস ব্লাউজে মোহময়ী প্রিয়াঙ্কা

কলকাতা, 25 মার্চ: প্রকাশ্যে এল আবির চট্টোপাধ্য়ায় এবং ঋতাভরী চক্রবর্তী জুটির নতুন ছবি 'ফাটাফাটি'র গান 'জানি অকারণ' ৷ শুক্রবারই ঋতাভরী ইনস্টাগ্রামে জানিয়েছিলেন এই গান মুক্তির দিনক্ষণ ৷ তিনি লিখেছিলেন, 'কিছুটা প্রেম... কারণে অকারণে! 'জানি অকারণ' মুক্তি পেতে চলেছে আগামীকাল ঠিক সকাল দশটায়' ৷ সে মতোই মুক্তি পেল নতুন গানটি ৷

অমিত চট্টোপাধ্য়ায়ের সুরে এবং ঋতম সেনের কথায় তৈরি এই গানটি গেয়েছেন অন্তরা মিত্র এবং ঈশান মিত্র ৷ গানটির শুরু থেকে শেষ-সর্বত্রই প্রেমের আবহ ফুটিয়ে তোলা হয়েছে ৷ আবির এবং ঋতাভরীর অনস্ক্রিন রসায়ন কেমন জমতে চলেছে তারও কিছুটা আভাস দিল 'জানি অকারণ' ৷ কখনও ঋতাভরীর রান্না করতে ছ্যাঁকা খাওয়া হাতে ওষুধ লাগিয়ে দেন আবির, কখনও আবার তাঁর গালে মাখিয়ে দেন আবির ৷ কয়েকদিন আগেই হোলি উপলক্ষ্যে গানের একটি দৃশ্য় শেয়ার করেছিলেন এই তারকা জুটি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এর আগেই ছবির গল্পটি কেমন হতে চলেছে তার খানিকটা আভাস সামনে এসেছে ৷ নির্মাতারা জানিয়েছেন 'ফাটাফাটি' তুলে ধরবে একজন ফ্যাশন ডিজাইনারের কাহিনি ৷ গৃহবধূ কিঞ্চিত মোটা ৷ তবে তার জন্য় তাঁর নিজের কোনও হীনমন্যতা নেই ৷ পরিচালক অরিত্র মুখোপাধ্য়ায়ের তৈরি এই ছবিতে আবিরকে দেখা যাবে একজন প্রেমিক মনের মানুষ হিসাবে ৷ তারই কিছু ইঙ্গিত মিলল গানেও ৷ বেশ জমে উঠল আবির-ঋতাভরীর রসায়ন ৷

এই ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 12 মে ৷ প্রথমে অবশ্য় এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল মার্চ মাসে ৷ তবে পরে সেই তারিখ বদল করেন নির্মাতারা ৷ উইন্ডোজ প্রোডাকশনস প্রযোজিত এই ছবির গল্প লিখেছেন জিনিয়া সেন ৷ জিনিয়া এর আগেই জানিয়েছিলেন এই ছবির জন্য় প্রায় 25 কেজি ওজন বাড়াতেও রাজি হয়েছেন ঋতাভরী ৷ তাঁর মতে, ঋতাভরী চরিত্রের জন্য় সব করতে পারে ৷ যদিও এখন কেমন জমবে এই গল্প তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ৷

আরও পড়ুন: প্যাস্টেল রঙা শাড়ি আর স্লিভলেস ব্লাউজে মোহময়ী প্রিয়াঙ্কা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.