হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি: ফারহান আখতার (Farhan Akhtar) এবং দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সাইকোলজিকাল থ্রিলার 'কার্তিক কলিং কার্তিক' রবিবার মুক্তির 13 বছর পূর্ণ করেছে (Karthik Calling Karthik completes 13 years) । এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছবির নায়ক ফারহান আখতার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির পুরনো একটি পোস্টার শেয়ার করেছেন । আর তার ক্যাপশনে তিনি লিখেছেন, "একটির জন্য ভাগ্যবান..অন্যটির জন্য আরও বেশি ভাগ্যবান । কার্তিক কলিং কার্তিকের 13 বছর ।"
বিজয় লালওয়ানি পরিচালিত সিনেমা কার্তিক কলিং কার্তিক ৷ যেখানে দেখা গিয়েছে ফারহান আখতার, দীপিকা পাড়ুকোন, রাম কাপুর এবং শেফালি শাহকে প্রধান চরিত্রগুলিতে অভিনয় করতে ৷ ছবিটি সমালোচকদের প্রশংসা কুঁড়িয়েছে । সিনেমাটি তার চিত্তাকর্ষক প্লট এবং 'হে ইয়া' এবং 'উফ তেরি আদা'-এর মতো আকর্ষণীয় গানের জন্য বিখ্যাত ।
সম্প্রতি ফারহান আখতারকে দেখা গিয়েছে মৃণাল ঠাকুর এবং পরেশ রাওয়ালের সঙ্গে স্পোর্টস ড্রামা 'তুফান'তে । সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিয়োতে উপলব্ধ ৷ দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি । ফারহান বর্তমানে রোড ট্রিপ মুভি 'জি লে জারা' পরিচালনা নিয়ে ব্যস্ত রয়েছেন ৷ যেখানে দেখা মিলবে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফকে মূখ্য চরিত্রে ৷ নারীকেন্দ্রিক সিনেমা এটি ৷ তিনজনকে নিয়ে গল্প আবর্তিত হবে । ছবিটি বন্ধুত্বের আরেকটি গল্প হিসাবে "দিল চাহতা হ্যায়" এবং "জিন্দেগি না মিলেগি দোবারা" এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ৷ মেয়েরা প্রধান চরিত্রে অভিনয় করেছে ।
এটিই প্রথম হিন্দি মুভি যেখানে রোড ট্রিপে সমস্ত মেয়েদের একত্রিত হতে দেখা যাবে ৷ সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি । অন্যদিকে, দীপিকা পাড়ুকোনের অ্যাকশন-থ্রিলার ফিল্ম 'পাঠান' দুর্দান্ত জনপ্রিয়তা পেয়েছে ৷ যার কারণে তার সাফল্য উপভোগ করছেন ডিম্পেল কুইন । তাঁকে পরবর্তীতে দক্ষিণের অভিনেতা প্রভাসের সঙ্গে প্যান-ইন্ডিয়া মুভি 'প্রজেক্ট কে' তে দেখা যাবে । এরপরের দীপিকার ঝুলিতে রয়েছে সিদ্ধার্থ আনন্দের আসন্ন এরিয়াল অ্যাকশন থ্রিলার 'ফাইটার' ৷ যেখানে তিনি জুটি বাঁধবেন হৃতিক রোশনের সঙ্গে ৷ তারপরে অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর দেখা মিলবে 'দ্য ইন্টার্ন' সিনেমাতে ।
আরও পড়ুন: 7 বছর পূর্ণ মনোজ ও রাজকুমারের আলিগড়ের, আবেগী পরিচালক হনসাল মেহতা