ETV Bharat / entertainment

Fans Tease Urvashi: খেলা দেখতে এসে ফের ট্রোলের শিকার! ঋষভের নাম নিয়ে ঊর্বশীকে কটাক্ষ ফ্যানেদের - ঋষভের নাম নিয়ে ঊর্বশীকে কটাক্ষ ফ্য়ানেদের

খেলা দেখতে এসে ফের কটাক্ষের মুখে অভিনেত্রী ঊর্বশী রাউতেলা ৷ দিল্লিতে স্টেডিয়ামে দেখার পর থেকেই ঋষভ পন্থের নাম নিয়ে তাঁকে কটাক্ষ করতে শুরু করেন ফ্য়ানেরা ৷

Fans Tease Urvashi
ঋষভকে নিয়ে ফের ট্রল করা হল ঊর্বশীকে
author img

By

Published : Apr 12, 2023, 4:21 PM IST

Updated : Apr 12, 2023, 5:19 PM IST

হায়দরাবাদ, 12 এপ্রিল: আইপিএলে বলিউড ডিভা ঊর্বশী রাউতেলা ফের একবার শিকার হলেন ফ্য়ানেদের কটাক্ষের ৷ মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ানসের খেলা মাঠে বসে উপভোগ করেন এই অভিনেত্রী ৷ ম্য়াচের বিভিন্ন মুহূর্ত তিনি কেমন উপভোগ করলেন, তার নিদর্শন রয়েছে অভিনেত্রীর ইনস্টা টাইমলাইনে ৷ বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সোশালে পোস্ট করেছেন তিনি ৷ আর সেই ছবি সামনে আসতে না আসতেই ট্রোল করা শুরু করেন ফ্য়ানেরা ৷

ঋষভ পন্থের সঙ্গে ঊর্বশীর অম্লমধুর সম্পর্কের কথা কারও অজানা নয় ৷ সম্প্রতি একটি গাড়ি দুর্ঘটনার জেরে ক্রিকেট মাঠ থেকে দূরেই দিন কাটাচ্ছেন ঋষভ ৷ যদিও খেলা দেখতে এসেছিলেন তিনি এর আগে ৷ তবে আপাতত দিল্লি ক্যাপিটালসের এই নির্ভরযোগ্য় উইকেট কিপার ব্যাটার দিন গুনছেন মাঠে ফেরার ৷ আর তাঁর নাম করেই ফ্য়ানেরা এবার খোঁচা দেওয়া শুরু করলেন ঊর্বশীকে ৷ 'হেট স্টোরি 4' খ্য়াত নায়িকা এদিন পোস্ট করেছিলেন গ্য়ালারিতে দাঁড়িয়ে তাঁর নাচ এবং হাত নাড়ার দৃশ্য় ৷ কিন্তু তাঁকে স্টেডিয়ামে দেখেই পন্থের নাম করে তাঁকে খোঁচা দিতে শুরু করেন ফ্য়ানেরা ৷

স্টেডিয়াম থেকে শেয়ার করা তাঁর ভাইরাল ভিডিয়োর নীচে বইছে কমেন্টের বন্য়া ৷ একজন লেখেন, "আজ ঋষভ ভাই আসতে পারেনি", আরেকজন লিখেছেন, "দিল্লি ক্যাপিটালসের হারের প্রধান কারণ ৷" অন্য একজন নেটিজেন তো এও লেখেন, "ঊর্বশী রাউতেলা মুম্বই ইন্ডিয়ানসের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ৷" ঋষভের সঙ্গে ঊর্বশীর এই বাদ বিবাদের সূত্রপাত বেশ কিছুদিন আগেই ৷ একটি ইন্টারভিউতে নায়িকা দাবি করেছিলেন, একটা সময় তাঁর জন্য় হোটেলের লবিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন ঋষভ ৷

প্রাক্তন ভারতীয় এই উইকেট কিপার অবশ্য পুরো বিষয়টিকে মিথ্য়া বলে দাবি করেন ৷ একইসঙ্গে এও লেখেন, "পিছা ছোড়ো বেহেন(বোন আমার পিছু নেওয়া ছাড়ো) ৷" তারপর থেকেই তাঁদের বাক বিতণ্ডা চলেই আসছে ৷ একথা ঠিক যে এক সময় এই কিপার ব্যাটারের সঙ্গে নাম জড়িয়েছিল ঊর্বশীর ৷ কিন্তু সে জল্পনায় জল ঢেলে পন্থ তাঁর বান্ধবী ঈশা নেগির কথা সকলকে জানান ৷ তবে কয়েক মাস আগে ঊর্বশীর ইন্টারভিউয়ের পর থেকে জল্পনা শুরু হয় ঋষভকে নিয়ে ৷

আরও পড়ুন: 'সকলকে কাছাকাছি আনাই ছিল উদ্দেশ্য', বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন লাকি আলি

হায়দরাবাদ, 12 এপ্রিল: আইপিএলে বলিউড ডিভা ঊর্বশী রাউতেলা ফের একবার শিকার হলেন ফ্য়ানেদের কটাক্ষের ৷ মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ানসের খেলা মাঠে বসে উপভোগ করেন এই অভিনেত্রী ৷ ম্য়াচের বিভিন্ন মুহূর্ত তিনি কেমন উপভোগ করলেন, তার নিদর্শন রয়েছে অভিনেত্রীর ইনস্টা টাইমলাইনে ৷ বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সোশালে পোস্ট করেছেন তিনি ৷ আর সেই ছবি সামনে আসতে না আসতেই ট্রোল করা শুরু করেন ফ্য়ানেরা ৷

ঋষভ পন্থের সঙ্গে ঊর্বশীর অম্লমধুর সম্পর্কের কথা কারও অজানা নয় ৷ সম্প্রতি একটি গাড়ি দুর্ঘটনার জেরে ক্রিকেট মাঠ থেকে দূরেই দিন কাটাচ্ছেন ঋষভ ৷ যদিও খেলা দেখতে এসেছিলেন তিনি এর আগে ৷ তবে আপাতত দিল্লি ক্যাপিটালসের এই নির্ভরযোগ্য় উইকেট কিপার ব্যাটার দিন গুনছেন মাঠে ফেরার ৷ আর তাঁর নাম করেই ফ্য়ানেরা এবার খোঁচা দেওয়া শুরু করলেন ঊর্বশীকে ৷ 'হেট স্টোরি 4' খ্য়াত নায়িকা এদিন পোস্ট করেছিলেন গ্য়ালারিতে দাঁড়িয়ে তাঁর নাচ এবং হাত নাড়ার দৃশ্য় ৷ কিন্তু তাঁকে স্টেডিয়ামে দেখেই পন্থের নাম করে তাঁকে খোঁচা দিতে শুরু করেন ফ্য়ানেরা ৷

স্টেডিয়াম থেকে শেয়ার করা তাঁর ভাইরাল ভিডিয়োর নীচে বইছে কমেন্টের বন্য়া ৷ একজন লেখেন, "আজ ঋষভ ভাই আসতে পারেনি", আরেকজন লিখেছেন, "দিল্লি ক্যাপিটালসের হারের প্রধান কারণ ৷" অন্য একজন নেটিজেন তো এও লেখেন, "ঊর্বশী রাউতেলা মুম্বই ইন্ডিয়ানসের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ৷" ঋষভের সঙ্গে ঊর্বশীর এই বাদ বিবাদের সূত্রপাত বেশ কিছুদিন আগেই ৷ একটি ইন্টারভিউতে নায়িকা দাবি করেছিলেন, একটা সময় তাঁর জন্য় হোটেলের লবিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন ঋষভ ৷

প্রাক্তন ভারতীয় এই উইকেট কিপার অবশ্য পুরো বিষয়টিকে মিথ্য়া বলে দাবি করেন ৷ একইসঙ্গে এও লেখেন, "পিছা ছোড়ো বেহেন(বোন আমার পিছু নেওয়া ছাড়ো) ৷" তারপর থেকেই তাঁদের বাক বিতণ্ডা চলেই আসছে ৷ একথা ঠিক যে এক সময় এই কিপার ব্যাটারের সঙ্গে নাম জড়িয়েছিল ঊর্বশীর ৷ কিন্তু সে জল্পনায় জল ঢেলে পন্থ তাঁর বান্ধবী ঈশা নেগির কথা সকলকে জানান ৷ তবে কয়েক মাস আগে ঊর্বশীর ইন্টারভিউয়ের পর থেকে জল্পনা শুরু হয় ঋষভকে নিয়ে ৷

আরও পড়ুন: 'সকলকে কাছাকাছি আনাই ছিল উদ্দেশ্য', বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন লাকি আলি

Last Updated : Apr 12, 2023, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.