হায়দরাবাদ, 13 জুলাই: 'ওএমজি 2' ছবির টিজার দেখে আশায় বুক বেঁধেছিলেন অক্ষয় কুমারের অনুরাগীরা ৷ এই ছবির টিজারে কান্তি শরণ মুদগলের কাহিনি যেভাবে তুলে ধরা হয়েছে তা দেখে খুশি সমালোচকদের একাংশও ৷ নাস্তিক কাঞ্জিভাইয়ের পর এবার আস্তিক কান্তি শরণ ঈশ্বরের কৃপালাভ করবেন কি? তার দুর্দিনে পাশে কি দাঁড়াবেন ভোলানাথ ? তা নিয়েই তৈরি এই ছবি ৷ কিন্তু এই ছবি নিয়েও সম্প্রতি সামনে এল নয়া বিতর্ক ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে 'ও মাই গড 2' ছবিকে সেন্সর সার্টিফিকেট দিতে দেরি করছে বোর্ড ৷
কয়েকটি সূত্র থেকে এও দাবি করা হয়েছে, ছবির স্ক্রিনিংয়ের পর নাকি সেন্সর বোর্ডের তরফে প্রযোজকদের জানানো হয়েছে ছবিটিকে রিভিশন কমিটির কাছে পাঠানো হবে ৷ যদিও ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হল তা এখনও স্পষ্ট নয় ৷ অন্য়দিকে, প্রযোজনা সংস্থার একটি সূত্র বলছে, "এরকম কোনও ঘটনা এখনও সামনে আসেনি ৷ নির্মাতারা সেন্সর বোর্ডের তরফে কোনও নোটিশ পাননি ৷ সেন্সর বোর্ড তাদের কাজ করছে।" যদিও অক্ষয় কুমার বা পরিচালক অমিত রাই এখনও এই বিষয়ে মুখ খোলেননি ৷
-
Taking up bold subjects doesn't mean they r insulting Hindu gods. Taboo subject like menstruation,sex education etc have mentions in Vedas, puranas, Upanishads etc. We Indians used to be bold n open minded 3000 yrs ago, our culture got mixed and evolved with our invaders'. #OMG2 https://t.co/xGHTC073qg
— кαмαкѕнι נнα🔥 (@Nott_Zealot) July 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Taking up bold subjects doesn't mean they r insulting Hindu gods. Taboo subject like menstruation,sex education etc have mentions in Vedas, puranas, Upanishads etc. We Indians used to be bold n open minded 3000 yrs ago, our culture got mixed and evolved with our invaders'. #OMG2 https://t.co/xGHTC073qg
— кαмαкѕнι נнα🔥 (@Nott_Zealot) July 13, 2023Taking up bold subjects doesn't mean they r insulting Hindu gods. Taboo subject like menstruation,sex education etc have mentions in Vedas, puranas, Upanishads etc. We Indians used to be bold n open minded 3000 yrs ago, our culture got mixed and evolved with our invaders'. #OMG2 https://t.co/xGHTC073qg
— кαмαкѕнι נнα🔥 (@Nott_Zealot) July 13, 2023
তবে এই খবর সামনে আসার পর থেকেই সোশাল মিডিয়ায় সরব নেটিজেনরা ৷ ঘটনা নিয়ে কার্যত দুটি দলে ভাগ হয়ে গিয়েছে নেটপাড়া ৷ একজন লেখেন, "তাহলে কি সেন্সর বোর্ড শেষমেশ সঠিক কাজ করছে?" কেউ আবার লিখছেন, "ভুয়ো খবর ৷ সেন্সর বোর্ডের কাছ থেকে নির্মাতারা এখনও কোনও নোটিশ পাননি ৷ সার্টিফিকেট দিতে অন্য কারণে দেরি হচ্ছে ৷ কামাল আর খানের চেলাদের কথায় বিশ্বাস করবেন না ৷"
আরও পড়ুন: প্রথম দেখায় চেনাই যায় না ! তথাগতর ভোলবদলে অবাক অনুরাগীরা
আবার আরেক নেটিজেনের দাবি, "সাহসী কোনও বিষয় নিয়ে ছবি বানানো মানেই কিন্তু হিন্দু দেবতাদের অপমান করা নয় ৷ তথাকথিত নিষিদ্ধ বিষয় যেমন ঋতুস্রাব, যৌন শিক্ষা কিন্তু আমাদের বেদ, পুরাণ, উপনিষদেও আছে ৷" প্রসঙ্গত, এর আগেই 'মাসুম সওয়াল'-এর মতো ছবি বিতর্কের মুখে পড়ে এমন একটি কাহিনি পর্দায় তুলে ধরে ৷ ছবিতে ঋতুস্রাব চলাকালীন এক নারীর ভগবানের মূর্তিকে স্পর্শ করা নিয়ে উঠেছিল প্রশ্ন ৷ সেই প্রসঙ্গই এখানে টেনে এনেছেন এই নেট নাগরিক ৷ 'ওএমজি 2' ছবিতে অক্ষয়ের সঙ্গেই রয়েছেন ইয়ামি গৌতম এবং পঙ্কজ ত্রিপাঠীও ৷ ছবিটি 11 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ৷